/indian-express-bangla/media/media_files/2025/04/22/XomjfxrigWJpessEQhEV.jpg)
Mamata Banerjee-Adhir Ranjan Chowdhury: ফের অধীর চৌধুরীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়।
আবারও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় প্রাক্তন কংগ্রেস সাংসদ। এরই পাশাপাশি কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'নাচ' নিয়েও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। রাজ্যে কর্মসংস্থান ইস্যুতেও মুখ্যমন্ত্রীকে বিঁদেছেন অধীর।
অধীর চৌধুরী বলেন, "দিদির হাতে একটাই চাকরি আছে, হোমগার্ডের চাকরি। রাস্তায় দাঁড়িয়ে যাও, বাস ধরো, গাড়ি ধরো, টাকা তোলো, ঘুষ খাও আর বাড়ি চলে যাও। বাংলার মুখ্যমন্ত্রী আপনি কত জোচ্চুরি শেখাবেন? মরলে টাকা, ধর্ষণে টাকা, আরে মানুষকে সেবা করুন। সব বাঁধ উড়ে গেছে, বালি দিয়ে বন্যা, ভাঙন ঠেকানো হয়। মুর্শিদাবাদে গেলে দেখবেন, গ্রাম নেই, বাড়ি নেই, রুটি-রুজি নেই, হাহাকার চলছে। আর দিদি নাচছে।"
মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ ছুঁড়ে অধীরের তোপ, "হেলিকপ্টারে করে যাবে, ঘুরবে, ফিরবে। নাচ করার দরকার হলে নেচেও দেবে। উত্তরকন্যা তো আছেই নাচ করার জায়গা। নেচে চলে আসতে পারে। বাংলা ডুবুক আর আপনি নাচ করুন। বাংলা ডুবছে আর দিদি নাচছে।"
আরও পড়ুন- Road accident: লক্ষ্মীপুজোর রাতে ভয়াবহ দুর্ঘটনা, ডাকাবুকো নেতার মৃত্যু, আহত বেশ কয়েকজন
শাসকদল তৃণমূলকে বিঁধে কংগ্রেস নেতা আরও বলেন, "কথায় কথায় আন্দোলন করছে। অন্যায় করে ওরা জল ছাড়লে ডিভিসি-র সদর দফতরে স্মারকলিপি জমা দেননি কেন? একটাও ঘেরাও অভিযান করেছে তৃণমূল? দিদি সব জেনে মানুষকে বোকা বানাতে চায়। বন্যায় সব ভেসে যাচ্ছে, মানুষ বসা-খাওয়া, দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। তখন মুখ্যমন্ত্রী কার্নিভালের নামে নৃত্য প্রদর্শন করছেন।"