Accident in Newtown: বেপরোয়া গতির বলি স্কুটিচালক, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু

Accident in Newtown: ফের রাতের শহরে ভয়াবহ পথ দুর্ঘটনা। রাস্তায় স্পিডোমিটার বসিয়ে যান নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হলেও এমন দুর্ঘটনা কিছুতেই এড়ানো যাচ্ছে না।

Accident in Newtown: ফের রাতের শহরে ভয়াবহ পথ দুর্ঘটনা। রাস্তায় স্পিডোমিটার বসিয়ে যান নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হলেও এমন দুর্ঘটনা কিছুতেই এড়ানো যাচ্ছে না।

author-image
IE Bangla Web Desk
New Update
Accident in Newtown,new town,west bengal news,road acident,নিউটাউনে দুর্ঘটনা,পথ দুর্ঘটনা

Accident in Newtown: দুর্ঘটনার পরেই ট্রাকটি আটক করেছে পুলিশ।

Accident in Newtown:আবারও রাতের শহরে বেপরোয়া গতির জেরে ভয়াবহ দুর্ঘটনা। এবার এই দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক স্কুটিচালকের। বুধবার রাতে নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত পার্থ দে কলকাতা ট্যাংরা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পরেই ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে। ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে ইকো পার্ক থানার পুলিশ। 

Advertisment

জানা গিয়েছে, বুধবার রাতে নিউটনের আকাঙ্ক্ষা মোড়ে দ্রুত গতিতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটিতে ধাক্কা মারে। অতর্কিতে এই ধাক্কায় বেসামাল হয়ে স্কুটি নিয়ে ছিটকে পড়ে যান পার্থ দে নামে ওই ব্যক্তি। এরপরেই বেপরোয়া ট্রাকের একটি চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলের কাছে পিঠে থাকা কর্তব্যরত পুলিশকর্মীরা দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।

তবে শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি স্কুটি চালক পার্থ দে'কে। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। এদিকে এই দুর্ঘটনার পরপরই ট্রাকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের চালককেও। নিউটাউনের ওই এলাকায় এর আগেও বেপরোয়া গতির জেরে বারবার ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় স্পিডোমিটার বসিয়ে যান নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাও কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এমন দুর্ঘটনা। 

Advertisment

আরও পড়ুন- Ram Mandir: নন্দীগ্রামে রাম মন্দির তৈরির ঘোষণা শুভেন্দুর, ভীতপুজোর দিনক্ষণও জানিয়ে দিলেন

বিশেষ করে রাতের দিকে শহরে বেপরোয়া গতিতে যানবাহন চলাফেরা করায় এমন দুর্ঘটনা বেড়েই চলেছে। শহরে যানবাহনের গতি নিয়ন্ত্রণের বার্তা দিয়ে বছরভর নানা প্রচারমূলক কর্মসূচি চালায় পুলিশ। বিভিন্ন সামাজিক মাধ্যমেও এব্যাপারে সতর্কতামূলক প্রচাল চালানো হয়। তাও বিপদ এড়ানো যাচ্ছে না। 

আরও পড়ুন- West Bengal News Live: সঞ্জয়ের ফাঁসি চেয়ে আজই কলকাতা হাইকোর্টে CBI?

New Town Road Accident Bangla News Bengali News Today news in west bengal news of west bengal