/indian-express-bangla/media/media_files/2025/04/23/3fUb3Sx8ibTZL2TWktUN.jpeg)
Adhir Chowdhury: প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
Adhir Ranjan Chowdhury: বুধবাররাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা-নির্যাতনের অভিযোগ উঠছে বারবার। প্রকট এই সমস্যার সমাধানে এবার দেশের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।
সাম্প্রতিক সময়ে দেশের একাধিক রাজ্যে বিশেষ করে BJP শাসিত রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ভুরিভুরি অভিযোগ সামনে এসেছে। বাংলায় কথা বললেই অনেককে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে ওপার বাংলায় পুশ-ব্যাক করার মতো সাংঘাতিক অভিযোগও সামনে এসেছে।
আরও পড়ুন- West Bengal news live Updates: ভয়ঙ্কর বিপর্যয়! বিরাট বিস্ফোরণ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি
এবার বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থা নিয়ে এবার রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে চান তিনি। এই ব্যাপারে অধীর চৌধুরী বলেছেন, "রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব। উদ্দেশ্য হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকরা ভারতের যেখানে যেখানে সমস্যার সম্মুখীন হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, তাঁদের বিষয়টির সমাধান করতে দরবার করা। মানুষের সমস্যার কথা তুলে ধরা না হলে সেটা হয়তো আমরাই জানব, কিন্তু সমস্যা মেটাতে প্রকৃত প্রচেষ্টা হবে না। তাই প্রকট এই সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি।"
আরও পড়ুন-Murshidabad News: এমন খবর কখনও শোনেননি! আচমকা মাঝরাস্তায় পাঁচিল, সারি দিয়ে আটকে যানবাহন
তিনি আরও বলেন, "বাংলার পরিযায়ী শ্রমিকরা কোন কোন রাজ্যে আছেন, তাঁদের এখন ঠিক কী কী সমস্যা হচ্ছে, এব্যাপারে আপনারাও যদি ফেসবুকের মাধ্যমে নির্দিষ্ট তথ্য দিয়ে আমাকে জানাতে পারেন তাহলে আমি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগে তাঁর দৃষ্টি আকর্ষণ করব। দাবি করলে সব সমস্যার সমাধান হয়তো হয় না। কিন্তু অনেক সমস্যার সমাধান হয়, এটা আমি জানি।"
আরও পড়ুন-Durga Puja 2025:দিঘার 'জগন্নাথ ধাম' খাস কলকাতায়! নিপুণ শৈলীতে তাবড় পুজোকে মাত দেবে এই ক্লাব