Adhir Ranjan Chowdhury: "এই বাংলাদেশ ভারতের কাছে বড় বিপদের কারণ। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে যে কোনও দিন বাংলাদেশ মুর্শিদাবাদ দাবি করতে পারে।" বিস্ফোরক দাবি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)। চিন, পাকিস্তান ও বাংলাদেশের মৌলবাদীরা মিলে ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ এনেছেন এই প্রাক্তন কংগ্রেস সাংসদ।
কী বলেছেন অধীর চৌধুরী?
"মুর্শিদাবাদে ৭০ শতাংশ মুসলমান। আওয়াজ ওঠাচ্ছে। পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল তার দু'দিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। বাংলাদেশের অতিরিক্ত অংশ এই দাবি আসবে। অন্য যুক্তি নিয়ে দাবি করবে ওরা। বাংলাদেশের মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। ঘৃণ্য চক্রান্ত করছে বাংলাদেশের মৌলবাদী, পাকিস্তান-চিনের সঙ্গে মিলে। একটা ছোট্ট জায়গা চিন্ময় কৃষ্ণ দাসের। আদতে কিন্তু তা নয়, এটা প্রতীকী। বাংলাদেশ ভারতের জন্য বড় বিপদের কারণ।"
বাংলাদেশে হিন্দুদের উপর দিকে দিকে নির্যাতন চলছে। বেছে বেছে হিন্দু মহল্লায় ঢুকে আক্রমণ চালাচ্ছে কট্টরবাদীরা। খোদ রাষ্ট্রের মদতে সে দেশে সংখ্যালঘুদের উপর অবর্ণনীয় অত্যাচার চলছে বলে অভিযোগ। তবে বাংলাদেশের কট্টরবাদী নেতা মুফতি কাজি ইব্রাহিম বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ মানতে চাননি। তার দাবি, হিন্দুরা সেদেশে নিরাপদে এবং সুরক্ষিতই আছেন। ভারত অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন এই কট্টরবাদী নেতা। বাংলাদেশ নিয়ে ভারত মিথ্যা প্রচার চালাচ্ছে বহির্বিশ্বে, এমনই অভিযোগ এই মৌলবাদী নেতার।
আরও পড়ুন- West Bengal News Live: বাংলাদেশি নাগরিকদের জাল ভারতীয় পাসপোর্ট তৈরির অভিযোগ, গ্রেফতার ৪
আরও পড়ুন- Bangladesh News: কলকাতা দখল স্বপ্ন! এবার দিল্লি দখলের ডাক বাংলাদেশের মৌলবাদী নেতার
'বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা ভয়াবহ', সম্প্রতি এমনই মন্তব্য করেছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী। চিকিৎসার জন্য এই মুহূর্তে ভারতে এসেছেন চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। বারাকপুরে ছেলের বাড়িতে এসে উঠেছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী রবীন্দ্র ঘোষ। সেখানেই তিনি বলেন, "বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা ভয়াবহ, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”