West Bengal News Live Updates: জিএসটিতে বড় পরিবর্তন, কেন্দ্রের প্রস্তাব মেনে নিল মন্ত্রিসভা, সস্তা হবে কোন কোন জিনিস?

West Bengal News Live Updates 21 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Live Updates 21 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
15 August 2025,  West Bengal news,  Live updates,  Independence Day celebrations,  Kolkata events,  Flag hoisting,  Chief Minister speech,  Cultural programs  ,Security arrangements,  Freedom fighters tribute,১৫ আগস্ট ২০২৫  ,পশ্চিমবঙ্গের খবর  ,লাইভ আপডেট,  স্বাধীনতা দিবস উদযাপন,  কলকাতার অনুষ্ঠান,  পতাকা উত্তোলন,  মুখ্যমন্ত্রীর ভাষণ , সাংস্কৃতিক অনুষ্ঠান  ,নিরাপত্তা ব্যবস্থা,  স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা,Independence Day 2025

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata News Live Updates: ২০২৫ সালের স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি সংস্কারের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পর এবার পদক্ষেপ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলির অর্থমন্ত্রীদের যৌথ মন্ত্রিগোষ্ঠী (GoM) জিএসটির চারটি হার ৫%, ১২%, ১৮% এবং ২৮% থেকে কমিয়ে দুটি স্ল্যাবে সীমিত করার প্রস্তাব অনুমোদন করেছে। এই মন্ত্রিগোষ্ঠীর নেতৃত্বে ছিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না, রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কর্নাটকের রাজস্বমন্ত্রী কৃষ্ণ বায়রে গৌড়া এবং কেরলের অর্থমন্ত্রী কে এন বালগোপাল। নতুন প্রস্তাব অনুসারে, সাধারণ প্রয়োজনীয় পণ্যের উপর ৫% কর আরোপ করা হবে, আর অন্যান্য সাধারণ পণ্যের উপর ১৮% কর ধার্য করা হবে। তামাক এবং কিছু বিলাসবহুল বা ক্ষতিকারক পণ্যের উপর ৪০% কর বজায় থাকবে। বিশেষভাবে, বিলাসবহুল গাড়ি ৪০% করের আওতায় আনার সুপারিশও মন্ত্রিগোষ্ঠী করেছে। নতুন হার কার্যকর হলে, পূর্বে ১২% করের আওতায় থাকা প্রায় ৯৯% পণ্য ৫% স্ল্যাবে স্থানান্তরিত হবে এবং ২৮% করের আওতায় থাকা প্রায় ৯০% পণ্য ১৮% স্ল্যাবে আসবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, এই জিএসটি হারের পরিবর্তন সাধারণ মানুষ, কৃষক, মধ্যবিত্ত শ্রেণিকে আরও স্বস্তি পাবে। পাশাপাশি কর ব্যবস্থাকে সহজ, স্বচ্ছ এবং উন্নয়নমুখী করার লক্ষ্য নিয়েই এই সংস্কার আনা হয়েছে। ভবিষ্যতে, ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্য, পোশাক, জুতো ও কিছু গৃহস্থালী পণ্য ৫% হারে আসবে, আর বৃহৎ গৃহস্থালী যন্ত্রপাতি, টেলিভিশনসহ অন্যান্য পণ্য ১৮% হারের আওতায় আসবে।

Advertisment

আরও পড়ুন- ফের রাজ্যের নামি সরকারি মেডিকেল কলেজে ধর্ষণ, তোলপাড় ফেলা অভিযোগে উত্তাল বাংলা

