/indian-express-bangla/media/media_files/6arTyH94i9QJlCpIq8rj.jpg)
কলকাতা হাইকোর্ট
Kolkata News Update:প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি আগামী ৭ মে থেকে কলকাতা হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চে শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিচালিত এই নিয়োগ ঘিরে অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে প্রথমবারের মতো এই মামলাটির শুনানি হয়। বেঞ্চের তরফে আগামী ৭ই মে এই মামলার বিস্তারিত শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
বিচারপতি চক্রবর্তী নির্দেশ দিয়েছেন, WBBPE-এর পক্ষে আইনজীবীকে ৭ মে মামলার প্রথম আবেদনপত্র জমা দিতে হবে। সেইসঙ্গে, সংশ্লিষ্ট সকল পক্ষকে মামলার সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় নথি, অর্থাৎ 'পেপার-বুক' আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে চলছিল। তবে বিচারপতি সেন চলতি মাসের শুরুতে ব্যক্তিগত কারণে নিজেকে মামলার শুনানি থেকে সরিয়ে নেন, যার ফলে মামলা নতুন বেঞ্চে স্থানান্তরিত হয়। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিযুক্ত প্রায় ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ এই মামলার উপর নির্ভর করছে। তাঁরা বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
২০২৩ সালের মে মাসে, কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগে অনিয়মের অভিযোগে ৩২,০০০ শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দেন। গঙ্গোপাধ্যায়ের রায় অনুযায়ী, নিয়োগে দুর্নীতির বিস্তর প্রমাণ পাওয়া মিলেছে। প্রাক্তন বিচারপতির রায়ে বলা হয় চাকরি বাতিল হলেও ওই শিক্ষকরা স্কুলে যাবেন। তবে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার উচ্চতর বেঞ্চে আবেদন জানায়।
-
Apr 28, 2025 15:36 IST
West Bengal News Live:ভাঙছে নদী-বাঁধ
জোয়ারের পর যত ভাঁটা হচ্ছে ধীরে ধীরে ভাঙছে কাকদ্বীপের মন্দির ঘাট এলাকার গোবদিয়া নদী বাঁধ। সকাল থেকেই চরম আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। প্রতিনিয়ত নদী ভাঙনের জেরে বাঁধের কাছাকাছি থাকা দোকানপাট থেকে জিনিস পত্র সরিয়ে ফেলার কাজ শুরু করেছে স্থানীয়রা। বাঁধের বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে ফাটল। স্থানীয়দের দাবি বাঁধের নিচের অংশের মাটি ধসে গিয়েছে। যে কোনও সময় পুরো বাঁধটি ধসে পড়বে। তড়িঘড়ি বিকালের মধ্যে প্রশাসন কোনও ব্যাবস্থা গ্রহণ না করলে, রাতে অমাবস্যার কোটালে নোনা জল গ্রামে ঢুকতে পারে। চিন্তায় ওই এলাকার বাসিন্দারা। সেচ দফতরের তরফে আধিকারিকরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন। এই পরিস্থিতিতে প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে, এখন সেই দিকেই সবাই তাকিয়ে রয়েছে।
-
Apr 28, 2025 15:05 IST
West Bengal News Live:দিঘায় মুখ্যমন্ত্রী
সোমবার দুপুর ১২টা নাগাদ হেলিকপ্টারে নিউ দিঘার হেলিপ্যাড ময়দানে নামেন মমতা। সেখান থেকে ১১৬বি জাতীয় সড়ক ধরে তিনি যান ওল্ড দিঘার অতিথি নিবাসে। ইতিমধ্যেই দিঘার মন্দিরে প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। মঙ্গলঘট নিয়ে মন্দির প্রদক্ষিণ করেছেন মহিলারা। জানা গিয়েছে, ২৫ এপ্রিল থেকে সকাল-সন্ধ্যা পুজোপাঠ হোমযজ্ঞ শুরু হয়েছে। এই পর্ব টানা চলবে উদ্বোধন পর্যন্ত। মঙ্গলবার হবে মহাযজ্ঞ। ২ কুইন্টাল ঘি এবং ১০০ কুইন্টাল আম ও বেল কাঠ আনা হয়েছে। পুরী থেকে জগন্নাথ মন্দিরের ৫৭ জন সেবক এবং ইস্কনের ১৭ জন সাধু থাকছেন অনুষ্ঠানে। প্রতিদিন তিনবেলা ভোগ নিবেদন করা হচ্ছে। মঙ্গলে রাজভোগ, গজা, পেঁড়া, সন্দেশ-সহ একাধিক মিষ্টান্ন সহযোগে ৫৬ ভোগ নিবেদন করা হবে বলে জানিয়েছেন ইস্কনের সহ সভাপতি রাধারামন দাস।
-
Apr 28, 2025 13:56 IST
West Bengal News Live:পাঠানকোটে রওনা অপহৃত জওয়ানের স্ত্রীর
পাক সেনাবাহিনীর হাতে আটক হুগলির রিষড়ার বাসিন্দা BSF জওয়ান পূর্ণকুমার সাউ। গত কয়েকদিন ধরে টানা BSF কর্তাদের সঙ্গে আলোচনাতেও স্বামীর মুক্তি নিয়ে দুশ্চিন্তা কাটছিল না স্ত্রী রজনীর। সোমবার পাঠানকোটে স্বামীর কর্মস্থলের উদ্দেশে রওনা অপহৃত জওয়ান পূর্ণমকুমার সাউয়ের স্ত্রীর। বোন ও খুড়তুতো ভাইকে সঙ্গে নিয়ে সোমবার পাঠানকোটের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁর স্ত্রী রজনী।
বিস্তারিত পড়ুন- Purnamkumar Sau: পাকিস্তানে আটকে স্বামী, ঘোর উদ্বেগে BSF জওয়ানের পরিবার, পাঠানকোটে রওনা স্ত্রীর
-
Apr 28, 2025 12:39 IST
West Bengal News Live: দিঘা সাজাল চন্দননগর
