Adhir Chowdhury:'কংগ্রেসের পরিকল্পনা প্যাকেজিং করে মার্কেটে ছাড়ছেন', নয়া মেট্রোপথের উদ্বোধন নিয়ে মোদীকে কটাক্ষ অধীরের

Kolkata Metro Project: কলকাতায় নয়া মেট্রোপথের সূচনা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর।

Kolkata Metro Project: কলকাতায় নয়া মেট্রোপথের সূচনা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর।

author-image
Gopal Thakur
New Update
Kolkata Metro Project,  Inauguration  ,Narendra Modi,  Adhir Chowdhury  ,Criticism,  Politics  ,West Bengal,  Opposition  ,TMC vs BJP  ,Congress reaction,কলকাতা মেট্রো প্রকল্প,  উদ্বোধন,  নরেন্দ্র মোদী  ,অধীর চৌধুরী,  কটাক্ষ,  রাজনীতি  ,পশ্চিমবঙ্গ  ,বিরোধী দল  ,তৃণমূল বনাম বিজেপি,  কংগ্রেস প্রতিক্রিয়া,Kolkata 3 New Metro Route, Kolkata green line metro route, PM Modi Kolkata Visit, kolkata new metro line map, মেট্রো পথ জুড়ছে উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম, মেট্রো, কলকাতা মেট্রো, বিমানবন্দর সেক্টর ফাইভ মেট্রো, নরেন্দ্র মোদি, কলকাতায় মোদির সভা, kolkata orange line metro route, kolkata yellow line metro route

Adhir Chowdhury: প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

kolkata new metro line map:কলকাতা মেট্রোয় শুক্রবারই নতুন যুগের শুরু! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে তিনটি নয়া মেট্রো পথের উদ্বোধন হয়েছে আজ। মেট্রোরেল কর্তৃপক্ষের দাবি, নয়া এই পরিষেবার মাধ্যমে আরও ৯ লক্ষ যাত্রী উপকৃত হবেন। তবে শহর কলকাতায় এই নয়া মেট্রো পথের উদ্বোধন নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

Advertisment

অধীর চৌধুরীর এদিন বলেছেন, "ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা গুণ নিশ্চয়ই আছে, যা কিছু দেশে আছে সেগুলোকেই আবার নতুন করে প্যাকেজিং করে মার্কেটে ছাড়েন। এই মেট্রোরেল ভারতে প্রথম কলকাতায় স্থাপিত হয়েছিল এবিএ গনিখান চৌধুরীর হাত ধরে। সেই পুরনো মেট্রোতে আজ রক্ষণাবেক্ষণ নেই, যাত্রীরা পরিষেবা পাচ্ছেন না, রুগ্ন পঙ্গু হয়ে যাচ্ছে। যেটাকে বলে ক্যালকাটা মেট্রো কর্পোরেশন। তার জন্য বরাদ্দ নেই কেন্দ্রীয় সরকারের।"

অধীর চৌধুরী আরও বলেন, "কংগ্রেসের আমলেই ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প, কংগ্রেসের আমলেই নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো প্রকল্প হয়েছে। সব কিছু কংগ্রেসের আমলের পরিকল্পনাকে চূড়ান্ত করে তাতে প্যাকেজিং করা হচ্ছে। দেখানো হচ্ছে এটা নরেন্দ্র মোদী করেছে। বিষয়টা এমন নয়। এটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। এখন মেট্রো প্রকল্প বাড়ছে। সেগুলো উদ্বোধন করার মধ্য দিয়ে মোদীজি প্রথম হওয়ার চেষ্টা করছেন। কিন্তু এগুলো সব কংগ্রেসের আমলের প্রকল্প।"

Advertisment

আরও পড়ুন- PM Modi in Kolkata to Inaugurate New Metro Line Today: অপেক্ষার অবসান! সৃষ্টি হল নয়া ইতিহাসের, মোদীর হাত ধরেই কলকাতার তিন মেট্রো রুটের শুভ সূচনা

অধীর চৌধুরীর কথায়, "ভারতবর্ষের প্রধানমন্ত্রী এমনি এমনি আসছেন না, এখন তো দিল্লিতে বসেই ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করে দেওয়া যায়। সেটা তো তিনি করছেন না। তিনি এখন সরাসরি আসছেন। বক্তৃতায় ঘুরিয়ে-ফিরিয়ে উন্নয়নের গল্প হবে। উন্নয়নের গল্পের নায়ক হল নরেন্দ্র মোদী এবং BJP। এটার মানে হল, আগামী দিনে বিজেপিকে সুযোগ দাও।"

আরও পড়ুন- PM Modi in Kolkata :আরও ২২ কিলোমিটার মেট্রো সম্প্রসারণ! মোদীর সভা থেকে মিলল বিরাট প্রতিশ্রুতি

kolkata metro modi Adhir Chowdhury