/indian-express-bangla/media/media_files/2025/01/13/HEH9lLFFnLm8YIXMtRrH.jpg)
Gangasagar Mela: জমজমাট গঙ্গাসাগর মেলা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
Gangasagar Mela 2025: জমাটি ঠান্ডা গঙ্গাসাগরে (Gangasagar)। গত কয়েকদিনের মতো সোমবার ভোর থেকে উত্তুরে হাওয়ায় ঠান্ডার দারুণ মেজাজ সাগরদ্বীপে (Sagardwip)। তবে ঠান্ডাকে উপেক্ষা করেই ভোরের আলো ফোটার আগে থেকে পুণ্যার্থীরা সাগরে ডুব দিতে শুরু করেছেন। সূর্য ওঠার আগে থেকে পুজো, ধুনোর গন্ধে মোহময় এক মিলনতীর্থে পরিণত হয়েছে সাগরমেলা (Sagarmela) প্রাঙ্গণ।
অন্যদিকে, সাগরতটে ফি বারের চেনা ছবি এবারেও। 'বৈতরণী' পার হওয়ার হিড়িকে গোরুর লেজে মোচড়ের পর্বও চলছে দুরন্ত মেজাজে। গোরুর লেজে মোচড় দিলেই স্বর্গে যাওয়ার ছাড়পত্র মিলবে, এমনই অপার বিশ্বাসে বৈতরণী পারের পর্বও চলছে সাগরতটজুড়ে। সব মিলিয়ে গঙ্গাসাগরের পুণ্যভূমিতে এ এক অভূতপূর্ব পুণ্যযজ্ঞ এবারেও।
জমে উঠেছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার গঙ্গাসাগরে মকর সংক্রান্তির (Makar Sankranti) পূণ্যস্নান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগরতটে লক্ষ লক্ষ পুণ্যার্থীর উপচে পড়া ভিড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাগরমেলার আয়োজনের গুরুদায়িত্ব সামলাচ্ছেন মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষেরা।
/indian-express-bangla/media/media_files/2025/01/13/ysveasonCa9F5LTn0Yzd.jpg)
আরও পড়ুন- Bangladeshi Arrest: ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে ঢুকে সাংঘাতিক ছক? সোনারপুরে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে এবারও সাগরমেলা জমজমাট। ভোরের আলো ফোটার আগেই সাগরে ডুব দিয়ে পুণ্যার্জনের হিড়িক। আগামিকাল পৌষ সংক্রান্তির (Poush Sankranti) দিনে গঙ্গাসাগরে রেকর্ড পুণ্যার্থীদের জমায়েতের প্রহর গুণছে গঙ্গাসাগর। তবে সোমবারেও ভোরের আলো ফোটার আগে থেকেই সাগরতটে তিল ধারণের জায়গা নেই। এরই মধ্যে প্রতিবারের চেনা ছবি গঙ্গাসাগরে। গোরুর গলায় দড়ি বেঁধে ঘুরে বেড়াচ্ছেন কয়েকজন পুরোহিত।
/indian-express-bangla/media/media_files/2025/01/13/LhtTN14c7FI7vto3QaLy.jpg)
আরও পড়ুন- West Bengal News Live: কলকাতার নামী স্কুলে বিরাট বিপত্তি! বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা
সেই গোরুকে রীতিমতো সাজিয়ে গুজিয়ে সিঁদুর-চন্দন মাখিয়ে সাগরতটে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। আশেপাশের পুণ্যার্থীদের উদ্দেশ্য করে পুরোহিতদের আবেদন, "গৌদান করুন, বৈতরণী পার করুন।" পুরোহিতের হাতে টাকা গুঁজে দিলেই একেবারে যেন 'স্বর্গে যাওয়ার ছাড়পত্র মিলছে'। অপার বিশ্বাস ও অসীম শ্রদ্ধায় পুণ্যার্থীদের অনেকেই এই গোরুর লেজে মোচড় দিচ্ছেন।
/indian-express-bangla/media/media_files/2025/01/13/V7joSwznZT5bfup9Q7tk.jpg)
আরও পড়ুন- West Bengal Weather: কাল পৌষ সংক্রান্তি থেকেই শীতের দুরন্ত ইনিংস শুরু? আবহাওয়ায় জমাটি আপডেট জানুন
এদিকে, আগামিকাল মকর সংক্রান্তির (Makar Sankranti) আগেই গঙ্গাসাগরে উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর বিপুল ভিড় সাগরদ্বীপে। রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের পাশাপাশি সচিব, আমলারা মেলার আয়োজনের দায়িত্ব সামলাচ্ছেন। সরকারি সূত্র অনুযায়ী, রবিবার পর্যন্ত গঙ্গাসাগরে প্রায় ৪৫ লক্ষ পুণ্যার্থী এসেছেন।