স্কুল সার্ভিস কমিশনকে ফের তিরস্কার সুপ্রিম কোর্টের। অযোগ্যদের কোন ভাবেই পরীক্ষায় বসার অনুমতি নয়, এসএসএসিকে কড়া বার্তা শীর্ষ আদালতের। এখনও  নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকানোর চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন (SSC) এমনই কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। এদিন শুনানির সময় বিচারপতি সঞ্জয় কুমার সরাসরি প্রশ্ন তোলেন, “আপনারা এখনও অযোগ্য প্রার্থীদের চাকরিতে নিতে চাইছেন? এটা লজ্জাজনক, সত্যিই বিস্ময়কর।” নতুন নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন কয়েকজন পরীক্ষার্থী। তাঁদের আবেদন ছিল, ২০১৬ সালের মতো এবারও যেসব চাকরিরত শিক্ষক গ্র্যাজুয়েশনে অন্তত ৪৫ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁদের নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হোক। সুপ্রিম কোর্টের বেঞ্চ (বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মা) এই আবেদনে সম্মতি দিয়েছে। পাশাপাশি এদিন আদালত  চাকরিরত শিক্ষকদের ফর্ম ফিল-আপের জন্য অতিরিক্ত সাত দিন সময় দিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, রাজ্য চাইলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। ডিভিশন বেঞ্চ এদিন এসএসসিকে তিরস্কার করে বলেছে,  আমরা আগেই বলেছি, কোনওভাবেই কোনও অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া যাবে না।”   

Advertisment

আরও পড়ুন- ১৩ লক্ষ টাকার ’হার্ট সার্জারি’ সম্পূর্ণ বিনামূল্যে! বাংলার মুকুটে জুড়ল নয়া পালক, সৃষ্টি হল নয়া ইতিহাসের

  • Aug 21, 2025 18:04 IST

    West Bengal News Live Updates:সেজে উঠেছে তারাপীঠ

    আগামিকাল ২২ আগষ্ট কৌশিকী অমাবস্যা। কথিত আছে এই কৌশিকী আমাবস্যার রাতে তারাপীঠের মহাশ্মশানে সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন সাধক বামদেব। সেই উপলক্ষে প্রতি বছর এই দিনটিতে কয়েক লক্ষ পুণ্যার্থীর ভিড় হয় তারাপীঠে। তারই প্রস্তুতি চলছে জোরকদমে।

    বিস্তারিত পড়ুন- Kaushiki Amavasya 2025:শুক্রবার কৌশিকী অমাবস্যা! সেজে উঠেছে তারাপীঠ, নিরাপত্তার চাদরে মন্দির নগরী



  • Aug 21, 2025 17:56 IST

    West Bengal News Live Updates:পাতালে স্বপ্নের সংযুক্তি!

    কলকাতা মেট্রোয় যেন এ এক নতুন যুগের সূচনা হতে চলেছে। এবার আরও তিনটি নতুন মেট্রো লাইন চালু হওয়ায় প্রতিদিন প্রায় ৯.১৫ লক্ষ যাত্রী কলকাতা মেট্রোয় যাতায়াত করতে পারবেন। এর জন্য মোট ৩৬৬টি নতুন মেট্রো ট্রেন পরিষেবা চালু হবে, যা পাতালপথের যাতায়াতকে আরও দ্রুত ও মসৃণ করবে।

    বিস্তারিত পড়ুন- Suvendu-Abhishek:ডায়মন্ড হারবারে অভিষেকের ৭ লাখ ভোটে জয় নিয়ে তোলপাড় ফেলা অভিযোগ শুভেন্দুর



  • Aug 21, 2025 17:56 IST

    West Bengal News Live Updates:রাজ্যকে তুলোধনা নওশাদের

    ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ তাঁর দলের ৯৫ জন কর্মীকেই জামিনে মুক্তি দিল ব্যাঙ্কশাল আদালত। গতকাল ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার, SIR-সহ একাধিক ইস্যুতে ধর্মতলায় বিক্ষোভ দেখিয়েছিল আইএসএফ।

    বিস্তারিত পড়ুন- Suvendu-Abhishek:ডায়মন্ড হারবারে অভিষেকের ৭ লাখ ভোটে জয় নিয়ে তোলপাড় ফেলা অভিযোগ শুভেন্দুর



  • Aug 21, 2025 17:55 IST

    West Bengal News Live Updates: তোলপাড় ফেলা অভিযোগ শুভেন্দুর

    আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ৭ লক্ষেরও বেশি ভোটে জয় পেয়েছিলেন অভিষেক। তৃণমূলের শীর্ষনেতার সেই রেকর্ড মার্জিনে জয় নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। 

    বিস্তারিত পড়ুন- Suvendu-Abhishek:ডায়মন্ড হারবারে অভিষেকের ৭ লাখ ভোটে জয় নিয়ে তোলপাড় ফেলা অভিযোগ শুভেন্দুর



  • Aug 21, 2025 17:54 IST

    West Bengal News Live Updates: মোদীর সভায় থাকবেন দিলীপ ঘোষ?

    আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে 'বিস্ফোরক' বিজেপি নেতা দিলীপ  ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরের তিনি বলেন,"আগামীকালের সভার কোনও রকমের আমন্ত্রণ জানানো হয়নি"। 

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: মিটে গেল মান-অভিমান দ্বন্দ্ব! আগামীকালের মোদীর সভায় থাকবেন দিলীপ ঘোষ?



  • Aug 21, 2025 15:52 IST

    West Bengal News Live Updates: অগ্নিমিত্রা পাল শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি

    বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।দলীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন অগ্নিমিত্রা। এর মধ্যেই বুধবার তিনি আসানসোলে একাধিক কর্মসূচিতে যোগ দেন। তবে হঠাৎ অসুস্থ বোধ করায় কর্মসূচি মাঝপথেই শেষ করে সন্ধ্যায় কলকাতায় ফিরে আসেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা বাড়তে থাকায় রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।



  • Aug 21, 2025 15:51 IST

    West Bengal News Live Updates:খাস কলকাতায় বাংলা বলায় 'বাংলাদেশি' সন্দেহে এলোপাথাড়ি  মারধর

    খাস কলকাতায় বাংলা বলায় 'বাংলাদেশি' সন্দেহে এলোপাথাড়ি  মারধরের অভিযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বেধড়ক মারধরের অভিযোগ শিয়ালদা ব্রিজের নিচে ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ছাত্রদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ ছুরি, বন্দুক নিয়ে ছাত্রদের উপর হামলা চালানো হয়। বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়া শিয়ালদা ব্রিজের নিচে একটি মোবাইল সরঞ্জামের দোকান থেকে কিছু জিনিস কিনতে গিয়েছিলেন সেখানেই দোকানদারের সঙ্গে তার বচসা হয়। এরপরই ওই পড়ুয়াকে হিন্দিতে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। এরপর হোস্টেলে ফিরে সেকথা ওই পড়ুয়া তার বন্ধুদের জানান। বেশ কয়েকজন তাকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট এলাকায় গেলে 'বাংলাদেশি' বলে  কটাক্ষ করে তাদের বেধড়ক মারধর করেন এলাকার ব্যবসায়ীরা। ঘটনার খবর পেয়ে মুচিপাড়া থানায় আসেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। পড়ুয়াদের সঙ্গে কথা বলে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। 



  • Aug 21, 2025 13:30 IST

    West Bengal News Live Updates: পুলিশের মারে কোমর ভাঙল সরকারি আইনজীবীর

    পুলিশের মারে কোমর ভাঙল সরকারি আইনজীবীর। সল্টলেকে AK- ব্লকের ঘটনা। গতকাল রাতের এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ গাড়ির পার্কিং নিয়ে বচসার জেরে সাদা পোশাকের দুজন পুলিশ কর্মী আইনজীবী সৌরিন্দ্রনারায়ণ রায়কে মারধর করে। গুরুতর আহত মনুজেন্দ্রনারায়ণ রায় নিজেও কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী। ইতিমধ্যেই বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবার। হাইকোর্টেও মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলেই শুনানি। 



  • Aug 21, 2025 12:34 IST

    West Bengal News Live Updates:নওশাদের নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল কলকাতা

