Advertisment

Chinmoykrishna Das: 'বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা ভয়াবহ', BJP নেতাদের বললেন চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ

Chinmoykrishna Das-Bangladesh Unrest: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অবর্ণনীয় অত্যাচার চলছে। হিন্দুদের সুরক্ষার স্বার্থে আন্দোলনে নেমে গ্রেফতার হন চিন্ময়কৃষ্ণ দাস।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal news toady,latest bengali news,rabindra ghosh,west bengal news today,latest bengali news,রবীন্দ্র ঘোষ, চিন্ময়কৃষ্ণ দাস

Rabindra Ghosh: চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ।

BJP leaders meet Bangladesh lawyer of ISKCON monk: বাংলাদেশে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoykrishna Das) আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতাদের। মঙ্গলবার সন্ন্যাসী কার্তিক মহারাজের সঙ্গে অর্জুন সিং সহ বিজেপির কয়েকজন নেতা উত্তর ২৪ পরগনায় গিয়েছিলেন। সেখানেই সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে তাঁরা দেখা করেছেন।

Advertisment

তাঁরা বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের পাশে দাঁড়ানোর জন্য রবীন্দ্র ঘোষকে অভিনন্দন জানান। রবীন্দ্র ঘোষ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তাঁর ছেলের বাড়িতে রয়েছেন। চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় এসে রয়েছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। 

বিজেপি নেতা অর্জুন সিং বলেন, “তিনি একজন সাহসী মানুষ। আমরা তাঁর প্রচেষ্টার প্রশংসা করি। এত কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের পাশে থেকে ন্যায়বিচারের জন্য লড়াই করার জন্য তিনি এ পর্যন্ত যা কিছু করেছেন তার প্রশংসা করি। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ন্যায়বিচারের জন্য লড়াইয়ে রবীন্দ্র ঘোষ সাহসিকতার পরিচয় দিয়েছেন। জীবনের হুমকি সত্ত্বেও তিনি ভয় পাননি। এটি আমাদের অনেকের জন্য অনুপ্রেরণাদায়ক।”

আরও পড়ুন- West Bengal News Live: মোক্ষম প্যাঁচে 'কালীঘাটের কাকু', স্বাস্থ্য পরীক্ষা করিয়ে গভীর রাতেই নিজাম প্যালেসে তুলল CBI

Advertisment

আরও পড়ুন- Purba Bardhaman News: আবারও 'টার্গেট' বৃদ্ধ নিঃসন্তান দম্পতি! বাড়িতে ঢুকে নৃশংস খুন, ৩ ঘণ্টায় কিনারা

ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ বলেছেন, “আমরা চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির জন্য প্রার্থনা করি। চিন্ময়কৃষ্ণ দাসকে সমর্থন করা মানবাধিকারের পক্ষে দাঁড়ানো। এছাড়াও, রবীন্দ্র ঘোষের ন্যায়বিচারের প্রতিশ্রুতি মানবতার প্রকৃত চেতনাকে প্রতিফলিত করে।" অন্যদিকে, চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেছেন, “এমন সমর্থনের জন্য কৃতজ্ঞ। বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা ভয়াবহ, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”

আরও পড়ুন- West Bengal Weather:নিম্নচাপের গেরোয় ফিকে শীতের আমেজ, জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস, ঠান্ডার দুরন্ত কামব্যাক কবে?

Bangla News news of west bengal bjp Chinmoy Krishna Das arrest Bengali News Today Bangladesh
Advertisment