/indian-express-bangla/media/media_files/2025/02/28/xaLtR8yzMlSKnl7Pql8L.jpg)
Suvendu Adhikari-Abhishek Banerjee: শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Suvendu Adhikari-Abhishek Banerjee:আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ৭ লক্ষেরও বেশি ভোটে জয় পেয়েছিলেন অভিষেক। তৃণমূলের শীর্ষনেতার সেই রেকর্ড মার্জিনে জয় নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী একটি সভায় বলেন, "ডায়মন্ড হারবারে ঘাসফুল ছাড়া আর কোনও প্রতীক খোলা ছিল না। সেলোটোপ লাগানো ছিল। নোটাতেও লাগিয়ে রেখেছিল। ৮ জন করে পোলিং এজেন্ট জাহাঙ্গির বাহিনীর। একজন অফিসিয়ালি তৃণমূলের, আরও ৭ জন ড্যামি।"
আরও পড়ুন- Naushad Siddiqui:'পুলিশ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না', আদালতের পথে সোচ্চার নওশাদ সিদ্দিকী
তাঁর কথায়, "৮ জন করে গুণ্ডা ভিতরে। আপনি যদি ভিতর থেকে চিৎকার করেন যে আমি পদ্মফুল বা অন্য কোনও প্রতীক খুঁজে পাচ্ছি না, বেরিয়ে এলেই মারবে। আবার যদি নাও বোতাম টেপেন বা শব্দ না হয় তাহলেও মারবে। এভাবে ৭ লাখ ভোটে জিতেছে।"
আরও পড়ুন- West Bengal News Live Updates: SSC কে তীব্র ভর্ৎসনা! ফের অযোগ্যদের নিয়ে বড় মন্তব্য শীর্ষ আদালতের
তিনি আরও বলেন, "ডায়মন্ড হারবারে সোমেন মিত্র অনেক বড় নেতা ছিলেন, তিনি ৭০ হাজার ভোটে জিতেছিলেন। অনেক বড় নেতা আবু হাসনাত খান, তিনি ৫০ হাজার ভোটে জিতেছিলেন। অনেক বড় নেতা শমীক লাহিড়ি, তিনি ৯০ হাজার ভোটে জিতেছিলেন। অনেক বড় নেতা বামপন্থী অমল দত্ত, তিনিও সামান্য ভোটে জিতেছিলেন।"
অভিষেককে বিঁধে শুভেন্দু বলেছেন, "টাকা ছাড়া কিছু বোঝে না। কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, দেশি মদের প্রতি বোতল থেকে আড়াই টাকা করে তোলে, ডিয়ার লটারি ওর ব্যবসা। ওই ৭ লাখ ১৫ হাজার ভোটে জিতেছে? প্রমাণ করে দেব ডায়মন্ড হারবারে কী কায়দায় ভোট হয়েছিল, কী কায়দায় লুঠ হয়েছিল?"