TMC:'আমি মাথা ঠাণ্ডা না রাখলে ভাঙড়ের মতো ঘটনা ঘটবে', দলের নেতাদেরই হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

TMC: ফের দলের নেতাদের একাংশের বিরুদ্ধেই সোচ্চার তৃণমূলের এই দাপুটে তৃণমূল বিধায়ক। রীতিমতো ডেডলাইন বেঁধে দিয়ে দিয়ে ফেললেন মারাত্মক হুঁশিয়ারি।

TMC: ফের দলের নেতাদের একাংশের বিরুদ্ধেই সোচ্চার তৃণমূলের এই দাপুটে তৃণমূল বিধায়ক। রীতিমতো ডেডলাইন বেঁধে দিয়ে দিয়ে ফেললেন মারাত্মক হুঁশিয়ারি।

author-image
Gopal Thakur
New Update
West Bengal news October 20 2025  ,Kolkata news live updates  ,Bengal latest news today,  WB news 20 October,  Kolkata city news,  West Bengal breaking news  ,Bengal live news update  ,Kolkata headlines today,  West Bengal events October 2025  ,Bengal weather updates October 20,Kali Puja 2025, কালী পুজো ২০২৫,পশ্চিমবঙ্গ সংবাদ ২০ অক্টোবর ২০২৫  ,কলকাতা লাইভ আপডেট  ,আজকের বাংলার খবর  ,কলকাতা খবর লাইভ , পশ্চিমবঙ্গের সর্বশেষ খবর  ,আজকের কলকাতা সংবাদ  ,বাংলার ব্রেকিং নিউজ  ,২০ অক্টোবর পশ্চিমবঙ্গ  ,কলকাতা হেডলাইন,  পশ্চিমবঙ্গের ইভেন্ট আপডেট

প্রতীকী ছবি।

TMC: আবারও চর্চায় মুর্শিদাবাদের ভরতপুরের ডাকাবুকো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। কলকাতায় তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের প্রস্তুতি সভার মঞ্চে দাঁড়িয়ে দলেরই জেলা সভাপতির বিরুদ্ধে যারপরনাই ক্ষোভ প্রকাশ করে আগুনে হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর। তাঁর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে চক্রান্ত চলছে দলের অন্দরেই, এমনই অভিযোগ এনেছেন হুমায়ুন। তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতিকে কাঠগড়ায় তুলে রীতিমতো ডেডলাইন পর্যন্ত বেঁধে দিলেন এই দাপুটে রাজনীতিবিদ। 

Advertisment

হুমায়ুন কবীরের অভিযোগ, মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারের নেতৃত্বেই দলেরই একাংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরপরেই রীতিমতো হুঁশিয়ারির সুরে বর্ষীয়ান তৃণমূল বিধায়ক বলেন, "যত খুশি আপনারা বিরোধিতা করবেন করুন, কিন্তু মাত্রা ছাড়াবেন না। মাত্রা ছাড়ালে তার পরিণতি খারাপ জায়গায় যাবে। সেটা আমি মনে প্রাণে চাই না। রাজনীতি করতে গিয়ে কাউকে খুন-খারাপির মধ্যে জড়াতে চাই না। ৪৩ বছরের রাজনৈতিক জীবনে ৩০ বছর কংগ্রেস করেছি, বাকি জীবনটা এলোমেলোভাবে চলেছে। ২০২১ থেকে ২০২৫ সালে এসে তৃণমূলের বিধায়ক হিসেবে অনেক কিছু সহ্য করছি, অনেক কিছু লক্ষ্য করছি। কিন্তু আমি মাথা ঠাণ্ডা রেখেছি। যদি মাথা ঠাণ্ডা না রাখি তাহলে সাঁইথিয়ার মতো ঘটনা ঘটবে। ভাঙড়ের মতো ঘটনা ঘটবে। আমি আগাম বলে দিচ্ছি। সংযত থাকুন, সংযত না থাকলে পরিণতি খারাপ জায়গায় যাবে। আমাদের পিছনে লাগতে আসবেন না।"

তিনি আরও বলেন, "আমাদের খারাপ লাগে, রাজনীতি করতে গিয়ে অঞ্চল সভাপতির নেতৃত্বে রাতের অন্ধকারে সাইঁথিয়ার পীযূষ ঘোষকে রাত ১২টার সময় ফোনে ডেকে খুন করে দেওয়া হচ্ছে। কেউ ২১ জুলাইকে সামনে রেখে মিটিং করছে সেই রেজ্জাক খাঁ, তাকেও ওখানে মরতে হচ্ছে। মারছে কে তৃণমূল, মরছে কে তৃণমূল। আমি সংযত করছি জেলার নেতাদের। আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে সেই আগুনে পুড়ে মরতে হবে আপনাদের।" 

Advertisment

আরও পড়ুন- Mamata Banerjee:'বাংলায় বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে, লুকিয়ে লুকিয়ে নোটিফিকেশন কেন্দ্রের', মারাত্মক অভিযোগ মমতার

তাঁর কথায়, "হুমায়ুন কবীর পাপ করলে তাকেও শাস্তি পেতে হবে। ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায় আমার নাম ঘোষণা করেছিলেন। নির্বাচনে জেতার পর থেকে অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। আমি ১৫ অগাস্ট পর্যন্ত সংযত থাকব। কিন্তু ১৫ অগাস্টের পর থেকে তৃণমূলের জোড়াফুলের প্রতীক নিয়ে অলআউট লড়াইয়ে যাব। যদি জেলা সভাপতি ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয়, তাহলে আমি গোটা জেলায় এর সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন জোগাব। তার পরিণতি কী হবে তার জন্য তৈরি থেকো বন্ধু।"  

আরও পড়ুন- Mamata Banerjee protest march rally:'বিনা বিচারে জেলে রেখে দেবে, এটা জরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর', মমতার নিশানায় কেন্দ্র

Murshidabad Humayun Kabir tmc