/indian-express-bangla/media/media_files/2025/07/05/mu-2025-07-05-15-51-51.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
West Bengal live news today:পাটনায় খুন প্রভাবশালী BJP নেতা। পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে পাটনার গান্ধী ময়দান এলাকায় তার বাসভবনের কাছে সুপরিচিত ব্যবসায়ী এবং মগধ হাসপাতালের মালিক গোপাল খেমকাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৈশালী জেলায় তার ছেলে গুঞ্জন খেমকাকে একইভাবে হত্যার প্রায় ৬ বছর পর এই হত্যাকাণ্ড ঘটল। খেমকা পাটনার ব্যবসায়ী সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুক্ত ছিলেন বলে জানা গেছে। গতরাতে রাম গুলাম চকের কাছে গুলি চালানো হয়, যখন খেমকা হোটেল পানাচে সংলগ্ন টুইন টাওয়ার আবাসিক কমপ্লেক্সের কাছে তার গাড়ি থেকে নামছিলেন। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তাকে খুব কাছ থেকে গুলি করে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
শনিবার সকালে জম্মু থেকে কাশ্মীর উপত্যকার পহেলগাঁওগামী তীর্থযাত্রীদের একটি বাস রামবান জেলায় জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। আরও চারটি বাসের সঙ্গে তীর্থযাত্রীদের বাসটির ধাক্কা লাগে। যার জেরে ৩৬ জন অমরনাথ তীর্থযাত্রী সামান্য আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, ভগবতী নগরের বেস ক্যাম্প থেকে দুটি পৃথক বহরে রওনা হয়েছিলেন। তীর্থযাত্রীদের একটি দল পহেলগাঁও এবং অন্যটি উপত্যকার বালতালে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি চান্দেরকোটে ঘটেছে। আরও বলা হয়েছে যে কনভয়ের শেষ বাসের ব্রেক ফেল করার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
শমীক ভট্টাচার্যের হাতে বিজেপির ব্যাটন তুলে দিয়ে সদ্য প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে এবার বড়সড় পরিকল্পনা মোদী, শাহদের। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ইশতেহার ঘোষণা পুজোর পরেই। সেই ইশতেহার তৈরির যাবতীয় পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা সদ্য প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। '২৬-এর নির্বাচনে এরাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তারা কী কী ধরনের কাজ করতে চায় সে ব্যাপারেই যাবতীয় পরিকল্পনা তুলে দেওয়া হবে ধরা হবে সেই ইশতেহারে।
আরও পড়ুন- Bomb explosion :ভয়াবহ বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ি, চ্ছিন্নভিন্ন হয়ে বীভৎস মৃত্যু, জখম বেশ কয়েকজন
-
Jul 05, 2025 15:56 IST
Kolkata News Live Updates:বড় দায়িত্বে সুকান্ত
BJP রাজ্য সভাপতি পদের দায়িত্ব নিয়েই শুভেন্দু অদিকারী, সুকান্ত মজুমদারদের থেকে খানিকটা উল্টো হেঁটে মুসলমান সমাজের প্রতি নরম বার্তা দিয়েছিলেন শমীক ভট্টাচার্য। কট্টর হিন্দুত্ববাদের লাইন ছেড়ে বহুত্ববাদের পথে হাঁটার কথা শোনা গিয়েছিল শমীকের মুখে। তবে বিষয়টি নিয়ে রীতিমতো আলোচনা তৈরি হতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন শমীক। তাঁর কথায়, "শুভেন্দু অধিকারী যা বলেছেন আমিও সেই একই কথা বলেছি। শব্দচয়ন এবং শরীরী ভাষা একান্তই বক্তার ব্যক্তিগত। মুসলিমরা যদি ভাবেন তাঁদের ভোট ছাড়া পশ্চিমবঙ্গে পরিবর্তন করা যাবে না, তাঁরা ভুল ভাবছেন। তাঁরা আমাদের ভোট না দিলেও বিজেপি ক্ষমতায় আসবে।"
-
Jul 05, 2025 13:26 IST
Kolkata News Live Updates:ইউনূসকে ধুয়ে দিলেন হাসিনা
বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বিতর্কিত মন্তব্য করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান ও চর মোনাইয়ের নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। এক সাক্ষাৎকারে তিনি ঘোষণা করেন, তার দল যদি পরবর্তী সরকার গঠন করতে সক্ষম হয়, তবে তারা তালেবান-শাসিত আফগানিস্তানের আদলে বাংলাদেশে 'শরিয়া আইন' বাস্তবায়ন করবে। পাশাপাশি, ইরান, আমেরিকা, ইংল্যান্ড বা রাশিয়া থেকেও যা কিছু ভালো তা গ্রহণ করার কথা বলেন—যতক্ষণ না তা শরিয়া বিরোধী হয়। এক সাক্ষাৎকারে করিম বলেন, "জাতীয় নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে পারলে, "বাংলাদেশ শরিয়া আইন কার্যকর হবে।"
বিস্তারিত পড়ুন- Bangladesh News: ক্ষমতায় এলেই 'তালিবানি মডেল'! শরিয়া আইন চালুর দিকে এগোচ্ছে দেশ? ইউনূসকে ধুয়ে দিলেন হাসিনা