    গতকাল ওয়াকফ আন্দোলনের নামে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ধর্মতলায়। গ্রেফতার হন নওশাদ সহ গ্রেফতার ৯৫ জন। আজ ব্যাঙ্কশাল কোর্টের বাইরে ISF সমর্থকদের ভিড়। নওশাদ সহ সকলের নামে হেয়ার স্ট্রিট থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। নওশাদ সহ ৯৫ জনকে নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান। জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভে সামিল ISF কর্মী সমর্থকরা। 



  • Aug 21, 2025 11:25 IST

    West Bengal News Live Updates: পাঁশকুড়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন

    পাঁশকুড়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন। বুধবার বিকেল প্রায় ৫টা নাগাদ ঘটে এই ঘটনাটি। জানা গিয়েছে লোকাল ট্রেনটিকে হাওড়ার নিয়ে আসার সময় বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। সৌভাগ্যবশত, দুর্ঘটনার সময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। রেল সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর থেকে একটি নতুন লোকাল ট্রেনকে মালগাড়ির ইঞ্জিনের সাহায্যে হাওড়ার দিকে আনা হচ্ছিল। পাঁশকুড়া স্টেশনে ঢোকার ঠিক আগে, লাইনে বদলের সময় মাঝের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। বগিটি আড়াআড়িভাবে লাইনচ্যুত হওয়ায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। রেলের তরফে জানানো হয়েছে, লাইনচ্যুত বগিটিকে আলাদা করার চেষ্টা চলছে। এদিকে, আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। 



  • Aug 21, 2025 11:24 IST

    West Bengal News Live Updates: আরজি কর কাণ্ডে ফের নয়া মোড়!

    আরজি কর কাণ্ডে ফের নয়া মোড়! তৃণমূল নেতার বিরুদ্ধে 'বিস্ফোরক' অভিযোগ নির্যাতিতার পরিবারের।  টাকা দিয়ে রফা করতে চেয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ! আরজি কর কাণ্ডে নির্যাতিতা তরুণীর বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতেই কুণাল ঘোষের বিরুদ্ধে পালটা বোমা ফাটালেন নির্যাতিতার পরিবার। কী অভিযোগ নির্যাতিতার বাবার? সংবাদ মাধ্যমের সামনে তিনি কুণাল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন, “আমাদের সঙ্গে উনি টাকা দিয়ে ব্যাপারটা মেটানোর চেষ্টা করেছিলেন। বাড়িতে আসেননি, তবে বলেছিলেন আপনাদের এত টাকা দিচ্ছি, ব্যাপারটা মিটিয়ে নিন।” পাশাপাশি বেশ কিছু হোয়্যাটসঅ্যাপ চ্যাটও সাংবাদিকদের দেখান নির্যাতিতার বাবা। তিলোত্তমার মা-বাবা আরও অভিযোগ করেন, মাঝেমধ্যেই কুণাল ঘোষ তাঁদের ফোন ও মেসেজ করতেন। এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষও। তাঁর কথায়, “তিলোত্তমার বাবা বলছেন আমি নাকি ফোন করে রফার চেষ্টা করতাম! এতদিন পর এসব বলছেন? কত বড় মিথ্যা বলছেন ভেবে দেখুন। আমি অনুরোধ করছি, কোর্টে গিয়ে মাননীয় বিচারকের কাছে সব প্রমাণ দিন। সাংবাদিকদেরও প্রিন্ট আউট দিয়ে দিন। সোশ্যাল মিডিয়ায় সবটা দিয়ে দিন। সবাই দেখুক কুণাল ঘোষ কী লিখেছিলেন। অকারণে রহস্য বাড়ানোর চেষ্টা করবেন না।”



  • Aug 21, 2025 11:04 IST

    West Bengal News Live Updates: গুরুতর অসুস্থ দাপুটে বিজেপি নেত্রী

    গুরুতর অসুস্থ দাপুটে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বিজেপি সূত্রে জানানো হয়েছে,গতকাল গভীর রাতে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে রাজ্য সাধারণ সম্পাদক এবং বিধায়ক অগ্নিমিত্রা পালকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। 



Kunal Ghosh mamata Abhishek RG Kar Case