/indian-express-bangla/media/media_files/2025/07/16/nicco-park-2025-07-16-18-38-16.jpg)
Nicco Park : নিক্কো পার্ক।
কলকাতার নিক্কো পার্কে বন্ধুদের সঙ্গে দেদার মজায় মাততে গিয়ে শেষমেষ মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সল্টলেকের এই খ্যাতনামা বিনোদন পার্কে। বন্ধু এবং বান্ধবীদের সঙ্গে মোট ৭ জনের একটি দল বুধবার নিক্কো পার্কে গিয়েছিলেন বলে জানা যায়। তাঁদেরই একজনের এমন মর্মান্তিক মৃত্যুতে বাকিরা শোকে পাথর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, এদিন সকালে নিক্কো পার্কের ওয়াটার পার্কে কৃত্রিমভাবে তৈরি করা একটি জলের ফোয়ারার নিচে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। অঝোর ধারায় জল পড়ছিল ওপর থেকে। সেই সময় হঠাৎই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।
তড়িঘড়ি ওই যুবককে নিক্কো পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সল্টলেকের একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন- Dilip ghosh: প্রবল বৃষ্টিতে বানভাসি নিউইয়র্কও, ভিডিও পোস্ট করে কী বোঝালেন দিলীপ?
আরও জানা গিয়েছে, ওই যুবক উল্টোডাঙার মুরারি পুকুর এলাকার বাসিন্দা। তাঁর সঙ্গে যাওয়া বন্ধু-বান্ধবীদের পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বিধান নগর দক্ষিণ থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। নিক্কো পার্ক কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলছে পুলিশ। ওই পার্কের ঠিক ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।