Adhir Chowdhury:'পেটে খিদে না থাকলে দালালি করবে না, তাই অস্থায়ী কর্মী নিয়োগ', অধীরের নিশানায় তৃণমূল

attack on TMC government: আবারও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নিশানায় তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকার। একাধিক বিষয় নিয়ে ফের সোচ্চার বর্ষীয়ান কংগ্রেস নেতা।

attack on TMC government: আবারও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নিশানায় তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকার। একাধিক বিষয় নিয়ে ফের সোচ্চার বর্ষীয়ান কংগ্রেস নেতা।

author-image
Gopal Thakur
New Update
Adhir Ranjan Chowdhury,  attack on TMC government,  Purba Bardhaman violence  ,administrative inaction  ,bomb explosion  ,opposition assault,অধীর রঞ্জন চৌধুরী,  তৃণমূল সমালোচনা,  পূর্ব বর্ধমান হামলা  ,সহিংসতা ও বন্যা  ,প্রশাসনিক নিষ্ক্রিয়তা,  বোমা বিস্ফোরণ

Adhir Ranjan Chowdhury: প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

Adhir Ranjan Chowdhury-TMC: আবারও অধীর চৌধুরীর নিশানায় তৃণমূল নেতৃত্বাধীন সরকার। এবার রাজ্যের সরকারি দফতরগুলিতে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে সোচ্চার হলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। তৃণমূল নিজেদের স্বার্থেই প্রতিটি সরকারি দফতরে ভুরি-ভুরি অস্থায়ী কর্মী নিয়োগ করছে, এমনই অভিযোগ বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদের।

Advertisment

অধীর চৌধুরীর কথায়, "পেটে খিদে থাকলে দালিল করবে, পেটে খিদে না থাকলে দালালি করবে না। তাই কাউকে স্থায়ী করছে না তৃণমূল। পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য সর্বত্র অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে। অস্থায়ী থাকলে সামাজিক নিরাপত্তা থাকে না, নাগরিক সুরক্ষা থাকে না। স্থায়ী চাকরি হলে তবেই স্থায়ী নাগরিক নিরাপত্তা মেলে। তখন আর দালালির প্রয়োজন পড়ে না। সেটা যাতে না হয়, তাই যা এই কাজটি করে চলেছে তৃণমূল। সিভিকদের (সিভিক ভলান্টিয়ার) তৃণমূলের দালালি করতেই হবে, তা না হলে তার চাকরি যাবে। সিভিকরা ঢুকছে তৃণমূল নেতাদের হাত ধরেই। সব জায়গাতেই এই চুক্তি। এটা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে।"

এরই পাশাপাশি গতকাল পূর্ব বর্ধমানের কাটোয়ায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণ নিয়ে তৃণমূল নেতৃত্বাধীন সরকারকেই কাঠগড়ায় তুলেছেন অধীর। শুক্রবার রাতে কাটোয়ার রাজৌর গ্রামে একটি বাড়িতে বোমা বাধার কাজ চলচিল বলে অভিযোগ। আচমকা সেই বোমা ফেটে একজনের মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর জখম হন। 

আরও পড়ুন- West Bengal live news Updates:গাড়ি থেকে নামতেই এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা প্রভাবশালী BJP নেতা

Advertisment

অধীর চৌধুরী কাটোয়ার বোমা বিস্ফোরণ প্রসঙ্গে এদিন বলেন, "কাটোয়ায় রাজৌরে বোমা বিস্ফোরণ হল। এর আগেও ওই সব জায়গায় বোমা ফেটে মানুষ মরেছে। তৃণমূলের প্রশাসনের ওই সব জায়গায় নজর নেই। বরং ওদের মদত আছে। বোমা মজুত করা, বিক্রি করা এটা তৃণমূলের আমলে সংঘটিত একটা ব্যবসা হয়ছে। তাই এই ঘটনা ঘটতে থাকবে।"

আরও পড়ুন- Weekend trip: দিন দুয়েকের ছুটিতেই 'স্বপ্নের সফর'! বর্ষায় পাড়ি জমান কলকাতার কাছের অভূতপূর্ব এই প্রান্তে

tmc Adhir Chowdhury Bengali News Today