/indian-express-bangla/media/media_files/2025/10/16/adhir-2025-10-16-14-09-05.jpg)
Adhir Ranjan Chowdhury: প্রাক্তন কংগ্রেস সাংদ অধীররঞ্জন চৌধুরী।
Bengal politics: SIR ইস্যুতে আরও একবার মত প্রকাশ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর। তাঁর কথায়, "এসআইআর করার অধিকার নির্বাচন কমিশনের আছে।" তবে এসআইআর ইস্যুতে রাজ্য সরকারকেও সতর্ক করেছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, "SIR করার অধিকার নির্বাচন কমিশনের আছে। পশ্চিমবঙ্গে এসআইআর করতে গেলে দেশের নির্বাচন কমিশনকে নির্ভর করতে হবে রাজ্যের সরকারি কর্মীদের উপর। বিডিও, এসডিও, ডিএম, সচিব সবাই কিন্তু কাজ করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে। অর্থৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসআইআর করতে অফিসারদের রাজ্যের কাছ থেকে ধার নেবে। পশ্চিমঙ্গের বিডিও, এসডিও, ডিএম, সচিব সবাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারে অধীনস্থ কর্মচারী। তাই তৃণমূল সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা আপনাদের অফিসারদের সতর্ক করবেন, যাতে ভুয়ো ভোটার ধরার নামে প্রকৃত ভোটারদের নাম বাদ না যায়।"
তিনি আরও বলেন, "জাল ভোটারদের পক্ষে আমরা নই। মৃতের নামে জীবিত আর জীবিতের নামে মৃত ভোটার...এই অভিজ্ঞতা আমাদের আগে বহুবার হয়েছে। গত নির্বাচনেও বাংলায় বিভিন্ন বুথে চালাকি করে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা হয়নি। ৭০-৭৫ শতাংশ বুথে ভোট যে হচ্ছ তার প্রমাণ মুছে দেওয়া হয়েছিল। যে কোম্পানিকে ওয়েব কাস্টিংয়ের দায়িত্ব দেওয়া হয় সেটা তৃণমূলের নেতার কোম্পানি। ফলে পশ্চিমবঙ্গে নির্বাচনে চুরি, বাটপারি হয়েছে, হবে সেটা আমরা জানি। এসআইআরকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারে কাছে অনুরোধ অফিসারদের সতর্ক করুন যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়।"
অন্যদিকে, নাগরাকাটায় দলের সাংসদ-বিধায়কদের উপর হামলার প্রতিবাদে গতকালই কলকাতায় প্রতিবাদ মিছিল করেছে BJP। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 'বদলা'র ডাক দিয়েছেন। তবে অধীরের কথায়, "বদলার রাজনীতিতে বিশ্বাস করি না। প্রতিবাদ, ন্যায়, অধিকারের রাজনীতিতে বিশ্বাস করি। খগেন মুর্মুর উপর যে হামলা হয়েছে আমি তার নিন্দা করেছি।"