AC local trains may be launched in Sealdah division: বাংলার রেলের ইতিহাসে এ এক আলোড়ন খেলা খবর! সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই শিয়ালদহ ডিভিশনে চালু হয়ে যাচ্ছে AC লোকাল ট্রেন। পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে এই প্রথম দুরন্ত এই পরিষেবা খাস বাংলায়। তবে দেশের হিসেবে ধরলে এই পদক্ষেপ দ্বিতীয়।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, আর মাত্র কয়েক মাসের মধ্যে শিয়ালদহ ডিভিশনে AC লোকাল ট্রেন চালু হয়ে যেতে পারে। জানা গিয়েছে, চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে বিশেষ ওই ট্রেন। আর মাত্র কয়েক মাসের মধ্যেই তা শিয়ালদহ শাখায় চলতে শুরু করবে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিশেষ এই ট্রেনটি ১২ কামরারই হবে।
AC লোকাল ট্রেনে ভাড়া কত হতে পারে?
সাধারণ লোকাল ট্রেনের চেয়ে এসি লোকাল ট্রেনের ভাড়া স্বাভাবিকভাবেই বেশি থাকবে। রেল সূত্রে জানা গিয়েছে, সাধারণ লোকাল ট্রেনে যা ভাড়া হয় তার থেকে বেশ খানিকটা বেশি ভাড়া হতে পারে এই এসি লোকাল ট্রেনের। কোনও কোনও প্রতিবেদনে বলা হয়েছে, এক্ষেত্রে ভাড়া অঙ্ক সাধারণ লোকাল ট্রেনের চেয়ে ৭ থেকে ১০ গুণ বেশি হতে পারে। এই হিসেব ধরলে যদি কোনও রুটে কোনও নির্দিষ্ট একটি দূরত্বে ভাড়া ১০ টাকা হয়, তবে এসি লোকাল ট্রেনে সেই ভাড়া ৭০ টাকা হতে পারে, কিংবা তার বেশিও হতে পারে। তবে এই ভাড়ার অঙ্ক নিয়ে এখনও পর্যন্ত রেলের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন- Basanta Utsav: জমে যাবে 'বসন্ত উৎসব'! দুরন্ত বন্দোবস্ত দিঘায়, খাস 'শান্তিনিকেতন' তুলে আনছে মহিষাদল রাজবাড়ি
জানা গিয়েছে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হওয়া এই এসি লোকাল ট্রেনটি আধুনিক সুবিধা যুক্ত হবে। আরামদায়ক সিটের পাশাপাশি মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য আলাদা করে প্লাগ পয়েন্ট থাকতে পারে বিশেষ এই ট্রেনে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েক মাসের মধ্যে শিয়ালদহ শাখায় এই এসি লোকাল ট্রেন চালু হয়ে যেতে পারে। তবে এব্যাপারে এখনই রেলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন- Basanta Utsav: এবারও বাকিরা 'ব্রাত্য'ই! 'আপন রঙেই' বসন্ত উৎসবে রঙিন বিশ্বভারতী!