Nicco Park:নিক্কো পার্কে মর্মান্তিক মৃত্যু যুবকের, ওয়াটার পার্কে আনন্দে মাততেই মুহূর্তে চরম পরিণতি

Nicco Park-water park: কলকাতার বিখ্যাত নিক্কো পার্কেই এমন মর্মান্তিক ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Nicco Park-water park: কলকাতার বিখ্যাত নিক্কো পার্কেই এমন মর্মান্তিক ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Nicco Park water park youth dies July 16 2025,18‑19 year old collapses unconscious Nicco Park waterpark,young man sudden death water park Kolkata Heart Clinic,Nicco Park waterpark incident hospital death,friend group youth death waterpark Kolkata,নিক্কো পার্ক ওয়াটার পার্ক যুবক মৃত্যু ১৬ জুলাই ২০২৫,নিক্কোপার্কে যুবকের পৌনে অবস্থা মৃত্যু,ওয়াটার পার্কে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল যুবক,নিক্কো পার্ক হাসপাতালে নিয়ে যাওয়া যুবক মারা গেল,নিক্কোপার্ক বন্ধুদের সাথে ওয়াটার পার্ক ঘটনা,কলকাতা হার্ট ক্লিনিক যুবকের মৃত্যু,ওয়াটার পার্কে হঠাৎ মাথা ঘোরা

Nicco Park : নিক্কো পার্ক।

কলকাতার নিক্কো পার্কে বন্ধুদের সঙ্গে দেদার মজায় মাততে গিয়ে শেষমেষ মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সল্টলেকের এই খ্যাতনামা বিনোদন পার্কে। বন্ধু এবং বান্ধবীদের সঙ্গে মোট ৭ জনের একটি দল বুধবার নিক্কো পার্কে গিয়েছিলেন বলে জানা যায়। তাঁদেরই একজনের এমন মর্মান্তিক মৃত্যুতে বাকিরা শোকে পাথর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisment

জানা গিয়েছে, এদিন সকালে নিক্কো পার্কের ওয়াটার পার্কে কৃত্রিমভাবে তৈরি করা একটি জলের ফোয়ারার নিচে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। অঝোর ধারায় জল পড়ছিল ওপর থেকে। সেই সময় হঠাৎই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। 

তড়িঘড়ি ওই যুবককে নিক্কো পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সল্টলেকের একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।

Advertisment

আরও পড়ুন- Dilip ghosh: প্রবল বৃষ্টিতে বানভাসি নিউইয়র্কও, ভিডিও পোস্ট করে কী বোঝালেন দিলীপ?

আরও জানা গিয়েছে, ওই যুবক উল্টোডাঙার মুরারি পুকুর এলাকার বাসিন্দা। তাঁর সঙ্গে যাওয়া বন্ধু-বান্ধবীদের পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বিধান নগর দক্ষিণ থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। নিক্কো পার্ক কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলছে পুলিশ। ওই পার্কের ঠিক ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates:SSC নয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে মামলা, রাজ্যের যুক্তিতে কান পাতল হাইকোর্ট?

kolkata Death Youth Death