/indian-express-bangla/media/media_files/2025/03/31/8hKhJwAk8Wigixb2o5kU.jpg)
Acid Attack: প্রতীকী ছবি।
Acid attack on young woman inside police station in Nalhati Birbhum: এবার থানার মধ্যেই এক তরুণীর উপর আসিড হামলার অভিযোগ উঠেছে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। অ্যাসিড আক্রান্ত ওই তরুণীকে রামপুরহাট গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত লাকি শেখ এবং তার বাবা মা'কে।
জানা গিয়েছে, মাস তিনেক আগের নলহাটি থানার লোহাপুরের তরুণীর সঙ্গে রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রকি শেখের বিয়ে হয়। মেয়ে ও ছেলে দুই পরিবার নিকটাত্মীয়। কিন্তু দিন দশেক পরেই তরুণী রকিকে ছেড়ে লোহাপুরের বারা গ্রামের এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। এই বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। এদিকে রবিবার রকির পরিবারের একজনের মৃত্যু হয়।
মৃত বাড়ি তত্ত্ব করতে গতকাল সকালে তরুণীকে সঙ্গে নিয়ে তার বাবা-মা গিয়েছিলেন রকিদের বাড়িতে। এই বিষয়টি নিয়ে শোকের আবহেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, তরুণীর প্রাক্তন স্বামী রকি শেখ এবং দেওর লাকি শেখ তরুণীর বাবা-মাকে বেধড়ক মারধর করে।
আরও পড়ুন- Kolkata News Live: প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি, নজর আজ হাইকোর্টে
সন্ধ্যার সময় তরুণীর বাবা-মা রামপুরহাট থানায় অভিযোগ জানাতে যান। সেই সময় লাকি তার মাকে মোটরবাইকে নিয়ে থানায় পৌঁছে যান। থানাতেই তাঁদের মধ্যে ব্যাপক বচসা শুরু হয়ে যায়। এরই মধ্যে লাকি তার প্রাক্তন বউদির মুখে অ্যাসিড ছুঁড়ে দেয়। পুলিশ লাকি ও তার বাবা-মাকে আটক করেছে।
এদিকে, থানার মধ্যেই এমন মারাত্মক ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানায় উপস্থিত পুলিশকর্মীরাও আকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েছিলেন। দ্রুত অভিযুক্তদের আটক করেন তারা। অ্যাসিড আক্রান্ত তরুণীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আক্রান্ত তরুণীর বাবা-মা। গোটা ঘটনায় তারাও হতভম্ব।