-
Jul 05, 2025 13:25 IST
Kolkata News Live Updates:যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
সল্টলেকে মহিষবাথান মাঝের পাড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বন্ধ একটি ঘর থেকে দেহ উদ্ধার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। মৃত যুবকের নাম পলাশ কান্তি মজুমদার (৩০)। তাঁর বাড়ি দমদম ক্যান্টনমেন্ট এলাকায়। একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন ওই যুবক। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পলাশ কান্তি মজুমদার ৭-৮ মাস আগে সল্টলেকে মহিষ বাথান মাঝের পাড়া এলাকায় ভাড়ায় আসেন। একাই ভাড়া থাকতেন ওই যুবক। আজ সকালে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে বিধাননগর ইলেকট্রনিক্স থানায় খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে।
-
Jul 05, 2025 11:12 IST
Kolkata News Live Updates:সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয়ে হামলা, ধৃত ৫
রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর উপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৫। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশ ওই ৫ জনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহিউদ্দিন বড়া, শেখ আজহার উদ্দিন, সাদ্দাম মণ্ডল, সাহেব শেখ ও বংশী বয়রা। এরা মন্তেশ্বরের কুলুট, দিগনগর, কুসুমগ্রাম, মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ শুক্রবার ৫ ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে। বিচারক ধৃত মহিরুদ্দিন বড়া ও শেখ আজহার উদ্দিনকে ৫ দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিস্তারিত পড়ুন- police raid:রাজ্যের দাপুটে মন্ত্রী দল ছাড়ার হুঁশিয়ারি দিতেই অ্যাকশনে পুলিশ, তড়িঘড়ি পদক্ষেপ
-
Jul 05, 2025 10:52 IST
Kolkata News Live Updates:টেস্ট জিততে মরিয়া ভারত
ইংল্যান্ডে টেস্ট সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে ভারত। শুভমান গিলের ২০০ রান ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছে। আজ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা।
-
Jul 05, 2025 09:39 IST
Kolkata News Live Updates:নৃশংস খুনে চরম উত্তেজনা
বন্ধুকে কিস্তিতে মোবাইল কিনে দেওয়ার পর সেই কিস্তির টাকা চাইতে যাওয়ায় লাঠি ও রড দিয়ে বন্ধুর বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বন্ধু এবং তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। বেধড়ক মারধরে মৃত্যু প্রৌঢ়ের, গুরুতর আহক আরও ২। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার আছুয়া গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিস্তারিত পড়ুন- Farakka News: মোবাইল ফোনের জন্য নৃশংস খুনে চরম উত্তেজনা, তদন্তে পুলিশ
-
Jul 05, 2025 09:10 IST
Kolkata News Live Updates:ভয়াবহ বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ি, নিহত ১
বোমা বাঁধার সময়েই ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। বিকট শব্দে পর পর হওয়া বিস্ফোরণে উড়ে যায় লাগোয়া একাধিক বাড়ির চাল। ভেঙে পড়ে বাড়ির দেওয়াল। শুক্রবার রাতে নাগাদ পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজৌর গ্রামে হওয়া বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৩ জন। পুলিশ এই ঘটনার তদন্তু শুরু করলেও রাজৌর গ্রামের বাসিন্দা মহলে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। বাসিন্দাদের অনুমান, হয়তো বালি খাদানের দখল নেওয়ার জন্য গোপনে বোমা বাঁধানো হচ্ছিল।
বিস্তারিত পড়ুন- Bomb explosion :ভয়াবহ বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ি, চ্ছিন্নভিন্ন হয়ে বীভৎস মৃত্যু, জখম বেশ কয়েকজন
-
Jul 05, 2025 09:09 IST
Kolkata News Live Updates:ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
আজ উল্টো রথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কিছু জেলায়। জোড়া অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিনই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির দাপট থাকবে শহর কলকাতাতেও। আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update:আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বর্ষার ভয়াল রূপ দেখবে কোন কোন জেলা?