আবারও বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদের নিশানায় রাজ্যের শাসকদল তৃণমূল। "গোটা বাংলা দুর্নীতির ক্যান্সারে আক্রান্ত"। শাসকদলকেই দায়ী করে ফের সোচ্চার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। তৃণমূলকে তুমুল আক্রমণ শানিয়ে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নিয়েছেন অধীর। DVC-র জল ছাড়া নিয়ে বারংবার তৃণমূল সুপ্রিমোর করা মন্তব্য সর্বৈব মিথ্যা বলে অভিযোগ এনেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, "ভাঙড় তৃণমূলের সন্ত্রাসের ল্যাবরেটরি। ভাঙড় মডেল অন্যান্য জেলায় পরে হবে। এর থেকে প্রমাণ হচ্ছে মানুষ তৃণমূলের থেকে নিজেদের দূরে রাখতে চাইছে। মানুষ ক্রমশ তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হচ্ছে। সেই মানুষকে ধরে রাখতে অর্থ, প্রলোভন আবার হুমকিরও ব্যবস্থা হচ্ছে। ভাঙড় মডেল এবার রাজ্যের অন্যান্য জেলাতেও প্রয়োগ করা হবে।"
DVC না জানিয়ে জল ছাড়ার জেরেই প্রতিবার রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয় বলে বারবার অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার ধর্মতলার সভামঞ্চ থেকেও কেন্দ্রীয় সরকারের সংস্থা ডিভিসির বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে তৃণমূলনেত্রীকে। এই ইস্যুতে এদিন মমতাকেই আক্রমণ শানিয়েছেন অধীর। তাঁর কথায়, "আপনার (মমতা বন্দ্যোপাধ্যায়) সরকারের অনুমতি নিয়েই ডিভিসি-র জল ছাড়া হয়। আপনি মুখ্যমন্ত্রী হয়েও এটা জানে না? আপনি মুখ্যমন্ত্রী না মুর্খমন্ত্রী?"
আরও পড়ুন- TMC:'আমি মাথা ঠাণ্ডা না রাখলে ভাঙড়ের মতো ঘটনা ঘটবে', দলের নেতাদেরই হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের
শাসকদলের বিরুদ্ধে বেনজির দুর্নীতির অভিযোগেও সোচ্চার হয়েছেন অধীর। এদিন তিনি বলেন, "শহর থেকে জেলা, সর্বত্র চুরি, লুঠ, দুর্নীতি তৃণমূলের। গোটা বাংলা দুর্নীতির ক্যান্সারে আক্রান্ত। ভোট এলে হিন্দুদের কথা মনে পড়বে। এক পক্ষ হিন্দু বাঁচানোর কথা বলবে আর এক পক্ষ মুসলমান বাঁচানোর কথা বলবে। আরও বাড়বে এই প্রবণতা।"
আরও পড়ুন- Nicco Park:নিক্কো পার্কে মর্মান্তিক মৃত্যু যুবকের, ওয়াটার পার্কে আনন্দে মাততেই মুহূর্তে চরম পরিণতি