West Bengal news Live Updates: পুলিশের স্টিকার লাগানো স্করপিও গাড়িতে অপহরণের তোলপাড় ফেলা ঘটনা, জানেন এই ঘটনায় কে গ্রেফতার?

West Bengal news Live Updates, 16 October, 2025: মুখ্যমন্ত্রীর কাছে 'ক্ষমা' চাইলেন নির্যাতিতার বাবা। বর্ষার বিদায়ের সঙ্গে শীতের আগমন। মমতাকে প্রাক্তন করার আগুনে হুঙ্কার শুভেন্দুর। পড়ুন রাজ্যের সর্বশেষ খবরের টাটকা আপডেট।

West Bengal news Live Updates, 16 October, 2025: মুখ্যমন্ত্রীর কাছে 'ক্ষমা' চাইলেন নির্যাতিতার বাবা। বর্ষার বিদায়ের সঙ্গে শীতের আগমন। মমতাকে প্রাক্তন করার আগুনে হুঙ্কার শুভেন্দুর। পড়ুন রাজ্যের সর্বশেষ খবরের টাটকা আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

West Bengal news Live: পড়ুন টাটকা খবরের লাইভ আপডেট

West Bengal news Live Updates: মুর্শিদাবাদ থেকে বড় খবর! পুলিশের স্টিকার লাগানো স্করপিও গাড়িতেই  অপহরণের ঘটনা! সিভিক ভলেন্টিয়ার সহ মোট সাত দুষ্কৃতীকে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই ফিল্মি কায়দায় চিরুনি তল্লাশি চালিয়ে ভাতশালা ও আশপাশের এলাকা থেকে ধরা পড়ে সাতজন। পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য ডোমকলে!

Advertisment

বালিপাচার তদন্তে আসানসোল সহ রাজ্যের ৭ জায়গায় সকাল থেকেই চলছে ইডি তল্লাশি। কলকাতা, ঝাড়গ্রাম, আসানসোল সহ একাধিক স্থানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান ইডির। গত মাসে বালি ব্যাবসায়ী সৌরভ রায়ের একাধিক সংস্থায় হানা দেয় ইডি। বেশ কিছু নথি উদ্ধার হয়। সেই সূত্র ধরেই আজকের এই অভিযান। সকাল ৬টা থেকে বেন্টিক স্ট্রিটের এক বালু ব্যবসায়ীর অফিসের সামনে ইডি আধিকারিকরা।  

আগামী নভেম্বরেই রাজ্যে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন SIR (Special Investment Region)। আর এই ইস্যুকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দল একে অপরকে নিশানা করছে। এর মাঝেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। তিনি দাবি করেছেন ভবানীপুরের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতে বিজেপি এগিয়ে রয়েছে। মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে শুভেন্দু বলেন, "হারাব, হারাব। ২০ হাজারে হারাব। ভবানীপুরে SIR-এর পরে হারাব ওঁকে। ৮টা ওয়ার্ডের ৫টাতে বিজেপির লিড আছে। SIR-এর পরে উনি হারবেন। নন্দীগ্রামে হারিয়েছি। ভবানীপুরে হারাব। প্রাক্তন করব। আপনার ভাইপোকে জেলে পাঠাব।"

Advertisment

আরও পড়ুন- দূরন্ত পুলিশি অভিযানে জালে ৪ বাংলাদেশি, কী উদ্দেশ্যে ভারতে প্রবেশ?

ট্রাক থামিয়ে তোলাবাজি। পুলিশের দাদাগিরির ভিডিও ভাইরাল হতেই বিরাট অ্যাকশন। প্রকাশ্য রাস্তায়  বীরভূম মহম্মদ বাজার থানার দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ট্রাক থামিয়ে তোলাবাজির অভিযোগ। ট্রাক মালিক সমিতির তরফে অভিযোগ পাওয়ার পরই তড়িঘড়ি বরখাস্ত করা হয়েছে দুই পুলিশ আধিকারিককে। জেলা পুলিশের সুপার অমনদীপ বলেন, মঙ্গলবার ট্রাক মালিক সমিতির তরফে এই মর্মে একটি  অভিযোগ আসে। ভিডিও প্রকাশ করা হয়। প্রাথমিক তদন্তে ওই অভিযোগের প্রমাণ মিলেছে। তিনি বলেন, "এই ধরনের আচরণ কোনভাবেই বরদাস্ত করা হবে না।" ইতিমধ্যে দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। তদন্ত শেষে  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস পুলিশ সুপারের।

আরও পড়ুন- দূরন্ত পুলিশি অভিযানে জালে ৪ বাংলাদেশি, কী উদ্দেশ্যে ভারতে প্রবেশ?

