Shah Rukh Khan's security stepped up by Mumbai Police: এর আগেও বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন। তাতেও কেউ দমাতে পারেনি বলিউডের কিং খানকে। আদালতে সেই নিয়ে মামলাও করেছিলেন শাহরুখ খান। এবার সরাসরি বান্দ্রা থানায় ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলিউড বাদশাকে। ফোন করে বলা হয়েছে, ৫০ লক্ষ টাকা না দিলে খুন করা হবে শাহরুখকে। এই ঘটনায় এবার নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। বান্দ্রা থানা থেকে অদূরেই কার্টার রোডে শাহরুখের বিখ্যাত বাংলো মন্নতে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, শাহরুখের বাংলো মন্নতের সামনে কড়া পাহারা বসানো হয়েছে। এমনিতেই ওয়াই প্লাস ক্যাটেগরি নিরাপত্তা পান শাহরুখ। দুজন সশস্ত্র নিরাপত্তারক্ষী সবসময় শাহরুখের সঙ্গে থাকেন। গত বছর খুনের হুমকি পাওয়ার পর সেটা বাড়িয়ে ৬ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী করা হয়েছে। তাঁরা ২৪ ঘণ্টার জন্য শাহরুখের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। হুমকির খবরে শাহরুখের অনুরাগীরা উদ্বিগ্ন। তাই সুরক্ষা নিয়ে কোনও আপসে রাজি নয় পুলিশ।
হুমকির বিষয়ে, পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা ধারা ৩০৮(৪) এবং ৩৫১ (৩)(৪) এর অধীনে তোলাবাজি এবং অপরাধমূলক ভয় দেখানোর সঙ্গে সম্পর্কিত একটি এফআইআর নথিভুক্ত করেছে। তারা জানতে পেরেছে যে কলটি ছত্তিশগড়ের রায়পুর থেকে একজন ফয়জান খানের নামে নিবন্ধিত একটি মোবাইল নম্বর থেকে এসেছে। ফয়জানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২ নভেম্বর ফোন চুরি যায় বলে পুলিশকে জানিয়েছে ফয়জান।
আরও পড়ুন সলমনের পর এবার নিশানায় শাহরুখ! বলিউড বাদশাকে খুনের হুমকি, নেপথ্যে কি বিষ্ণোই গ্যাং?
পুলিশ সূত্রে খবর, শাহরুখকে খুনের হুমকি দিয়ে ফোন আসে বান্দ্রা থানায়। ৫০ লক্ষ টাকা চাওয়া হয়। নাহলে প্রাণহানি করা হবে শাহরুখের। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাড়ানো হয়েছে শাহরুখের নিরাপত্তাও। উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসেও খুনের হুমকি পান শাহরুখ। পাঠান ছবির বিরাট সাফল্যের পরই খুনের হুমকি আসে।