/indian-express-bangla/media/media_files/2025/05/20/VhMfyQoyI1oRJObogpE4.jpg)
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Voter list controversy West Bengal:নির্বাচন কমিশন ও কেন্দ্রের ভূমিকা নিয়ে ফের সরব সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, "মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।" মৃতদের নাম ভোটার তালিকায় থাকার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে অভিষেকের আরও দাবি, “কমিশন এর সঠিক জবাব দিতে পারেনি। আগে সরকারকে পদত্যাগ করতে হবে। তারপর চাইলে সারা দেশে SIR করুক।”
কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী লক্ষ লক্ষ মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়েছে। সেই তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হয়েছে লোকসভা নির্বাচন। তাহলে তো কেন্দ্রীয় সরকারকেই পদত্যাগ করতে হবে।"
সেই সঙ্গে আরও একবার কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে তাঁকে হেনস্থার অভিযোগে সরব তৃণমূল সাংসদ। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, "পাঁচ বছর ধরে আমার বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে, অথচ কোর্টে কোনও প্রমাণ দিতে পারেনি। এর মানে এই যে তদন্তে কোনও সারবত্তা নেই।”
অন্যদিকে, ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন অভিষেক। তাঁর বক্তব্য, “হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে কেন্দ্র সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। গত তিন-চার বছর ধরে ১০০ দিনের কাজে বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে। হাইকোর্ট ফের বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্প চালু করতে বলেছে। সেটা আটকাতে এবার কেন্দ্র সুপ্রিম কোর্টে গেছে। তবে কেন্দ্রকে এই প্রকল্পে আগেকার বকেয়া টাকাও পশ্চিমবঙ্গকে দিতে হবে। বাংলার মানুষকে বঞ্চিত করতেই কেন্দ্র এই পথে হাঁটছে। এই কারণেই আমরা BJP-কে বাংলা-বিরোধী বলি।”
আরও পড়ুন- Suvendu Adhikari:সাংবাদিক বৈঠকের আগে পুলিশকর্মীদের স্ত্রীদের 'ট্রেনিং'? বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
নির্বাচন কমিশনের নির্দেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নেতৃত্ব আরও বলেন, “এক সপ্তাহের মধ্যে এফিডেফিট জমা দেওয়ার কথা বলছে কমিশন। এফিডেফিট কেন দেবে, সেটা কমিশনেরই দায়িত্ব। বাংলায় জোর করে যদি একজনের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়, তবে এক লক্ষ বাঙালিকে দিল্লিতে নিয়ে গিয়ে বৃহত্তর আন্দোলন হবে। তাতে বাংলার শক্তি বুঝে যাবে কেন্দ্র।”