Adhir Chowdhury:SIR নিয়ে সরব অধীর চৌধুরী, বাংলার কংগ্রেস কর্মীদের কী বার্তা প্রাক্তন প্রদেশ সভাপতির?

SIR-West Bengal: বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় নিবিড় সংশোধনী বা SIR-এর তোড়জোড় শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদে মুখর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

SIR-West Bengal: বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় নিবিড় সংশোধনী বা SIR-এর তোড়জোড় শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদে মুখর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
Adhir Ranjan Chowdhury critique TMC Martyrs Day rally,  “picnic” comment Kolkata Martyrs Day,  High Court order TMC rally public inconvenience,  Mamata Banerjee rewarded 1993 firing officers criticism,  Opposition response TMC Shahid Divas observance,অধীর রঞ্জন শহিদ দিবস সমালোচনা  ,পিকনিক নাম করে ২১ জুলাই সমাবেশ,হাইকোর্ট নির্দেশ সমর্থন অধীর  ,১৯৯৩ পুলিশ গুলিতে দায়ী পুরস্কৃত অভিযোগ,  তৃণমূল শহিদ দিবস কটাক্ষ

Adhir Ranjan Chowdhury: প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

Adhir Chowdhury:এবার SIR নিয়ে সরব হলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর করার তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এক্ষেত্রে ন্যায্য কোনও ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় সে ব্যাপারে লক্ষ্য রাখতে রাজ্য জুড়ে কংগ্রেস কর্মীদের তৎপর হতে আহ্বান জানালেন প্রাক্তন সাংসদ।

Advertisment

বিহারে SIR নিয়ে ইতিমধ্যেই সোচ্চার BJP বিরোধী রাজনৈতিক দলগুলি। বিহারের পর এবার বাংলাতেও এসআইআর করার চেষ্টা চালাচ্ছে কমিশন। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এসআইআর-এর দাবিতে লাগাতার সুর চড়িয়ে চলেছে।

তবে বিরোধীদের আশঙ্কা, SIR-এর নামে ন্যায্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার গভীর ষড়যন্ত্র করছে কেন্দ্রের শাসকদল বিজেপি। এসআইআর নিয়ে রাজ্যেরশাসক দল তৃণমূল কংগ্রেস লাগাতার প্রতিবাদ-আন্দোলনে সোচ্চার হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিনিয়ত আওয়াজ তুলে চলেছেন।

Advertisment

আরও পড়ুন- West Bengal News live updates:সাতসকালে দিল্লিতে হইহই কাণ্ড! জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা, ৫ বাংলাদেশি গ্রেফতার

এবার এসআইআর নিয়ে রাজ্যের কংগ্রেস কর্মীদের জোরদার তৎপরতা নিতে আহ্বান জানালেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের কংগ্রেস কর্মীদের প্রতি তাঁর বার্তা, "SIR নিয়ে কোনও অনিয়ম হলে কংগ্রেস কর্মীরা এগিয়ে আসুন। বাংলার বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে কংগ্রেস কর্মীরা আছেন তাঁরা ন্যায্য কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ গেলে প্রতিবাদ করুন, সেই ব্যক্তির পাশে দাঁড়ান। ন্যায্য কারও নাম যাতে তালিকা থেকে বাদ না যায়, সেটা দেখত হবে। কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদের ভিতরে ও বাইরে বিষয়টি নিয়ে লড়াই করছে। মহারাষ্ট্র, হরিয়ানার ভোটের পর থেকে আমরা আন্দোলন শুরু করেছি। আজও করে চলেছি।"  

আরও পড়ুন- Manindra Barman:মমতাকে বিঁধে গান গেয়ে রাজরোষে লোকশিল্পী মণীন্দ্র বর্মন, পাশে দাঁড়ালেন শুভেন্দু

CONGRESS West Bengal Adhir Chowdhury