/indian-express-bangla/media/media_files/2025/01/23/H46DohqmQivxriGyMYV3.jpg)
Barasat Over bridge: সংস্কারের কাজের জন্য ৫ মাস বন্ধ থাকবে বারাসাত ওভারব্রিজ
Latest West Bengal News Highlights: সংস্কারের কাজের জন্য এবার ৫ মাস বন্ধ থাকবে বারাসাত ওভারব্রিজ। তবে সপ্তাহে ২ দিন করে। যান চলাচল নিয়ন্ত্রিত করবে পুলিশ-প্রশাসন। আগামী শনিবার ২৫ জানুয়ারি থেকে সংস্কারের কাজ শুরু হবে। যার ফলে শুক্রবার রাত ১টা থেকে সোমবার ভোর ৩টে পর্যন্ত ওই সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। ওই সময়ে কোনও ধরনের গাড়িই ব্রিজ দিয়ে চলাচল করবে না। এই যান নিয়ন্ত্রণ আগামী ৫ মাস ধরে চলবে।
ফের মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। এবার কবি নজরুল মেট্রো স্টেশনে। বৃহস্পতিবার বিকেলে ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ)-এ বিপর্যস্ত হল মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, বিকেল ৪.২৮ মিনিটে আত্মহত্যার চেষ্টা হয়। আপাতত কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।
ঠাকুরপুকুরে একটি বাড়ি থেকে এক মহিলার দেহ উদ্ধার। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বন্ধ ঘর থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মৃতার শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, খুন করা হয়েছে মহিলাকে। কী কারণে খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ।
-
Jan 23, 2025 17:43 IST
West Bengal News Live: মানিকচকে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে অপহরণ! ৭ দন পরেও খোঁজ নেই
বাড়ির সামনে থেকে এক মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকা ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠল তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। গত ৭ দিন আগে এই অপহরণের ঘটনাটি নিয়ে মানিকচক থানায় অভিযোগ জানায় নাবালিকা ছাত্রীর পরিবার। কিন্তু এক সপ্তাহ পরেও ওই ছাত্রীর কোনও খোঁজ দিতে পারেনি পুলিশ। অবশেষে বৃহস্পতিবার বাড়ির একমাত্র মেয়েকে উদ্ধারের জন্য পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন অপহৃত ওই ছাত্রীর পরিবার। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার সাহেবনগর এলাকায়।
-
Jan 23, 2025 17:16 IST
West Bengal News Live: কবি নজরুল স্টেশনে আত্মহত্যার চেষ্টা, বন্ধ মেট্রো পরিষেবা
ফের মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। এবার কবি নজরুল মেট্রো স্টেশনে। বৃহস্পতিবার বিকেলে ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ)-এ বিপর্যস্ত হল মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, বিকেল ৪.২৮ মিনিটে আত্মহত্যার চেষ্টা হয়। আপাতত কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।
-
Jan 23, 2025 16:42 IST
West Bengal News Live: বন্ধ ঘর থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য ঠাকুরপুকুরে
ঠাকুরপুকুরে একটি বাড়ি থেকে এক মহিলার দেহ উদ্ধার। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বন্ধ ঘর থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মৃতার শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, খুন করা হয়েছে মহিলাকে। কী কারণে খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ।
-
Jan 23, 2025 15:18 IST
West Bengal News Live:আবারও হেলে পড়ল বহুতল
আবারও কলকাতা শহরে হেলে পড়ল বিরাট বহুতল। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরার পর এবার বিধাননগর এবং বাগুইআটি। বৃহস্পতিবার নতুন করে এই দুই জায়গায় আরও মোট তিনটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে আসাকে কেন্দ্র করে তুমুল চঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এলাকার বাসিন্দাদের, অভিযোগ জলাভূমি বুজিয়ে ওই জায়গায় তৈরি হয়েছে বহুতলগুলি। তারই জেরে এই বিপত্তি বলে দাবি তাঁদের।বিস্তারিত পড়ুন- Bidhannagar & Baguiati: কলকাতায় আবারও হেলে পড়ল বহুতল, জলাভূমি বুজিয়ে নির্মাণের অভিযোগ বাসিন্দাদের
-
Jan 23, 2025 13:11 IST
West Bengal News Live: যুবকের দেহ উদ্ধার
বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতায় রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে এক যুবকের কম্পল চাপা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে দেহটি দেখতে পান স্থানীয়রা। প্রায়শই ওই যুবককে স্টেডিয়াম চত্বরে দেখা যেতে বলে জানাচ্ছেন স্থানীয়রা। এদিন প্রাতঃভ্রমণকারীদের কয়েকজন দেখেন স্টেডিয়ামের নিচে বারান্দায় এক যুবক সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ এসে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে তাঁর মৃত্যু কারণ নিয়ে ধন্দে পুলিশ। মৃতদেহের ময়নাতদন্ত হবে।
-
Jan 23, 2025 13:03 IST
West Bengal News Live: ৫৯টি চাবাগান খুলে দিয়েছি: মমতা
"কেন্দ্রীয় সরকার একটি চাবাগানও খুলতে পারেনি। আমরা ৫৯টি চাবাগান খুলে দিয়েছি। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত 'দুয়ারে সরকার' কর্মসূচি চলবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেব। যেটা দিতে পারব না। সেটা পরে আমরা দেখে নেব।" কালচিনির অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
Jan 23, 2025 12:59 IST
West Bengal News Live: 'বাংলার বাড়ি' প্রকল্পে দ্রুত কাজ শেষের নির্দেশ
বাংলার বাড়ি প্রকল্পে দ্রুত কাজ শেষের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী এদিন বলেন, "১২ লক্ষ লোককে অর্ধেক টাকা দিয়েছি। ডিসেম্বরের মধ্যে বাকি টাকা পেয়ে যাবেন। আরও যারা বাকি আছেন তাদেরটাও দেখে নেব। কেন্দ্র টাকা দেয় না। কিন্তু আমরা ভিক্ষা করি না। সম্মানের সঙ্গে লড়াই করি। বাংলার বাড়ি নিয়ে চিন্তা করবেন না।"
-
Jan 23, 2025 12:51 IST
West Bengal News Live: নেতাজির প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে কেন্দ্র: মমতা
"নেতাজির তৈরি করা প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে কেন্দ্র। সব ধর্মকে নিয়ে চলার কথা বলতেন নেতাজি। ধর্মনিরপেক্ষতা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আলিপুর মিউজিয়ামে নেতাজি স্মারক তৈরি হয়েছে।" নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
-
Jan 23, 2025 12:48 IST
West Bengal News Live: চক্রান্তের শিকার নেতাজি: মমতা
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালচিনির সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, "চক্রান্তের বড় শিকার নেতাজি। দুঃখ হয়। কত লড়াই করেছেন দেশের জন্য। সেই মানুষটা কোথায় হারিয়ে গেল...আর খুঁজে পেলাম না আমরা।"
-
Jan 23, 2025 12:43 IST
West Bengal News Live:অভূতপূর্ব উদ্যোগ মেট্রোর
মেট্রো রেলওয়ে তার লক্ষ লক্ষ যাত্রীদের জন্য নিরাপদ এবং সুরক্ষিত পরিষেবা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সব ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে। মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী পি উদয় কুমার রেড্ডির নির্দেশানুযায়ী, মেট্রো কর্মীদের যথাযথ এবং আপডেটেড প্রশিক্ষণের জন্য নিয়মিতভাবে নিয়মিত মক ড্রিল, টিউটোরিয়াল, বিশেষ অধিবেশন ইত্যাদি আয়োজন করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ ২২ থেকে ২৬ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত কবি সুভাষ স্টেশনে একটি স্ট্রেস ম্যানেজমেন্ট ক্যাম্পের আয়োজন করেছে। এই ক্যাম্পে মোটরম্যান, সুপারভাইজার, স্টেশন এবং অফিস কর্মীরা অংশগ্রহণ করছেন।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro: কর্মীদের চাপ কমাতে অভূতপূর্ব উদ্যোগ মেট্রোর, শোনানো হচ্ছে রবিশঙ্করের বাণী
-
Jan 23, 2025 12:22 IST
West Bengal News Live:বার্লা তৃণমূলে?
সবকিছু ঠিকঠাক চললে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জন বার্লা। কালচিনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান মঞ্চে পৌঁছে গিয়েছেন বার্লা। সেখানেই তিনি তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন।
-
Jan 23, 2025 12:02 IST
West Bengal News Live:৩০০ লোকাল ট্রেন বাতিল
বালিঘাট ও বালি হল্ট ব্রিজের মাঝে কাজ চলার জেরে আগামী পাঁচ দিন শিয়ালদা ডিভিশনে ৩০০ লোকাল ট্রেন বাতিল থাকবে। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী সোমবার পর্যন্ত চলবে কাজ। এদিকে, টানা পাঁচদিন এতগুলি লোকাল ট্রেন বাতিল থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।
-
Jan 23, 2025 10:42 IST
West Bengal News Live: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুটিচালকের
বুধবার রাতে নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা। দ্রুত গতিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারে। ছিটকে গাড়ির নিচেই পড়ে মৃত্যু স্কুটিচালক পার্থ দে'র। মৃতের বাড়ি ট্যাংরা এলাকায়। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
-
Jan 23, 2025 10:40 IST
West Bengal News Live:রাম মন্দির তৈরির ঘোষণা শুভেন্দুর
এবার নন্দীগ্রামে (Nandigram) রাম মন্দির (Ram Mandir) তৈরির ঘোষণা বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। নন্দীগ্রামের সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে রাম মন্দির তৈরি হবে বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আগামী ৬ এপ্রিল রামনবমীর (Ramnavami) সেই রাম মন্দির তৈরির ভিত পূজার অনুষ্ঠান হবে বলে ঘোষণা করেছেন তিনি।
বিস্তারিত পড়ুন- Ram Mandir: নন্দীগ্রামে রাম মন্দির তৈরির ঘোষণা শুভেন্দুর, ভীতপুজোর দিনক্ষণও জানিয়ে দিলেন
-
Jan 23, 2025 09:27 IST
West Bengal News Live: বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
উধাও শীত। দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় সকাল থেকে ঘন কুয়াশার দাপট। পরপর পশ্চিমী ঝঞ্ঝার কোপে বারবার এ মরশুমে শীতের পথে বাধা এসেছে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও চড়বে তাপমাত্রা, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এরই মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে কুয়াশার দাপটও থাকবে জেলায়-জেলায়। তবে কি শীতের বিদায় একেবারে আসন্ন?
বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: উধাও শীত, ঘন কুয়াশার চাদরে ঢাকল জেলার পর জেলা, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
-
Jan 23, 2025 09:25 IST
West Bengal News Live: কল সেন্টার প্রতারণা মামলায় ED-র অভিযান
কল সেন্টার প্রতারণা চক্রের তদন্তে নেমে কলকাতা-সহ রাজ্যের ১০ জায়গায় ইডির অভিযান। বৃহস্পতিবার সাতসকালে তলকাতা,হাওড়া সহ রাজ্যের ১০ জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কল সেন্টার প্রতারণা তদন্তে রাজ্যের দিকে দিকে ইডির এই অভিযান। কলকাতায় বসে আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণার অভিযোগ। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশের নাগরিকদের সফটওয়্যার পরিষেবা দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ। কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে কলকাতার এক ব্যবসায়ী। ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। ২৫ থেকে ৩০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি বলে ইডি সূত্রের খবর। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দিকে ইডির অভিযান।
-
Jan 23, 2025 09:18 IST
West Bengal News Live: সঞ্জয়ের ফাঁসি চায় CBI-ও?
রাজ্য সরকারের পথেই হাঁটতে চলেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা? সূত্রের খবর, বুধবার সিবিআই-এর একেবারে উপর মহলের নির্দেশে সঞ্জয়ের ফাঁসির শাস্তির দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করতে পারে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। আজ হাইকোর্টে এই মামলা দায়ের করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। যদিও সিবিআই-এর তরফে বিষয়টি স্পষ্ট করা হয়নি।