New Town News:বিনা পয়সায় বিরিয়ানি মেলেনি, রেগে আগুন তৃণমূল নেতা, দোকানমালিকের সঙ্গে যা ঘটালেন...

New Town: এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছডিয়ে পড়ে ওই এলাকায়। এভাবে দোকান মালিকের উপর এলাকারই রাজনৈতিক নেতার চড়াও হওয়ার ঘটনায় এলাকার অন্য ব্যবসায়ীরাও রীতিমতো আতঙ্কে রয়েছেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Tmc leader accused of beating businessman in Newtown: নিউটাউনে বিরিয়ানির দোকানের মালিককে মারধর তৃণমূলকর্মীর

New Town News: টেকনোসিটি থানা।

Tmc leader accused of beating businessman in Newtown: ফের ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ। এবার ঘটনাস্থল কলকাতা লাগোয়া নিউ টাউন। এলাকারই এক বিখ্যাত বিরিয়ানির দোকানে চড়াও হন স্থানীয় তৃণমূল নেতা। বিরিনিয়ানি বিক্রি নিয়ে বচসার জেরে দোকান মালিকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। থানায় অভিযোগ দেয়ার করেছেন আক্রান্ত দোকান মালিক।

Advertisment

মগের মুলুক নাকি! ঘটনাক্রম জানলে একথা বলতেই পারেন অনেকে। মঙ্গলবার রাতে নিউটাউনের জনপ্রিয় ওই বিরিয়ানির দোকানে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা অজয় সর্দার। দোকান মালিককে একসঙ্গে ১০ প্লেট বিরিয়ানি দিতে বলেন তিনি। তবে টাকা চাইতে গেলে তা দিতে অস্বীকার করেন ওই তৃণমূল নেতা, এমনই অভিযোগ দোকানমালিকের। বিরিয়ানির টাকা তিনি পরে দেবেন বলে দোকান মালিককে জানান তৃণমূল নেতা। এভাবে বাকিতে বিরিয়ানি বিক্রি করা যাবে না বলে দোকান মালিক তাঁকে জানিয়ে দেন।

তারপরেই রীতিমতো ক্ষেপে যান ওই তৃণমূল নেতা। দোকান মালিকের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায় তার। অভিযোগ, এর পরেই ওই দোকানে ভাঙচুর চালান অভিযুক্ত তৃণমূল নেতা অজয় সর্দার। শুধু তাই নয়, এরই মধ্যে একটি উইকেট নিয়ে এসে দোকান মালিকের মাথায় আঘাত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন- West Bengal News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে 'আজাদ কাশ্মীর' গ্রাফিতি, পুরোদমে চলছে তদন্ত, ডাকা হতে পারে কাদের?

Advertisment

সজোরে আঘাতে মাথা ফেটে যায় দোকান মালিক রূপম বিশ্বাসের। তার দোকানে হামলা ও তাঁকে মারধরের অভিযোগ নিয়ে টেকনোসিটি থানায় যান আক্রান্ত ব্যক্তি। অভিযুক্ত ওই তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত দোকান মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- Ghola Incident: কলকাতায় ফের আঁতকে ওঠার মতো নৃশংস কাণ্ড! ট্রলিতে রক্তাক্ত দেহ, ধৃত ২

tmc police Newtown news in west bengal news of west bengal