Kolkata Metro: রবিবার স্পেশাল সার্ভিস মেট্রোর, যাত্রীদের সুবিধার্থে ফাটাফাটি বন্দোবস্ত!

Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে বিশেষ বিশেষ দিনে অতিরিক্ত পরিষেবা দেয় কলকাতা মেট্রো। আবারও যাত্রীদের স্বার্থেই দারুণ এক তৎপরতা নিয়েছে মেট্রোরেল।

Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে বিশেষ বিশেষ দিনে অতিরিক্ত পরিষেবা দেয় কলকাতা মেট্রো। আবারও যাত্রীদের স্বার্থেই দারুণ এক তৎপরতা নিয়েছে মেট্রোরেল।

author-image
Nilotpal Sil
আপডেট করা হয়েছে
New Update
Special Anti-Overriding Drive in Green Line-2:  কলকাতা মেট্রো বিশেষ অ্যান্টি-ওভাররাইডিং ড্রাইভ

Kolkata Metro: কলকাতা মেট্রো।

special metro services for set examination on sunday on blue line: যাত্রীদের সুবিধার্থে উৎসবের দিনগুলিতেই হোক বা গুরুত্বপূর্ণ কোনও পরীক্ষার দিনে অতিরিক্ত পরিষেবা দেয় মেট্রো। এবার আগামী রবিবার অর্থাৎ ১৫ ডিসেম্বর SET পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য আগামী রবিবারেও বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রোরেল (Kolkata Metro)।

Advertisment

 মেট্রোরেলের তরফে রীতিমতো বিবৃতি দিয়ে বিষয়টি বিশদে জানানো হয়েছে। সেট পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী রবিবার অর্থাৎ ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে কলকাতা মেট্রো ব্লু লাইনে বিশেষ পরিষেবা দেবে।

কলকাতা মেট্রো রেলওয়ে আগামী রবিবার স্টেট এলিজেবলিটি টেস্ট বা SET পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবা দেবে। ওই দিন সকালে ব্লু লাইনে চারটি বিশেষ পরিষেবা (২টি আপ এবং ২টি ডাউন) দেওয়া হবে। দুটি বিশেষ ট্রেন সকাল ৮টা ও সকাল সাড়ে ৮টায় আপ লাইনে দক্ষিণেশ্বরের জন্য কবি সুভাষ স্টেশন থেকে ছেড়ে যাবে। একটি বিশেষ ট্রেন কবি সুভাষের দিকে ডাউন লাইন থেকে সকাল ৮টায় দমদম থেকে ছেড়ে যাবে। 

আরও পড়ুন- Purba Medinipur News: সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে টাকার পাহাড়, কাঁড়ি-কাঁড়ি সোনা! হতভম্ব দুর্নীতি দমন শাখার অফিসাররা

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে, দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন- Mayapur-Nabadwip: মায়াপুর, নবদ্বীপ বেড়ানো এবার আরও সহজ, শীঘ্রই খুলছে নয়া রুট

অন্য একটি বিশেষ ট্রেন ডাউন লাইনে সকাল ৮.১৫ মিনিটে কবি সুভাষের দিকে দক্ষিণেশ্বর থেকে ছেড়ে যাবে। এই ট্রেনটি দমদম থেকে সকাল সাড়ে ৮টায় পাওয়া যাবে। ব্লু লাইনে স্বাভাবিক পরিষেবা রবিবার যথারীতি সকাল ৯টা থেকে শুরু হবে। ওই দিন গ্রিন লাইন-২ (হাওড়া ময়দান – এসপ্ল্যানেড)-এ সাধারণ পরিষেবা পাওয়া যাবে। গ্রিন লাইন-১, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা পাওয়া যাবে না।

kolkata metro east-west metro Bangla News Bengali News Today Metro news in west bengal news of west bengal