ফের নির্বাচন কমিশনের তুমুল সমালোচনায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগরে তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের প্রস্তুতি সভায় যোগ দিয়ে কমিশনকে তুলোধনা মহুয়ার। বিহারে ভোটার তালিকা নিয়ে বড়সড় বেনিয়মের অভিযোগ তুলেছে বিরোধীরা। তৃণমূল বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে নালিশ পর্যন্ত জানিয়েছে। মহুয়া মৈত্র ইতিমধ্যেই কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।
মহুয়া মৈত্রর কথায়, "২০২৬-এর ভোটে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়াই মূল উদ্দেশ্য। যাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড আছে ২০০৩ সাল থেকে ১০ টা ১২ নির্বাচনে যারা ভোট দিয়েছেন, এমনকী ২০২৪ সালে যাদের ভোটে বিজেপি দেশ চালাচ্ছে তাদের আবার নতুন করে সিটিজেনশিপ নাগরিক প্রমাণ করতে হবে।"
তিনি আরও বলেন, "১৯৮৭ সাল থেকে ২০০৪ সালের মধ্যে যাদের জন্ম তাদের নয়, বাবা-মায়ের প্রমাণপত্র দিতে হবে। যদি আপনাকে বাতিল করা হয়! আপনি পরিযায়ী শ্রমিক। হায়দরাবাদে কাজ করছেন। ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর আপনি নাই আসতে পারেন বাড়িতে। তখন আপনার নাম বাতিল হবে। এখন যেমন বাদ গেলে হিয়ারিংয়ের সুযোগ দেওয়া হয়। তখন সেটা দেওয়া হবে না। বিহারের পরে বাংলাতে হবে। ওরা প্ল্যান করে নিয়েছে। এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। চিফ ইলেকশন কমিশনার এটা নিয়ে ভিসি করে দিয়েছেন। এটা খুব ডেঞ্জারাস।"
আরও পড়ুন- West Bengal News Live Updates: আজ থেকে ফের চালু সাউথ ক্যালকাটা ল' কলেজ, স্থায়ী রক্ষীকে বিশেষ নির্দেশ কর্তৃপক্ষের
বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের দাবিতে নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও যাতে নির্বাচন কমিশন এমন কোনও নির্দেশ দিতে না পারে সেই আবেদন জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। গতকাল নির্বাচন কমিশন এই ব্যাপারে খানিকটা নরম মনোভাব নিয়েছে।
আরও পড়ুন- Jagannath Chattopadhyay: রাষ্ট্রপতি ভবন থেকে তাঁর সম্পত্তি খতিয়ে দেখতে নির্দেশ? কী বললেন BJP-র জগন্নাথ?