Adhir Chowdhury: 'মুখ্যমন্ত্রী ঝোলেও আছেন, অম্বলেও আছেন', বেনজির কটাক্ষ অধীরের

Adhir Chowdhury-Mamata Banerjee: আবারও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নির্বাচন কমিশনেরও সমালোচনায় কংগ্রেস নেতা।

Adhir Chowdhury-Mamata Banerjee: আবারও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নির্বাচন কমিশনেরও সমালোচনায় কংগ্রেস নেতা।

author-image
Gopal Thakur
New Update
Mamata Banerjee RSS interference criticism  ,Mamata warns RSS democratic threat Bengal  ,Adhir Chowdhury slams EC on Bihar voter list  ,Adhir Chowdhury Election Commission blame TMC,  Voter list controversy Bihar EC criticism,মমতা বন্দ্যোপাধ্যায় RSS হস্তক্ষেপ মন্তব্য  ,সংবিধান বিপন্ন RSS পশ্চিমবঙ্গ  ,অধীর চৌধুরী বিহার ভোটার তালিকা ইসি সমালোচনা  ,অধীর ইসি‑র দায় চাপানোর চক্রান্ত  ,নির্বাচন কমিশন বিশ্বস্ততা প্রশ্নবিদ্ধ অধীর,Adhir Chowdhury

Adhir Chowdhury: কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী।

আবারও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার তৃণমূল সুপ্রিমোর সঙ্গে BJP-R S S-এর ঘনিষ্ঠতার অভিযোগের সোচ্চার বহরমপুরের প্রাক্তন সাংসদ। সেই সঙ্গে বিহারের ভোটার তালিকা তৈরি নিয়েও নির্বাচন কমিশনের সমালোচনায় বর্ষীয়ান কংগ্রেস নেতা।

Advertisment

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের একবার BJP-R S S-এর ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।

অধীর চৌধুরীর কথায়, "মুখ্যমন্ত্রী ঝোলেও আছেন, অম্বলেও আছেন। মুখ্যমন্ত্রী দিদিতেও আছেন, মোদীতেও আছেন। ভারতে যত রাজ্যের যত মুখ্যমন্ত্রী আছেন সাত সিয়ানার এক সিয়ানার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি মোদীকে চটাবেন না, R S S-কেও চটাবেন না। কখনও শুনেছেনব দিদির মুখে আরএসএস নেতা মোহন ভাগবতের নামে একটাও শব্দ? দিদি শহিদ স্মরণের সভা থেকে R S S-এর প্রশংসা করেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জাতীয় নেতা ছিলেন। বড় একটি ব্যক্তিত্ব। ওনাকে খোলখুলি শ্রদ্ধা জানাক। চালাকি কেন করছেন?"

আরও পড়ুন- West Bengal News Live Updates: সপ্তাহের প্রথম দিনেই বাংলার বুকে বিরাট দুর্ঘটনায় হাহাকার! রক্তাক্ত পরিস্থিতি, তড়িঘড়ি শুরু উদ্ধারকাজ

Advertisment

এরই পাশাপাশি বিহারের ভোটার তালিকা নিয়েও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে নিশানা করেছেন অধীর। বিহারের ভোটার তালিকা তৈরি নিয়ে কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ কংগ্রেস নেতা।

আরও পড়ুন- Mahua Moitra: একুশের প্রস্তুতি সভায় নির্বাচন কমিশনকে তুলোধনা, মারাত্মক আশঙ্কা মহুয়ার

এই প্রসঙ্গে তিনি বলেন, "নির্বাচন কমিশন যেটা করছে সেটা গণতন্ত্রের পক্ষে বিপদ বাড়াবে। গণতন্ত্রে মূল আদর্শ হল, মানুষের ভোটদান। সেটা কেড়ে নেওয়ার চেষ্টা কমিশনের। এই নির্বাচন কমিশন কাদের জন্য কাদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে সেটা বুঝতে বাকি থাকে না। এই জিনিস দেশে হতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন চেষ্টা করতে পারে, কিন্তু ওরা যা খুশি তাই করতে পারে না। কমিশনের এই অপচেষ্টাকে দেশে সফল হতে দেওয়া হবে না।" 

tmc bjp adhir choudhury