West Bengal Weather: জেলাগুলিতে তরতরিয়ে নামছে পারদ, সপ্তাহান্তে তুমুল শীতে কাঁপবে কলকাতাও?

West Bengal Weather Update 12 December: শহর থেকে জেলা, শীতের অনুভূতি বাড়ছে সর্বত্র। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি তাপমাত্রার নিরিখে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে।

West Bengal Weather Update 12 December: শহর থেকে জেলা, শীতের অনুভূতি বাড়ছে সর্বত্র। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি তাপমাত্রার নিরিখে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Weather Update, Weather Forecast, Todays Weather, Kolkata Weather, West Bengal Weather Today, আবহাওয়ার পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

West Bengal Weather Forecast: শহর থেকে জেলা, ঠান্ডার আমেজ বাড়ছে। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

West Bengal Weather Update 12 December:এক ধাক্কায় বেশ খানিকটা নেমে গেল পারদ। সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হু হু করে পারদ নামছে। উত্তরের দার্জিলিং, কালিম্পঙের সঙ্গে রীতীমতো পাল্লা দিচ্ছে পশ্চিমের ঝাড়গ্রাম,পুরুলিয়া। পরিস্থিতি দেখে আবহাওয়াবিদদের একাংশ বলছেন, জাঁকিয়ে ঠান্ডা দুয়ারেই। 

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ায় নামছে পারদ। উত্তুরে হওয়ার প্রবেশে কোনও বাধা না থাকার কারণে ঠান্ডার অনুভূতি জোরালো হচ্ছে দিন দিন। সেই সঙ্গে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির পারদও হু হু করে নামছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। এই চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

কলকাতার ওয়েদার আপডেট 

তথ্য বলছে গত দু'দিনে কলকাতার তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি নেমে গেছে। বৃহস্পতিবার সকালে তিলোত্তমা মহানগরীর তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে রয়েছে। ভোরের দিকে শহর কলকাতায় কুয়াশার দাপট ছিল। সপ্তাহান্তে মহানগরীতেও তাপমাত্রা আরও কমার ইঙ্গিত রয়েছে। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:সরে দাঁড়ালেন আরজি করের নির্যাতিতার পরিবারের আইনজীবী, কারণ ঘিরে ধোঁয়াশা

আরও পড়ুন- Kolkata Metro: রবিবার স্পেশাল সার্ভিস মেট্রোর, যাত্রীদের সুবিধার্থে ফাটাফাটি বন্দোবস্ত!

আরও পড়ুন- Mamata Banerjee: বিজেপি বিরোধিতায় দানাই বাঁধছে না ইন্ডিয়া জোট, অখিলেশদের ইচ্ছায় কৃতজ্ঞ মমতা!

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

জাঁকিয়ে শীত পাহাড়ে। জমাটি মজায় পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আগামী কয়েকদিন কুয়াশার দাপট দেখা যাবে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ আরও নামবে আগামী কয়েকদিনে।

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather