Suvendu Adhikari-Ram Mandir: এবার নন্দীগ্রামে (Nandigram) রাম মন্দির (Ram Mandir) তৈরির ঘোষণা বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। নন্দীগ্রামের সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে রাম মন্দির তৈরি হবে বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আগামী ৬ এপ্রিল রামনবমীর (Ramnavami) সেই রাম মন্দির তৈরির ভিত পূজার অনুষ্ঠান হবে বলে ঘোষণা করেছেন তিনি।
কী বললেন শুভেন্দু?
"সোনাচূড়ায় আড়াই বিঘার মতো ঘেরা একটি জায়গা আছে। আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি। আগামী ৬ এপ্রিল রামনবমীর দিন সেখানে ভীতপুজোর মধ্য রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। যে কাজ এক বছরের মধ্যে শেষ হবে বলে আশা করছি। রাম মন্দিরের পাশাপাশি সেখানে ভোগশালা,হোমিওপ্যাথি, আয়ুর্বেরিদক চিকিৎসা কেন্দ্র-সহ সনাতনীদের আস্থার জায়গা যেভাবে রেয়াপাড়া শিবমন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি, ওখানেও গেস্টা হাউস পুন্যার্থীদের বিশ্রামের জায়গা-সহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে।"
এদিকে গতকালই মুর্শিদাবাদের সাগরদিঘিতে ধুমধাম করে হয়ে গিয়েছে রাম মন্দিরের ভূমি পুজো। গত বছর ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল। অযোধ্যার রাম মন্দিরের বর্ষপূর্তির দিনেই মুর্শিদাবাদে আরও একটি রাম মন্দির তৈরির ভূমি পূজা হয়ে গেল বুধবার। বঙ্গীয় হিন্দু সেনার উদ্যোগে মুর্শিদাবাদের সাগরদিঘির অলংকার গ্রামে তৈরি হচ্ছে রাম মন্দির। প্রায় দুই বিঘা জমিতে রাম মন্দির তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live: সঞ্জয়ের ফাঁসি চেয়ে আজই কলকাতা হাইকোর্টে CBI?
উল্লেখ্য, এর আগে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কোভিদ সেখানে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন। তৃণমূল বিধায়কের সেই ঘটনার পরের দিনই বঙ্গীয় হিন্দু সেনা জানানো হয় ওই মুর্শিদাবাদই তারা রাম মন্দির বানাবেন। রীতিমতো রাম মন্দির তৈরীর আগে ভূমি পূজোর দিনও ঐদিন ঘোষণা করে দিয়েছিল বোম্বে হিন্দু সেনা।
আরও পড়ুন- West Bengal Weather Update: উধাও শীত, ঘন কুয়াশার চাদরে ঢাকল জেলার পর জেলা, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
সেইমতো গতকাল সাগরদিঘীতে রাম মন্দির তৈরি পূজার অনুষ্ঠান হয়েছে।একদিকে গতকাল সাগর দিঘিতে যখন রাম মন্দির তৈরির আগে ভূমি পূজোর অনুষ্ঠান হল, সেই একই দিনে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সেখানেও আরও একটি রাম মন্দির তৈরির ঘোষণা করে দিলেন বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী।