Bangladesh News: নৈরাজ্যের বাংলাদেশের দিকে দিকে হিন্দুদের উপর আক্রমণ চলছে এখনও। ফি দিন সে দেশে চড়া হচ্ছে ভারত বিরোধিতার সুর। বাংলাদেশের প্রাক্তন সেনা-আধিকারিকরা সম্প্রতি কলকাতা দখলের ডাক দিয়েছিলেন। এবার তাদেরও টেক্কা দিলেন মৌলবাদী নেতা মুফতি কাজি ইব্রাহিম। এবার দিল্লি দখলের ডাক দিয়েছেন এই কট্টরবাদ নেতা।
কী বলেছেন এই মৌলবাদী নেতা?
সম্প্রতি ঢাকার একটি অনুষ্ঠানে এই ইসলামী নেতা বলেছেন, "ব্রিটিশরা মুসলিমদের কাছ থেকে ভারতবর্ষকে ছিনিয়ে নিয়েছিল। যার জিনিস তাকে তো ফেরত দিতে হয়। ভারত যদি বেয়াদপি করে তাহলে আমরা এবার আসল দাবি তুলব। তখন দিল্লি ধরে টান দেব।"
বাংলাদেশে হিন্দুদের উপর দিকে দিকে নির্যাতন চলছে। বেছে বেছে হিন্দু মহল্লায় ঢুকে আক্রমণ চালাচ্ছে কট্টরবাদীরা। খোদ রাষ্ট্রের মদতে সে দেশে সংখ্যালঘুদের উপর অবর্ণনীয় অত্যাচার চলছে বলে অভিযোগ। তবে কট্টরবাদী নেতা মুফতি কাজি ইব্রাহিম বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ মানতে চাননি। তার দাবি, হিন্দুরা সেদেশে নিরাপদে এবং সুরক্ষিতই আছেন। ভারত অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন এই কট্টরবাদী নেতা। বাংলাদেশ নিয়ে ভারত মিথ্যা প্রচার চালাচ্ছে বহির্বিশ্বে, এমনই অভিযোগ এই মৌলবাদী নেতার।
আরও পড়ুন- West Bengal News Live: বাংলাদেশি নাগরিকদের জাল ভারতীয় পাসপোর্ট তৈরির অভিযোগ, গ্রেফতার ৪
আরও পড়ুন- Chinmoykrishna Das: 'বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা ভয়াবহ', BJP নেতাদের বললেন চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ
আরও পড়ুন- West Bengal Weather:নিম্নচাপের গেরোয় ফিকে শীতের আমেজ, জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস, ঠান্ডার দুরন্ত কামব্যাক কবে?
শেখ হাসিনা সরকারের অবসানের পর বাংলাদেশের দায়িত্ব নিয়েছে মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তবে অভিযোগ, ইউনুস সরকারের মদতেই সে দেশের দিকে দিকে হিন্দুদের উপর নির্যাতন চলছে। একের পর এক মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে। হিন্দু পাড়ায় ঢুকে তাদের বাড়ি-ঘর, দোকানে আগুন ধরানো হচ্ছে। প্রাণভয়ে কার্যত সিঁটিয়ে রয়েছেন ওপার বাংলার হিন্দুরা।