উত্তরবঙ্গে ৫ অক্টোবরের বন্যায় পাল থেকে বিচ্ছিন্ন হয়ে উদ্ধার হওয়া সাত দিনের মাদি হস্তি শাবকের নামকরণ করলেন খোদ  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, "যেহেতু হস্তিশাবকটি এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকেও বেঁচে ফিরেছে, তাই আমরা তার নাম রেখেছি 'লাকি'। ছোট্ট  এই হাতিটি যা করেছে একপ্রকার অলৌকিক।" তিনি বন বিভাগ ও উদ্ধারকারী দলের প্রচেষ্টারও প্রশংসা করেন। উল্লেখ্য কার্শিয়াং বন দফতরের কর্মীদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় হস্তি শাবকটিকে।

আরও পড়ুন- 'আমাদের সব ভেঙে গিয়েছে, ভুটানকেও সাহায্য করতে হবে', উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে দাবি মুখ্যমন্ত্রীর

  • Oct 16, 2025 16:42 IST

    WB News Live Updates:অভিষেকের হাতে লঞ্চ ‘আমিই বাংলার ডিজিটাল যোদ্ধা’

    তৃণমূল ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে লঞ্চ করল ‘আমিই বাংলার ডিজিটাল যোদ্ধা’। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব ও প্রযুক্তিপ্রিয় স্বেচ্ছাসেবকদের এই উদ্যোগের লক্ষ্য বাংলার অনলাইন স্পেসে বিজেপির বাঙলাবিরোধী ন্যারেটিভ মোকাবিলা করা এবং রাজ্যের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয় রক্ষা করা।

    বিস্তারিত পড়ুন- TMC:ডিজিটাল দুনিয়ায় BJP-কে প্যাঁচে ফেলতে 'মাস্টারস্ট্রোক' তৃণমূলের! অভিষেকের হাতে লঞ্চ ‘আমিই বাংলার ডিজিটাল যোদ্ধা’



  • Oct 16, 2025 15:16 IST

    WB News Live Updates:আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়

    সকাল-সন্ধ্যার হালকা শীতল হাওয়া, আকাশে পরিষ্কার রোদ — রাজ্যজুড়ে ধীরে ধীরে বিদায় নিচ্ছে বর্ষা, জানাচ্ছে প্রকৃতি। শহর থেকে জেলা— সর্বত্রই তাপমাত্রা ক্রমশ কমছে, আবহাওয়ার আমেজে বইছে শীতের আগমনী সুর।এর মধ্যেই ফের একবার নিম্নচাপের চোখ রাঙানি। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের ২৫ অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি অতি শক্তিশালী নিম্নচাপ।

    বিস্তারিত পড়ুন- Cyclone:ফের সাগরে নিম্নচাপের চোখরাঙানি, আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, শীত নিয়ে রইল বড় আপডেট!



  • Oct 16, 2025 15:15 IST

    WB News Live Updates:SIR নিয়ে BJP-র সুরেই সুর মেলালেন অধীর

    অভিনব প্রতারণার ফাঁদ পেতে প্রায় দুই লক্ষ টাকার সামগ্রী হাতিয়ে নিল এক ব্যক্তি। তবে শেষরক্ষা হয়নি। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১২ অক্টোবর গোবরডাঙ্গার ব্যবসায়ী অমিত চৌধুরী বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, মনোতোষ দাস নামে এক ব্যক্তি প্রায় দু’লক্ষ টাকার ইঞ্জিনভ্যান তৈরির সামগ্রী অর্ডার দেন ফোন মারফত।

    বিস্তারিত পড়ুন- Adhir Chowdhury:“বাংলার নির্বাচনে চুরি-বাটপারি নতুন নয়”, SIR নিয়ে BJP-র সুরেই সুর মেলালেন অধীর



  • Oct 16, 2025 12:34 IST

    West Bengal news Live Updates: সর্বকালীন রেকর্ড গড়ল সোনার দাম, দিপাবলীতেই ১.৫০ লাখ পার?

    দীপাবলি যতই এগিয়ে আসছে ততই বাড়ছে সোনা ও রূপার দাম। উৎসবের মরশুমে সোনার আকাশছোঁয়া দামে হতাশ ক্রেতারা। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে সোনা ও রূপা। বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭৭৩ টাকা বেড়ে যায়। একই সময়ে রূপার দামও প্রতি কেজিতে ১,৭১৪ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রূপা প্রতি কেজি ১,৭১৪০টাকায় লেনদেন হচ্ছে। আজকের বাজারে সোনার দাম আরও বৃদ্ধি পেয়েছে। সকাল ৯টা ৩১ মিনিটে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১,২৭,৯৮৩টাকা যা আগের দিনের তুলনায় ৭৭৩ টাকা বেশি। এদিন সোনার সর্বনিম্ন দাম ছিল ১,২৭,৬০৪ টাকা এবং সর্বোচ্চ দাম ছিল ১,২৮,৩৯৫ টাকা প্রতি ১০ গ্রাম।



  • Oct 16, 2025 10:40 IST

    West Bengal news Live Updates: কালীপুজোর চাঁদা নিয়ে বচসার জের সেনা কর্মীকে বেধড়ক মারধর


