New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/11/xEiei8PUyssaZFVXZRmJ.jpg)
Holi 2025: প্রতীকী ছবি।
Holi 2025: প্রতীকী ছবি।
Basanta Utsav organized at Digha and Mahishadal Rajbari: আকাশে-বাতাসে ফাগুনের হিল্লোল। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ারা মেলে ধরেছে রঙিন পাখনা। পাতাঝরা গাছের ডালে কোকিলের কুহুতান জানান দিচ্ছে সামনেই দোল। লাল, হলুদ, সবুজ আবিরে একে অন্যকে রাঙিয়ে তোলার দিন। তাই দোলে শান্তিনিকেতনের ছোঁয়া পেতে নয়া ডেস্টিনেশন মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জ ও দিঘার সমুদ্র সৈকত। আগামী ১৪ মার্চ দোল (Dol)। আর এই 'বসন্ত উৎসব'কে (Basanta Utsav) কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে যেন শুরু হয়ে গিয়েছে প্রবল উন্মাদনা।
মহিষাদল প্রেস কর্নারের উদ্যোগে মহিষাদল রাজবাড়ির (Mahishadal Rajbari) আম্রকুঞ্জে আয়োজিত হচ্ছে ১৬তম বর্ষের বসন্ত উৎসব। রাজবাড়ির ঐতিহ্যবাহী আমবাগানের মাঝে আট থেকে আশি যেন মেতে ওঠেন, ফিরে পান যৌবন। নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠে গোটা এলাকা। যাকে অনেকেই নাম দিয়েছেন দ্বিতীয় শান্তিনিকেতন। আগামী ১৪ মার্চ মহিষাদলের এই বসন্ত উৎসবের প্রস্তুতি এখন জোরকদমে। এরই পাশাপাশি পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্যোগে এই প্রথম দিঘায় (Digha) 'দোল উৎসবের' আয়োজন করা হয়েছে।
মহিষাদল প্রেস কর্নারের বসন্ত উৎসবে এবার 'মাদক মুক্ত উৎসব'-এর ডাক দেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে রাজবাড়ির আম্রকুঞ্জে বসন্ত উৎসবে ভিড় জমান বহু মানুষ। সকালে বৈতালিকের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে নাচ-গানে অংশ নেন শিল্পীরা। এবছর ২৪টি নাচ, গান ও কবিতার দল অংশ নেবে। যেখানে অংশ নেবেন প্রায় ২৫০ শিল্পী। এছাড়াও দোলের দিন সন্ধ্যায় থাকছে গুণীজন সংবর্ধনা ও লোকগানের দল রঙতুলি। প্রতি বছরের মতো এবছরও এই বসন্ত উৎসবে সংগঠনের তরফ থেকে ভেষজ আবিরের ব্যবস্থা করা হয়েছে। ফলে শান্তিনিকেতনের বসন্ত উৎসবে সাধারণের প্রবেশাধিকার না থাকলেও মহিষাদলের প্রেস কর্নারের বসন্ত উৎসবে সকলে আর এক টুকরো 'শান্তিনিকেতন' ফিরে পাবেন।
আরও পড়ুন- Basanta Utsav: এবারও বাকিরা 'ব্রাত্য'ই! 'আপন রঙেই' বসন্ত উৎসবে রঙিন বিশ্বভারতী!
প্রেস কর্নারের সম্পাদক ভোলানাথ বিজলী ও সভাপতি সুব্রত চক্রবর্তী জানান, প্রতিবছর বহু মানুষ এই বসন্ত উৎসবে আসেন। তাই এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও থাকছে। মোট ৪টি প্রবেশদ্বার করা হয়েছে। এছাড়াও এই বসন্ত উৎসবের জন্য একটি অস্থায়ী সেতু তৈরি করা হয়েছে। উৎসব প্রাঙ্গণে কোনও মাদকদ্রব্য নিষিদ্ধ। মহিষাদল থানার অফিসার ইনচার্জ নাড়ুগোপাল বিশ্বাস বলেন, "মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে বসন্ত উৎসবে বহু মানুষের সমাগম ঘটে। তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। শহরের বেশ কিছু জায়গায় যানজট এড়াতে 'নো এন্ট্রি' থাকছে। দোলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর থাকবে।"
আরও পড়ুন- Purba Bardhaman News: নাম ভাঁড়িয়ে চোখের চিকিৎসা, প্যাঁচে পড়তেই বিরাট প্রতারণার পর্দা-ফাঁস
অন্যদিকে পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জন মহাপাত্র বলেন, "দোলে দিঘায় বহু মানুষের সমাগম ঘটে। তাদের আনন্দ দিতে সমুদ্র সৈকতে দোল উৎসবের আয়োজন করা হয়েছে। শুধু দোল উৎসব নয়, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, গুণীজনদের সংবর্ধনাও দেওয়া হবে। রাতে কলকাতা ও মুম্বইয়ের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও থাকছে।"