BJP leaders meet Bangladesh lawyer of ISKCON monk: বাংলাদেশে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoykrishna Das) আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতাদের। মঙ্গলবার সন্ন্যাসী কার্তিক মহারাজের সঙ্গে অর্জুন সিং সহ বিজেপির কয়েকজন নেতা উত্তর ২৪ পরগনায় গিয়েছিলেন। সেখানেই সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে তাঁরা দেখা করেছেন।
তাঁরা বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের পাশে দাঁড়ানোর জন্য রবীন্দ্র ঘোষকে অভিনন্দন জানান। রবীন্দ্র ঘোষ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তাঁর ছেলের বাড়িতে রয়েছেন। চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় এসে রয়েছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ।
বিজেপি নেতা অর্জুন সিং বলেন, “তিনি একজন সাহসী মানুষ। আমরা তাঁর প্রচেষ্টার প্রশংসা করি। এত কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের পাশে থেকে ন্যায়বিচারের জন্য লড়াই করার জন্য তিনি এ পর্যন্ত যা কিছু করেছেন তার প্রশংসা করি। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ন্যায়বিচারের জন্য লড়াইয়ে রবীন্দ্র ঘোষ সাহসিকতার পরিচয় দিয়েছেন। জীবনের হুমকি সত্ত্বেও তিনি ভয় পাননি। এটি আমাদের অনেকের জন্য অনুপ্রেরণাদায়ক।”
ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ বলেছেন, “আমরা চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির জন্য প্রার্থনা করি। চিন্ময়কৃষ্ণ দাসকে সমর্থন করা মানবাধিকারের পক্ষে দাঁড়ানো। এছাড়াও, রবীন্দ্র ঘোষের ন্যায়বিচারের প্রতিশ্রুতি মানবতার প্রকৃত চেতনাকে প্রতিফলিত করে।" অন্যদিকে, চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেছেন, “এমন সমর্থনের জন্য কৃতজ্ঞ। বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা ভয়াবহ, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”