/indian-express-bangla/media/media_files/2025/08/05/kalyan-banerjee-2025-08-05-14-31-36.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates:গতকালই লোকসভায় তৃণমূলের চিফ হুইপের পদ ইস্তফা দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করেছেন দলের চেয়ারপার্সন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় কাকলি ঘোষ দস্তিদারকে দলের চিফ হুইপ করা হয়েছে লোকসভায়। সেই সঙ্গে লোকসভায় এবার দায়িত্ব বেড়েছে তৃণমূলের তারকা সংসদ শতাব্দী রায়েরও। শতাব্দীকে লোকসভায় দলের নতুন ডেপুটি চিফ হুইপ করেছে তৃণমূল। দলের তরফে এদিন এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, "শ্রী কল্যাণ ব্যানার্জি গতকাল লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের মুখ্য সচেতকের পদ থেকে চেয়ারপার্সনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। চেয়ারপার্সন তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং এই ভূমিকায় তাঁর অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। প্রবীণ সাংসদদের সঙ্গে পরামর্শ করে, চেয়ারপার্সন তাৎক্ষণিকভাবে লোকসভায় তৃণমূলের নতুন চিফ হুইপ হিসেবে ডা: কাকলি ঘোষ দস্তিদার এবং লোকসভায় তৃণমূলের ডেপুটি চিফ হুইপ হিসেবে শতাব্দী রায়কে মনোনীত করেছেন।"
Shri Kalyan Banerjee submitted his resignation yesterday to the Chairperson from the post of Chief Whip of the @AITCofficial Parliamentary Party in the Lok Sabha. The Chairperson has accepted his resignation and thank him for his contributions in that role.
— All India Trinamool Congress (@AITCofficial) August 5, 2025
In consultation with…
দিন কয়েক আগেই ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কলকাতায় বসবাস করা বাংলাদেশি মডেল শান্তা পালকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার শান্তাকে দফায় দফায় জেরায় গ্রেফতার নৈহাটির সৌমিক দত্ত। অভিযোগ, এই সৌমিক দত্তই শান্তাকে ভুয়োপরিচয় পত্র বানাতে সাহায্য করেছিল। কলকাতায় শান্তার ভাড়া বাড়ি থেকে বেশ কিছু ভুয়ো আধার, ভোটার, রেশন কার্ড এবং ভারতীয় পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়। গোয়েন্দাদের দাবি, ধৃত সৌমিক দত্ত নামে ওই যুবকই এই সব ভুয়ো নতিপত্র শান্তাকে বানিয়ে দিয়েছিল। ধৃত ব্যক্তিকেও দফায় দফায় জেরা করা হচ্ছে। এই চক্রের শিকপড়ের খোঁজে গোয়েন্দারা।
আরও পড়ুন- Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর গাড়িতে 'বিরাট হামলা'! কনভয়ের একের পর এক যানে বেপরোয়া ভাঙচুর
খাস রাজধানীর দিল্লিতে জোর করে লালকেল্লায় ঢুকে পড়ার চেষ্টা অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার। মঙ্গলবার সকালে অনুপ্রবেশকারী ওই ৫ বাংলাদেশকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, পাঁচজনই দিল্লিতে শ্রমিকের কাজ করতেন। সামনেই স্বাধীনতা দিবস। তার আগে লালকেল্লা সহ গুরুত্বপূর্ণ ভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে লালকেল্লার কাছে ওই ৫ বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় পুলিশের দাবি, প্রত্যেকেই অনুপ্রবেশকারী বাংলাদেশি। কারও কাছে ভারতে ঢোকার বৈধ কোনও কাগজপত্র নেই।
আরও পড়ুন- Mamata Banerjee:লাগাতার বৃষ্টিতে জলের তলায় ঘাটাল, আরামবাগ, আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী
আরও পড়ুন-Dinhata Hospital:সিজারের সময় সদ্যোজাত শিশুর কপালে ছুরির আঘাত, শোরগোল দিনহাটা হাসপাতালে
-
Aug 05, 2025 14:50 IST
Kolkata News Live Updates:স্বামীজি বলতেন একতাই শক্তি: মুখ্যমন্ত্রী
প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলির কামারপুকুরে গিয়ে সভামঞ্চে মমতা মুখ্যমন্ত্রী বলেন, "স্বামীজির বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল। আমি খবর পেয়ে একদিনের মধ্যে সেটা অদিগ্রহণ করে ট্রাস্টের হাতে ফিরিয়ে দিয়েছিলাম। শ্রীরামকৃষ্ণদেবের সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। স্বামীজি বলতেন একতাই শক্তি। স্বামীজি বাংলা ভাষাতেই এই কথা বলে গিয়েছেন। বাংলা ছাড়া না ভারত না পৃথিবী হয়। বলছে বাংলা বলে নাকি কোনও ভাষা নেই। সবাইকে অমৃতের পুত্র বলেছেন ভারতের মুনি-ঋষিরা। যা ব্রেনে ঢুকেছে, তা ড্রেনে যাবে না। আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই।"
-
Aug 05, 2025 13:15 IST
Kolkata News Live Updates: ফের চর্চায় দিলীপ!