    কালীপুজোর চাঁদা নিয়ে বচসার জের। সেনা কর্মীকে বেধড়ক মারধর। সিউড়িতে হাড়হিম ঘটনা। গোটা ঘটনায় সিউড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে। জানা গিয়েছে ৫ মাসের শিশুকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন দম্পতি। কিছু যুবক পথ আটকে চাঁদার দাবি জানায়। এরপরই বচসা শুরু হয়। মারধর করা হয় সেনা জওয়ানকে। স্ত্রীর হাত থাকা মোবাইল ফোনটিও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় একজনকে আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই সেনা জওয়ানের পরিবার। ১০-১২ জন মারধর করলেও কেন আটক মাত্র ১? প্রশ্ন সেনা কর্মীর স্ত্রীর।



  • Oct 16, 2025 09:01 IST

    West Bengal news Live Updates: রাজ্যের নামি সরকারি মেডিকেল কলেজ ভয়ঙ্কর কাণ্ড!

    বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৮ দিনের শিশু  চুরির অভিযোগে এক যুবতী ও তাঁর মাকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃত যুবতীর নাম রিংকি খাতুন ওরফে রুমকি এবং তাঁর মায়ের নাম মিনিন্দা বিবি। রিংকির বাপের বাড়ি বর্ধমানের কৃষ্ণপুরে ও শ্বশুর বাড়ি বর্ধমানেরই বিজয়রামে। মঙ্গলবার দুপুরে বর্ধমান হাসপাতাল থেকে ১৮ দিনের শিশুপুত্র চুরি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে পুলিশ এই দুই অভিযুক্তকে পাকড়াও করে। তাদের কাছ থেকেই  উদ্ধার হয় শিশুপুত্রটি।  সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ বুধবার দুই ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে।বিচারক দুই ধৃতকে ৩
    দিন পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শিশু পুত্রকে ফিরে পেয়ে খুশি শিশুর মা ও পরিবার সদস্যরা। 



  • Oct 16, 2025 08:47 IST

    West Bengal news Live Updates: আবারও পশ্চিমবঙ্গে "ক্যাঙ্গারু কোর্ট", সালিশি সভার নামে তৃণমূল নেতার দাদাগিরি

    আবারও পশ্চিমবঙ্গে "ক্যাঙ্গারু কোর্ট",  সালিশি সভার নামে চলল তৃণমূল নেতার দাদাগিরি, বিরাট অভিযোগ শুভেন্দুর। 

    বর্ধমানের একটি ভিডিওকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য রাজ্যজুড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, তৃণমূল নেতা শেখ কালু এক যুবককে নির্মমভাবে মারধর করছেন। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ২৬ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শেখ কালু তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা, আর যিনি মার খেয়েছেন তাঁর নাম অমিত রায় — এলাকারই যুবক।

    ভিডিওতে দেখা যায়, অমিত রায়  'প্রাণভিক্ষা' চাইছেন, কিন্তু শেখ কালু একের পর এক তাকে 'আঘাত' করেই চলেছেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। 

    বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করেছেন। তিনি বলেছেন, “রাজ্যের সর্বত্র তৃণমূল নেতারা ক্যাঙ্গারু কোর্ট চালাচ্ছেন। আইনের শাসন নেই, জনসাধারণ আতঙ্কে রয়েছে।”

    ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।



  • Oct 16, 2025 08:40 IST

    West Bengal news Live Updates: ফের সপ্তাহান্তে বৃষ্টি?বাংলায় জাঁকিয়ে শীত কবে?

    কলকাতা ও দক্ষিণবঙ্গে হালকা শীতের আমেজ ধরা পড়েছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে শীতের আগমন ঘটেনি বঙ্গে, সকালবেলায় ঠান্ডা হাওয়ার স্পর্শে  শহরবাসী ইতিমধ্যেই টের পাচ্ছে শীতের আভাস। প্রশ্ন উঠছে — কবে নামবে পারদ? জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করবে বঙ্গবাসী?  

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার দক্ষিণ ও উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।



  • Oct 16, 2025 08:06 IST

    West Bengal news Live Updates: দুর্গাপুরে ধর্ষণকাণ্ডে নয়া মোড়

    দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর ধর্ষণকাণ্ডে নয়া মোড় — মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকাশ্যে 'ক্ষমা' চাইলেন নির্যাতিতার বাবা। এর আগে  আগে তিনি রাজ্যের পরিস্থিতিকে ‘ঔরঙ্গজেবের শাসন’-এর সঙ্গে তুলনা করেছিলেন। এবার তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে মায়ের মতো। যদি আমি কোনো ভুল কথা বলে থাকি, আমাকে আপনার ছেলের মত ভেবে ক্ষমা করে দেবেন। আমি শুধু চাই, আমার মেয়ের ন্যায়বিচারটা হোক।”



mamata Suvendu IMD