Advertisment

Mamata Banerjee: আরজি কর কাণ্ডের পর প্রথম ভোট, অগ্নিপরীক্ষায় তৃণমূল! উত্তরবঙ্গের মন পড়তে যাচ্ছেন মমতা

Mamata Banerjee: আরজি কর আবহে বুধবার রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার মধ্যে উত্তরবঙ্গের দুই কেন্দ্র রয়েছে। মাদারিহাটে বিজেপির কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের কাছে।

author-image
Joyprakash Das
New Update
mamata bypoll bengal

আরজি কর কাণ্ডের পর প্রথম ভোট, অগ্নিপরীক্ষায় তৃণমূল! উত্তরবঙ্গের মন পড়তে যাচ্ছেন মমতা

Mamata Banerjee: আরজি কর আবহে বুধবার রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার মধ্যে উত্তরবঙ্গের দুই কেন্দ্র রয়েছে। মাদারিহাটে বিজেপির কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের কাছে। এই পরিস্থিতিতে আগামিকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক গুচ্ছ কর্মসূচি আছে মুখ্যমন্ত্রীর। 

Advertisment

এই প্রথম পাহাড়ে সরস মেলার আয়োজন করা হয়েছে। ওই মেলার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া জিটিএ-র সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল, সোমবার তিনি দার্জিলিং পৌঁছাবেন। একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। আপাতত পাহাড় শান্ত রয়েছে। সমতলের মতোই পাহাড়ের নেতারাও ঘন ঘন রাজনৈতিক দল পরিবর্তন করছেন। তাই কে কখন মুখ্যমন্ত্রীর পাশে থাকেন তা বোঝা বড় মুশকিল।

মৌলিক অধিকার রক্ষা করা রাজ্যের দায়িত্ব! অবসরের আগে 'বুলডোজার ন্যায়বিচার' নিয়ে বড় সিদ্ধান্ত প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের

জানা গিয়েছে, বুধবার দার্জিলিংয়ে সরস মেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে এই মেলা আগে কখনও হয়নি। পাহাড়ের অন্যতম আকর্ষণীয় স্থান ম্যালে এই সরস মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার উদ্যোক্তা রাজ্যের পঞ্চায়েত দফতর। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা নিজেদের হাতের কাজ নিয়ে হাজির হবেন। তার ওপর এই শীতের মরসুমে বিভিন জায়গা থেকে পর্যটকরা দার্জিলিংয়ে হাজির থাকবেন। হস্তশিল্পীদের কাছে তাই এটা বড় সুযোগ বলে মনে করছেন সরকারি আধিকারিকরা। 

১২ নভেম্বর জিটিএ-র সদস্যদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বিগত দিনের জিটিএ-র কাজকর্মের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জিটিএ-র নয়া রূপরেখা ঘোষণা করার কথা রয়েছ তাঁর। শিলিগুড়িতে একই ভবনে সমস্ত পুলিশ আধিকারিকদের অফিস করা হয়েছে। সেই ভবনের উদ্বোধন করারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এছাড়াও একাধিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।

শিয়ালদার কাছে বিরাট অস্ত্রভান্ডারের হদিস, হানা দিতেই চোখ কপালে, তদন্তে কলকাতা পুলিশ

রাজ্যে বিজেপির সাংগঠনিক ক্ষমতা বা সাংসদ ও বিধায়ক বেশি রয়েছেন উত্তরবঙ্গে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে এবারও দাঁত ফোটাতে পারেনি তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে একাধিকবার সরকারি সফর করেন মুখ্যমন্ত্রী। কাজের ফাঁকে রাজনৈতিক বৈঠকও সারেন তিনি। যদিও স্থানীয় পুরসভাগুলিতে তৃণমূল কংগ্রেসের আধিপত্য আছে। তবে লোকসভা ও বিধানসভা নির্বাচনে এলেই হোঁচট খাচ্ছে তৃণমূল। বারে বারে উত্তরবঙ্গের বিভিন্ন লোকসভা ও বিধানসভা কেন্দ্রের নির্বাচনে তৃণমূলকে একবার সুযোগ দেওয়ার আবেদন করলেও সাড়া পাননি তিনি। এদিকে ২০২৬ নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছে ঘাসফুল শিবির৷

Chief Minister Mamata Bengal Bypolls
Advertisment