Advertisment

Dilip Ghosh On Abhishek: নারী ক্ষমতায়ন নিয়ে রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে ডাক অভিষেকের, 'আরজি কর মনে আছে তো'? খোঁচা দিলীপের

Dilip Ghosh On Abhishek: অভিষেকের এই আমন্ত্রণ পাওয়া নিয়ে তৃণমূল নেতৃত্বকে খোঁচা দিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, 'আমন্ত্রণ পেয়েছেন ভাল কথা। কিন্তু আরজি কর কাণ্ডে গোটা বিশ্বের সামনে বাংলার মুখ পুড়েছে'।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh On Abhishek

অভিষেকের এই আমন্ত্রণ পাওয়া নিয়ে তৃণমূল নেতৃত্বকে খোঁচা দিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ।

Dilip Ghosh On Abhishek:  লিঙ্গ সমতা এবং মহিলাদের ক্ষমতায়ন নিয়ে রাষ্ট্রসংঘের কর্মসূচি। এবার তাতেই যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হল ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে।

Advertisment

ভারতের অবস্থিত  নরওয়ের দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জের মহিলার অধিকার সংক্রান্ত বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন অভিষেক। চিঠি দিয়ে অভিষেককে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা তা এখনও জানা যায় নি।

জানা গিয়েছে, এই আলোচনার লক্ষ্য সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের  সমান অংশগ্রহণ যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। এই সফরে নরওয়ে ও ভারতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হবে । তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ নিয়ে খোঁচা দিতে ছাড়েন নি বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

আরও পড়ুন- আরজি কর কাণ্ডের পর প্রথম ভোট, অগ্নিপরীক্ষায় তৃণমূল! উত্তরবঙ্গের মন পড়তে যাচ্ছেন মমতা

১৭ থেকে ২২ নভেম্বর ওসলোতে আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠান। রাজনীতি এবং সমাজের সকল ক্ষেত্রে মহিলাদের সমান অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে আলোচনা হবে এই অনুষ্ঠানে। ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল যাবে নরওয়ে। সেই প্রতিনিধি দলে থাকতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ। সফরকালীন সময়ে অভিষেক বন্দোপাধ্যায় নরওয়ের এমপি, সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা ও ব্যবসায়িক জগতের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। ভারতীয় সাংসদদের যাতায়াত, তাঁদের থাকার খরচ-সহ সবকিছু বহন করবে নরওয়ের দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জ।

আরও পড়ুন- পাহাড়ের নেশাই কাল হল! হোটেলের বন্ধ ঘরে কী এমন ঘটল? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু

অভিষেকের এই আমন্ত্রণ পাওয়া নিয়ে তৃণমূল নেতৃত্বকে খোঁচা দিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, 'আমন্ত্রণ পেয়েছেন ভাল কথা। আরজি কর কাণ্ডে গোটা বিশ্বের সামনে বাংলার মুখ পুড়েছে। রোজই বাংলায় নারী নির্যাতনের ঘটনা ঘটছে । বাংলা এখন দুষ্কৃতিতে স্বর্গরাজ্য। পশ্চিম বঙ্গ মহিলাদের জন্য সবচেয়ে অনিরাপদ। এই ধরণের ঘটনা বন্ধ করুক সরকার। ভাষণ দিয়ে কিছু হবে না'। যদিও তৃণমূল নেতৃত্বের  বক্তব্য, রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন নিয়ে একাধিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালু করা হয়েছে একাধিক প্রকল্প। এর প্রেক্ষিপ্তে নারীর ক্ষমতায়ন নিয়ে আন্তর্জাতিক আলোচনায় অভিষেকের আমন্ত্রণ পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

abhishek banerjee dilip ghosh
Advertisment