আবারও দিলীপ ঘোষের মন্তব্য জোর চর্চায়। বাংলা এবং বাংলাদেশি ভাষা নিয়ে বিতর্কে এবার দিল্লি পুলিশের পাশেই দাঁড়ালেন প্রাক্তন BJP রাজ্য সভাপতি। তবে এতেও বিতর্ক থামছে না। দিল্লি পুলিশের বিরুদ্ধে এই ইস্যুতে লাগাতার সামালেচানার পথে হাঁটছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'খাইতাসি, যাইতাসি তো আমরা বলি না', বাংলা-বাংলাদেশি ভাষা বিতর্কে মুখ খুললেন দিলীপ
-
Aug 05, 2025 12:10 IST
Kolkata News Live Updates:SIR নিয়ে সরব অধীর চৌধুরী
এবার SIR নিয়ে সরব হলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর করার তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এক্ষেত্রে ন্যায্য কোনও ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় সে ব্যাপারে লক্ষ্য রাখতে রাজ্য জুড়ে কংগ্রেস কর্মীদের তৎপর হতে আহ্বান জানালেন প্রাক্তন সাংসদ।
বিস্তারিত পড়ুন- Adhir Ranjan Chowdhury:SIR সরব অধীর চৌধুরী, বাংলার কংগ্রেস কর্মীদের কী বার্তা প্রাক্তন প্রদেশ সভাপতির? -
Aug 05, 2025 11:27 IST
Kolkata News Live Updates:পাশে দাঁড়ালেন শুভেন্দু
সম্প্রতি কোচবিহারের মাথাভাঙার লোকশিল্পী মণীন্দ্র বর্মনের একটি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেই গানটি গেয়েছেন ওই লোকশিল্পী, এমনই দাবি অনেকের। ওই গান বিদ্যুৎ গতিতে ভাইরাল হওয়ার পরেই মণীন্দ্র বর্মনকে পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রকাশ্যে মণীন্দ্র বর্মনকে ল্যাম্পপোষ্টে বেঁধে পেটানোর হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে রেখেছেন। যদিও ওই লোকশিল্পীকে যাবতীয় আইনি সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন নেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- Manindra Barman:মমতাকে বিঁধে গান গেয়ে রাজরোষে লোকশিল্পী মণীন্দ্র বর্মন, পাশে দাঁড়ালেন শুভেন্দু
-
Aug 05, 2025 10:36 IST
Kolkata News Live Updates:ভারী বৃষ্টির জোরালো সতর্কতা
মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু। আজ দিনভর লাগাতার চলবে দফায় দফায় এই বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী দিন কয়েক কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? কতদিন পর্যন্ত চলবে এই দুর্যোগ? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
বিস্তারিত পড়ুন- Kolkata weather today:ভারী বৃষ্টির জোরালো সতর্কতা এই জেলাগুলিতে, আজ কাঁপানো ঝড়-জল কলকাতাতেও?
-
Aug 05, 2025 10:34 IST
Kolkata News Live Updates:সদ্যোজাত শিশুর কপালে ছুরির আঘাত
সন্তান প্রসবের সময় সদ্যোজাতের মাথায় আঘাতকে কেন্দ্র করে উওেজনা দিনহাটা মহকুমা হাসপাতালে। গর্ভবতী মহিলার সন্তান প্রসব করার সময় সদ্যোজাতের মাথায় ছুরির আঘাত লাগার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দিনহাটা মহকুমা হাসপাতালে। পরবর্তীতে দিনহাটা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিস্তারিত পড়ুন- Dinhata Hospital:সিজারের সময় সদ্যোজাত শিশুর কপালে ছুরির আঘাত, শোরগোল দিনহাটা হাসপাতালে
-
Aug 05, 2025 10:32 IST
Kolkata News Live Updates: আজ আরামবাগ, ঘাটালে মমতা
ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের জলমগ্ন এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। আজ প্রথমে হুগলির আরামবাগে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী রওনা দেবেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের উদ্দেশে।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee:লাগাতার বৃষ্টিতে জলের তলায় ঘাটাল, আরামবাগ, আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী
-
Aug 05, 2025 10:30 IST
Kolkata News Live Updates: আজ মেগা ভার্চুয়াল বৈঠক অভিষেকের
২০২৬ সালের নির্বাচনের আগে জেলা ধরে ধরে পুরোদমে সাংগঠনিক বৈঠক শুরু করে দিয়েছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ারের নেতৃত্বকে নিয়ে বৈঠক সেরেছেন অভিষেক। আজ তাঁর মেগা ভার্চুয়াল বৈঠক। দলের জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক সারবেন অভিষেক। রাজ্য সরকারের প্রকল্পের প্রচার একেবারে তৃণমূলস্তর পর্যন্ত পৌঁছে দিতে নানা ধরনের তৎপরতা নিতে দলের জেলা নেতৃত্বকে নির্দেশ অভিষেকের।