/indian-express-bangla/media/media_files/93SUNGADDz8FmA3X6gmw.jpg)
Adhir Ranjan Chowdhury: প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী।
Adhir Chowdhury's PA arrested on extortion charges: ফের চর্চায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তোলাবাজির অভিযোগে এবার অধীর চৌধুরীর আপ্ত সহায়ককে গ্রেফতার করেছে পুলিশ। নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন প্রদীপ্ত রাজপণ্ডিত নামে ওই ব্যক্তি। নীল বাতিওয়ালা গাড়িতে চেপে ঘুরে বেড়াতেন তিনি।
এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর আপ্ত সহায়ক প্রদীপ্ত রাজপণ্ডিতকে। অভিযোগ, কখনও নিজেকে একজন আইএএস অফিসার পরিচয় দিয়ে কিংবা কখনও বা অন্য কোনও দাপুটে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে তোলাবাজি চালাতেন প্রদীপ্ত। একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে প্রদীপ্তের ঘনিষ্ঠতা রয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে বিজেপির তাবড় কিছু নেতার সঙ্গে তাঁর ছবি দেখা গিয়েছে বিভিন্ন সময়ে।
BJP-র একাধিক হেভিওয়েট নেতার রীতিমতো যোগাযোগ ছিল প্রদীপ্ত রাজপণ্ডিত নামে ওই ব্যক্তির, এমনই খবর সূত্রের। এর আগে বেশ কিছু বিজেপি নেতার সঙ্গে তার ছবিও দেখা গিয়েছে। নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই এবার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধীররঞ্জন চৌধুরীর PA প্রদীপ্ত রাজপণ্ডিতকে গ্রেফতার করেছে পুলিশ।
তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত অধীর চৌধুরীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। জানা গিয়েছে, প্রদীপ্তর বিরুদ্ধে এর আগে বেশ কিছু অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছিল। তেমনই কিছু অভিযোগের ভিত্তিতে এগোয় তদন্ত। পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে প্রদীপ্ত রাজপণ্ডিতের গৃহপ্রবেশের অনুষ্ঠানে হাজির থাকতে দেখা গিয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশিত প্রামাণিককে। এমনকী শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল বলে সূত্রের খবর।
আরও পড়ুন- New Town News:বিনা পয়সায় বিরিয়ানি মেলেনি, রেগে আগুন তৃণমূল নেতা, দোকানমালিকের সঙ্গে যা ঘটালেন...