Accident in South Kolkata Nava Nalanda School: সপ্তাহের প্রথম দিনেই দক্ষিণ কলকাতার নামী স্কুলে দুর্ঘটনা। নব নালন্দা স্কুলে (Nava Nalanda) জানলার কাচ ভেঙে আহত হয়েছে তিন পড়ুয়া। হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয় আহত ছাত্রদের। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরের এই নামী স্কুলে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা।
জানা গিয়েছে, সোমবার সকালে দক্ষিণ কলকাতার সাউদার্ন অ্যাভিনিউ এলাকার ওই স্কুলে আচমকা পড়ুয়াদের উপর কাচ ভেঙে পড়ে। মারাত্মক এই দুর্ঘটনার জেরে তিন পড়ুয়া আহত হয়। মুহূর্তে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা স্কুলে। এদিন সকালে স্কুলে ঢোকার সময় এই ঘটনা ঘটায় সেই সময় ভিড় ছিল অভিভাবকদেরও। আহত পড়ুয়াদের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকরাও উদ্ধার করেন। তড়িঘড়ি আহত ছাত্রদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এদিকে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে রক্ষণাবেক্ষণের অভিযোগ তুলে প্রবল বিক্ষোভ শুরু করে দেন অভিভাবকরা। স্কুলে ঢোকার সময় ওপরের জানলা থেকে কাচ খুলে পড়ে যায় পড়ুয়াদের উপর। এই ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুলে। প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। স্কুলে কেন অ্যাম্বুলেন্স রাখা হয়নি তা নিয়েও চলে বিক্ষোভ।
আরও পড়ুন- West Bengal News Live: অবশেষে ছাগলের টোপেই খাচা বন্দি প্রকাণ্ড বাঘ, আজই ছাড়া হবে গভীর জঙ্গলে
এদিকে, কাচ ভেঙে আহত তিন পড়ুয়ার মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। ওই পড়ুয়ার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। এদিন বরাতজোরে প্রাণে বেঁচেছে ওই তিন পড়ুয়া, এমনই অভিযোগ তুলে স্কুলে সকালের দিকে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
আরও পড়ুন- Gangasagar Mela: সংক্রান্তির আগেই সাগরসঙ্গমে উপচে পড়া ভিড়, গঙ্গাসাগরে পুণ্যার্জনের অবাক হিড়িক!