Naushad Siddiqui:'পুলিশ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না', আদালতের পথে সোচ্চার নওশাদ সিদ্দিকী

ISF Mla Naushad Siddiqui: বুধবার একাধিক দাবিতে ধর্মতলায় বিক্ষাভ দেখিয়েছিল আইএসএফ। ধু্ন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। গ্রেফতার হন নওশাদ-সহ ৯৫ আইএসএফ কর্মী।

ISF Mla Naushad Siddiqui: বুধবার একাধিক দাবিতে ধর্মতলায় বিক্ষাভ দেখিয়েছিল আইএসএফ। ধু্ন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। গ্রেফতার হন নওশাদ-সহ ৯৫ আইএসএফ কর্মী।

author-image
IE Bangla Web Desk
New Update
Nowshad Siddiqui,  Naushad Siddiqui,Bankshall Court,  unconditional release  ,ISF workers  ,Dharmatala protest  ,arrest,  Kolkata,নওশাদ সিদ্দিকী  ,ব্যাংকশাল আদালত,  নিঃশর্ত মুক্তি  ,আইএসএফ কর্মী,  ধর্মতলা বিক্ষোভ,  গ্রেফতার,  কলকাতা

Naushad Siddiqui: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

Naushad Siddiqui: 'জেল দিয়ে আমাদের আন্দোলন রোখা যাবে না', ব্যাঙ্কশাল আদালতে তোলার সময় সরকারের বিরুদ্ধে সোচ্চার ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। গতকাল ওয়াকফ সংশোধিত আইন প্রত্যাহার, SIR-সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ-আন্দোলন করে আইএসএফ।

Advertisment

সেই আন্দোলনকে কেন্দ্র করে বুধবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে নওশাদ সিদ্দিকী-সহ ৯৫ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়।

বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জন আইএসএফ কর্মীকে ব্যাঙ্কশাল  আদালতে তোলে পুলিশ। ততক্ষণে আদালত চত্বরে আইএসএফ কর্মী-সমর্থকদের প্রবল ভিড়, মুহূর্মুহূ উঠছে স্লোগান।

Advertisment

দাবি একটাই, 'নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকেই নিঃশর্ত মুক্তি দিতে হবে'। আইএসএফ কর্মীদের বিক্ষোভ সামাল দিতে এদিন ব্যাঙ্কশাল আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল।

আরও পড়ুন- West Bengal News Live Updates: খাস কলকাতায় বাংলা বলায় 'বাংলাদেশি' কটাক্ষ, এলোপাথাড়ি মারধর কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

গতকাল নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জন আইএসএফ কর্মীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। তারই পরিপ্রেক্ষিতে এদিন তাঁদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন-Dilip Ghosh: মিটে গেল মান-অভিমান দ্বন্ধ! আগামীকালের মোদীর সভায় থাকবেন দিলীপ ঘোষ?

আদালতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী বলেন, "পুলিশ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। জেল দিয়ে আন্দোলন থামানো যাবে না। SIR নিয়ে হয়রানি বন্ধ করতে হবে। পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে।"

protest ISF naushad siddiqui