রাজধানী দিল্লিতে মালদার একটি পরিযায়ী শ্রমিকের পরিবারকে চূড়ান্ত হেনস্থার অভিযোগে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পরবর্তী সময়ে দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রীর সেই অভিযোগ নস্যাৎ করে। এবার মালদার সেই পরিবারকে নিয়ে সাংবাদিক বৈঠকে করল তৃণমূল। সাংবাদিক সম্মেলনে ওই পরিবারের সাজনু পারভিন দিল্লি পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন।
বুধবার সাংবাদিক বৈঠকে মালদা সেই পরিবারটির সদস্য সাজনু পারভিনের অভিযোগ, দিল্লিতে থাকাকালীন তাদের বাড়িতে চারজন এসেছিলেন। তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। তার পরিবারকে বাংলাদেশি বলে তকমা দেওয়া হয়েছিল বলে তার দাবি। ওই মহিলা বলেছেন, "আমাকে বলা হয় জয় শ্রীরাম বলতে। আমি বলেছি আমি মুসলিম, ওটা বলতে পারব না। তারপর আমার থেকে ২৫ হাজার টাকা চাওয়া হয়।"
বুধবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল নেতা কুণাল ঘোষ মালদার পরিবারটিকে নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন। তারাও মালদার এই পরিবারকে চূড়ান্ত হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তোলেন।
আরও পড়ুন- West Bengal live news Live Updates: বাংলার বুকে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুমিছিল, হাহাকার! শোকে পাথর এলাকাবাসী
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করেছিলেন বাংলা মাতৃভাষা হওয়ার জন্য দিল্লি পুলিশ একটি বাচ্চাকেও রেয়াত করেনি। তাকে মারধর করা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর সেই দাবি পুরোপুরি নস্যাৎ করেছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন-Kavi Subhash metro station: প্রায় এক বছর বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন? কী জানাল কর্তৃপক্ষ?
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া জানিয়েছিলেন, "বাংলার মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, এমন কোনও ঘটনা ঘটেনি।"
দিল্লি পুলিশের ওই কর্তা উল্টে মালদার এই পরিবারটির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, "ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওর এক আত্মীয় পশ্চিমবঙ্গের মালদায় জেলায় থাকে, তার রাজনৈতিক একটি পরিচয় রয়েছে। ওই ব্যক্তির কথাতেই এমন ভিত্তিহীন ভিডিও বানায় মহিলা। সেই ভিডিও কাকার মোবাইলে পাঠিয়ে দেয়। পরে সেটি ভাইরাল হয়েছে। এই গোটা ঘটনাটি সাজানো ও ভিত্তিহীন। জেনে বুঝে দিল্লি পুলিশের ইমেজ খারাপ করতেই এই ভিডিও ভাইরাল করা হয়েছে।"
আরও পড়ুন-স্বাধীনতার পর এই প্রথম! সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এ যেন নতুন যুগের সূচনা
এদিকে দিল্লি পুলিশের এই বক্তব্যের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সাইবার ক্রাইম থানায় নালিশ জানিয়েছেন BJP সাংসদ সৌমেন্দু অধিকারী। দিল্লির সাইবার ক্রাইম বিভাগে জানানো অভিযোগপত্রে কাঁথির বিজেপি সংসদ সৌমেন্দু অধিকারী লিখেছেন, "দিল্লি পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ভুয়ো ভিডিও ছড়ানো হয়েছে।"