/indian-express-bangla/media/media_files/2025/08/14/adhir-2025-08-14-17-44-33.jpg)
Adhir Chowdhury: প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী।
Adhir Chowdhury:আবারও তৃণমূল ও BJP-কে একযোগে আক্রমণ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। স্বাধীনতা দিবসের আগে সাংবাদিক বৈঠকে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা তুলোধনা করলেন দুই দলকে। সেই সঙ্গে বর্তমানে তাঁর রাজনৈতিক অবস্থানও ফের একবার স্পষ্ট করলেন অধীর চৌধুরী।
সাংবাদিক বৈঠকে বিজেপি, R S S-কে বিঁধে এদিন অধীর চৌধুরী বলেছেন, "দেশ যখন স্বাধীন হয়, তখন BJP ব্রিটিশের দালালি করে বলেছিল যে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে আমরা যোগ দিচ্ছি না। বিজেপি বলেছিল স্বাধীনতার পতাকা আমরা মানছি না, ভারতবর্ষের সংবিধান আমরা মানছি না। নাগপুরে আরএসএস-এর সদর দপ্তরে ভারতের জাতীয় পতাকা ৫০ বছর উত্তোলন করা হয়নি। তাদের কাছ থেকে আমরা দেশ ভক্তি শিখব?"
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নারকীয় ঘটনা প্রসঙ্গে আরও একবার রাজ্য সরকারকে নিশানা করেছেন অধীর চৌধুরী। এই বিষয়ে তিনি বলেন, "অভয়ার পরিবারের প্রতি সক্রিয় সমর্থন আমার রয়েছে। তারা আজ নিরুপায় হয়ে মানুষের দরজায় দরজায় ঘুরছে। এই বাংলায় তাদের নিয়ে রসিকতা হচ্ছে, তাদের অপবাদ দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে।"
আরও পড়ুন- ISKCON:শিয়ালদহ থেকে AC লোকাল ট্রেনে সরাসরি মায়াপুর ISKCON-এ? স্বপ্নের সফর নিয়ে চর্চা তুঙ্গে
তাঁর কথায়, "বাংলার মানুষ এই অত্যাচার বরদাস্ত করবে না। আজ আপনি পার পেয়ে যাচ্ছেন দিদি, কাল আপনি পার পাবেন, পরশু পার পাবেন না। ইতিহাস আপনাকে ছেড়ে কথা বলবে না। বিচারের দাবিতে যেখানে আন্দোলন হবে আমি সেখানে যাব।"
আরও পড়ুন- Independence Day 2025:বর্ধমানের বিপ্লবীদের অম্লান গৌরব: আজও শিহরণ জাগায় ঐতিহাসিক কীর্তি
এরই পাশাপাশি বর্তমানে নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে অধীর এদিন বলেন, "আমি আমার অবস্থান নিয়ে একেবারেই চিন্তিত নই। আমি কংগ্রেসের নিচুতলার কর্মী। মানুষের ভোটে জিতে বিরোধী দলের নেতা হয়েছিলাম। এখন আমি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য। সেন্ট্রাল ইলেকশন কমিটির মেম্বার। আমি আমার অবস্থান নিয়ে চিন্তা করি না। আমি পার্টির ফুট সোলজার।"