দিঘায় (Digha) জগন্নাথ দেবের মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন হতে চলেছে অক্ষয় তৃতীয়ার দিনে। দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন ঘিরে সাজো সাজো রব। সৈকতনগরী জুড়ে উন্মাদনা তুঙ্গে। পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র শহর রঙিন আলোয় সেজেছে। দিঘা রাঙানো আলো গিয়েছে সেই চন্দননগর থেকেই।
বিস্তারিত পড়ুন- Digha Jagannath Temple: বুধেই জগন্নাথ ধামের উদ্বোধন, আলোর মালায় দিঘা সাজাল চন্দননগর
-
Apr 28, 2025 11:34 IST
West Bengal News Live: আজ দিঘায় মুখ্যমন্ত্রী
আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। তার আগে আজ সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় পৌঁছোচ্ছেন। বুধবার মন্দিরের উদ্বোধনের আগে আগামিকাল বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে। সেই যজ্ঞের অনুষ্ঠানে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী। দিঘা জুড়ে এখন সাজো সাজো রব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা সোমবারই দিঘা পৌঁছোতে শুরু করবেন। গোটা সমুদ্র নগরী জুড়ে কঠিন নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
-
Apr 28, 2025 11:15 IST
West Bengal News Live: জাল পাসপোর্ট চক্রের অন্যতম পান্ডা গ্রেফতার
পাসপোর্টের জন্য জাল সংশাপত্র তৈরি করে দেওয়া চক্রের এক পাণ্ডাকে এবার জালে পুরল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ধৃতের নাম শেখ হাসনত জামান ওরফে কচি শেখ। জেলার ভাতার থানার অন্তর্গত পাটনা গ্রামে তাঁর বাড়ি। শনিবার রাতে বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ। রবিবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করে। ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
বিস্তারিত পড়ুন- Passport fraud: পাসপোর্টের জন্য জাল নথির জোগাড়, বড়সড় চক্রের অন্যতম পান্ডা গ্রেফতার
-
Apr 28, 2025 10:52 IST
West Bengal News Live:স্বামীকে ছুরির কোপ স্ত্রীর
বিবাহ বিচ্ছেদ নিয়ে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বসেছিল সালিশি সভা। সেই সালিশি সভাতেই স্বামীর উপর প্রাণঘাতী হামলা চালায় স্ত্রী। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার তালিত গ্রামের দিঘীরপাড় এলাকার ঘটনা। ঘটনার পরেই বধূ ও তাঁর পরিবারের লোকজনের উপর জনরোষ আছড়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলা ও তাঁর পরিবারের লোকজনকে রক্ষা করে। রক্তাক্ত অবস্থায় জখম স্বামীকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
-
Apr 28, 2025 10:49 IST
West Bengal News Live:যুবককে খুনের চেষ্টা
ধার নেওয়া টাকা শোধ করতে না পারায় নিমন্ত্রণ করে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মেরে এক যুবকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের কালনার যোগীপাড়া এলাকার ঘটনা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম যুবক অমরেশ্বর দে এখন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
-
Apr 28, 2025 10:42 IST
West Bengal News Live:কলকাতার এই পথে মেট্রোর দৌড় সময়ের অপেক্ষা!
সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটের মেট্রো। রবিবার কলকাতা মেট্রোরেলের গ্রিন লাইনের ওই অংশের কাজ দেখতে গিয়েছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিংঘল।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro: কাজ দেখে সন্তুষ্ট CRS, কলকাতার এই পথে মেট্রোর দৌড় সময়ের অপেক্ষা!
-
Apr 28, 2025 09:59 IST
West Bengal News Live: ঝড়-বৃষ্টির পূর্বাভাস!
পূর্বাভাস মতোই গতকাল বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-জল হয়েছে। আজ সপ্তাহের প্রথম দিনেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামী ৩-৪ দিন ধরে দফায়-দফায় চলবে এই ঝড়-জলের পর্ব। তারই জেরে ভ্যাপসা জ্বালাপোড়া গরম থেকে মিলবে মুক্তি। আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update today: সপ্তাহের শুরুতেই জোরালো ঝড়-বৃষ্টির পূর্বাভাস! তালিকায় কোন কোন জেলা?
-
Apr 28, 2025 09:58 IST
West Bengal News Live: তরুণীর উপর অ্যাসিড হামলা
এবার থানার মধ্যেই এক তরুণীর উপর আসিড হামলার অভিযোগ উঠেছে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। অ্যাসিড আক্রান্ত ওই তরুণীকে রামপুরহাট গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত লাকি শেখ এবং তার বাবা মা'কে।
বিস্তারিত পড়ুন- Birbhum News: থানার মধ্যেই হাড়হিম করা ঘটনা! তরুণীর উপর অ্যাসিড হামলা