Baruipur News: চলন্ত নাগরদোলার সামনের রড খুলে বড়সড় বিপত্তি! বীভৎস পরিণতি এক মহিলা ও কিশোরীর

Baruipur News: এক মাস ধরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে চলছে এই মিলন মেলা। ফি দিন মেলার মাঠে ভিড় জমাচ্ছে আট থেকে আশি। বিনোদনের জন্য এখানে একগুচ্ছ রাইড রয়েছে।

author-image
Mina Mondal
New Update
west bengal news,baruipur news,milanmela,accident,বারুইপুর মিলনমেলা,দুর্ঘটনা

আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Baruipur News: মেলার মাঠে চলন্ত নাগরদোলার সামনের রড খুলে বিপত্তি। মারাত্মক এই দুর্ঘটনায় আহত দুই। এক মহিলা ও কিশোরী আহত হয়েছেন এই ঘটনায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মিলনমেলায়। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার পরেই আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহতদের শারীরিক পরিস্থিতির অবনতিতে তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। তবে রিলস ও সেলফি তোলার জেরেই এই দুর্ঘটনা বলে কেউ কেউ দাবি করেছেন। 

Advertisment

বারুইপুরের নিউ ইণ্ডিয়ান মাঠে একমাস ধরে চলছে মিলনমেলা (Baruipur Milan Mela)। প্রতিদিনই এই মেলায় ভিড় জমাচ্ছেন অংসখ্য মানুষ। এন্ট্রি ফি দিয়েই মেলা প্রাঙ্গণে প্রবেশের সুবিধা মেলে। বারুইপুরেরই বাসিন্দা লক্ষ্মী রায় ও প্রতিবেশী কিশোরী আজমিরা পরিবারের অন্যান্যদের সঙ্গে মিলন মেলায় গিয়েছিলেন। পরিবারের অন্যান্যরা না উঠলেও তাঁরা উঠেছিলেন নাগরদোলায়। সেখানেই ঘটে যায় বড়সড় বিপত্তি। মেলা কর্তৃপক্ষের দাবি নাগরদোলা চলাকালীন তাঁরা মোবাইলে রিলস (Reels) বানানোর চেষ্টা করছিলেন। তারই জেরে দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাগরদোলা চালাকালীন তার সামনে থাকা রড কোনওভাবে খুলে যায়। উপর থেকে নীচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার জেরে কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠছে। যদিও তা অস্বীকার করেছেন তারা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- West Bengal Weather: জেলাগুলিতে তরতরিয়ে নামছে পারদ, সপ্তাহান্তে তুমুল শীতে কাঁপবে কলকাতাও?

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:সরে দাঁড়ালেন আরজি করের নির্যাতিতার পরিবারের আইনজীবী, কারণ ঘিরে ধোঁয়াশা

আরও পড়ুন- Kolkata Metro: রবিবার স্পেশাল সার্ভিস মেট্রোর, যাত্রীদের সুবিধার্থে ফাটাফাটি বন্দোবস্ত!

দুর্ঘটনায় আহত মহিলার স্বামী অভীক রায় জানান, তাঁর স্ত্রীর মাথায় মারাত্মক চোট লেগেছে। সেই সঙ্গে তাঁদের প্রতিবেশী এক কিশোরীও জখম হয়েছেন। দুর্ঘটনায় আহত কিশোরীর বাবা জানিয়েছেন, নাগরদোলার সামনের রড খুলে গিয়েছিল। তারই জেরে এই দুর্ঘটনা ঘটেছে। এই মেলাগুলিতে থাকা রাইডগুলি পরীক্ষা করা দরকার। সুরক্ষার ব্যাপারে নিশ্চিত হওয়ার পরেই তা চালানো উচিত। 

accident Bangla News Bengali News Today news in west bengal news of west bengal Baruipur News