road accident:মর্মান্তিক দুর্ঘটনায় পরপর মৃত্যু! হাসপাতালে আর্তনাদ, হাহাকার!

road accident: দুর্ঘটনার পরেই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। পরে ঘটনাস্থলে আসে পুলিশ।

road accident: দুর্ঘটনার পরেই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। পরে ঘটনাস্থলে আসে পুলিশ।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Kalna,  road accident,  bus collision,  3 dead,  father-daughter killed  ,West Bengal accident  ,traffic accident,কালনা  ,সড়ক দুর্ঘটনা,  বাসের ধাক্কা,  মৃত ৩,  বাবা-মেয়ে মৃত  ,দুর্ঘটনা পশ্চিমবঙ্গ  ,ট্রাফিক দুর্ঘটনা

road accident: ঘাতক বাসটি আটক করেছ পুলিশ।

হাসপাতালে চিকিৎসা করানো আর হল না...পথে বেপরোয়া গতিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারালেন স্কুটিতে সওয়ার অসুস্থ বাবা ও তাঁর মেয়ে সহ মোট তিনজন। বৃহস্পতিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রামে কালনা-নবদ্বীপ রোডে।

Advertisment

মৃতরা হলেন ফরজ মল্লিক (৫৪), নূরজাহান খাতুন (২০), ফারহানা খাতুন (১৮)। মৃতদের বাড়ি কালনা মহকুমার নাদনঘাট ও কালনা থানা এলাকায়।এদিনই কালনা হাসপাতাল মর্গে তিনটি দেহের ময়নাতদন্ত হয় । দুর্ঘটনাগ্রস্ত বাস ও স্কুটি আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাদনঘাট থানার ধামাই এলাকায় বাড়ি ফরজ মল্লিকের। তিনি বছর দুই আগে স্থানীয় উত্তরডিহি এলাকার এক যুবকের  সঙ্গে তাঁর মেয়ে নূরজাহানের বিয়ে দেন। ফারহান সম্পর্কে নূরজাহানের মামাতো বন। কালনা থানার বেগপুর পঞ্চায়েত এলাকায় তার বাড়ি। ফারহান মুড়াগাছা গর্ভমেন্ট কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। 

Advertisment

পরিবারের সদস্যদের কথায় জানা গিয়েছে, ফরজ মল্লিক এদিন কালনা হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। সেই মত বেলায় মেয়ে নূরজাহান খাতুন ও আত্মীয় ফারহানা খাতুনকে সঙ্গে নিয়ে ফরজ মল্লিক স্কুটিতে চেপে কালনা হাসপাতালে যাচ্ছিলেন। ওই সময় কালনার ধাত্রীগ্রামের বড় স্বরাজপুর এলাকায় একটি বাসের সঙ্গে তাদের স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে 
দুমড়ে-মুচড়ে যায় স্কুটিটি। স্কুটিতে সওয়ার থাকা তিন আরোহী রাস্তার উপর ছিটকে পড়েন। 

আরও পড়ুন- Padma Shri recovered:দুরন্ত তৎপরতায় পদ্মশ্রী-সহ তিনশোর বেশি পদক উদ্ধার, আপ্লুত বিশ্ববরেণ্য বাঙালি সাঁতারু!

এই দুর্ঘটনার পরেই স্থানীয় মানুষজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা স্কুটির তিন আরোহীকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরজ মল্লিক ও তাঁর মেয়ে নূরজাহান খাতুনকে মৃত বলে ঘোষণা করেন। এর খানিক পরেই হাসপাতালে চিকিৎসাধীন থাকা নূরজাহানের মামাতো বোন ফারহানা খাতুনও মারা যান। 

একই দিনে একসঙ্গে পরিবারের তিনজনের এমধ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবার সদস্যরা।মৃত ফরজ মল্লিকের ছেলে নূর হাসান বলেন, “বাবা ও বোন স্কুটিতে চেপে কালনা হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিল। ওই স্কুটিতে  আমাদের মামাতো বোনও ছিল। মামাতো বোন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। একটি বাস বেপোরোয়াভাবে স্কুটিতে ধাক্কা মারে।তাতে তিনজনেরই মৃত্যু হয় “। 

আরও পড়ুন- Kaushiki Amavasya 2025:শুক্রবার কৌশিকী অমাবস্যা! সেজে উঠেছে তারাপীঠ, নিরাপত্তার চাদরে মন্দির নগরী

কালনা পুলিশের ট্র্যাফিক ওসি অতনু বোস বলেন, “এদিনের দুর্ঘটনায় জখম বাইক আরোহীদের মাথাতেই চোট বেশি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাদের মাথায় কোনও হেলমেট ছিলনা। মাথায় হেলমেট থাকলে তারা হয়তো প্রাণে বেঁচে যেতেন।"

bus accident accident Purba Medinipur