Kolkata Weather Update today: সপ্তাহের শুরুতেই জোরালো ঝড়-বৃষ্টির পূর্বাভাস! তালিকায় কোন কোন জেলা?

Kolkata Weather News Today 28 April, 2025: গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের জেরে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গে। রবিবার বিকেলের পর থেকে আবহাওয়ায় বদল এসেছে।

Kolkata Weather News Today 28 April, 2025: গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের জেরে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গে। রবিবার বিকেলের পর থেকে আবহাওয়ায় বদল এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update, Weather Forecast, Todays Weather, Kolkata Weather, West Bengal Weather Today, আবহাওয়ার পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

Bengal Weather Update: বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়।

Ajker Kolkata Weather Today:পূর্বাভাস মতোই গতকাল বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-জল হয়েছে। আজ সপ্তাহের প্রথম দিনেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামী ৩-৪ দিন ধরে দফায়-দফায় চলবে এই ঝড়-জলের পর্ব। তারই জেরে ভ্যাপসা জ্বালাপোড়া গরম থেকে মিলবে মুক্তি। আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে আজ ঝড়-জলের সম্ভাবনা বেশি। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি কোনও জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে কালবৈশাখী ঝড়। 

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও জ্বালপোড়া গরম থেকে আপাতত মিলছে রেহাই।
 আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী তিন চার দিন ধরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে এই ঝড়-জলের দাপট। এমনকী শিলাবৃষ্টিও সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Highlights: "সময় এসেছে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের", হুঙ্কার ছুঁড়লেন অভিষেক

কলকাতার ওয়েদার আপডেট 

শহর কলকাতাতেও জ্বালাপোড়া গরম থেকে আপাতত মিলবে মুক্তি। গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠছিল শহরবাসীর। এবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমা মহানগরীতেও।

আরও পড়ুন- Rampurhat Shootout: শহর দাপিয়ে গুলিতে এফোঁড়-ওফোঁড়! দিনে দুপুরে শুটআউটে তুমুল চাঞ্চল্য

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে পার্বত্য জেলা দার্জিলিঙের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতেও। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।

আরও পড়ুন- Sukanta Majumder On Digha Jagannath Temple: জগন্নাথ মন্দির নির্মাণ ইস্যুতে সুকান্ত'র গর্জন, রাজ্যের বিরুদ্ধে আনলেন এই মারাত্মক অভিযোগ

Kolkata Weather Bengal Weather rain weather