Adhir Chowdhury:'যে ঘা শুকিয়েছে, খুঁচিয়ে তুলে ঘৃণার বাতাবরণ তৈরির চেষ্টা', BJP-কে তুলোধোনা অধীরের

BJP: ফের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নিশানায় কেন্দ্রের শাসকদল বিজেপি।

BJP: ফের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নিশানায় কেন্দ্রের শাসকদল বিজেপি।

author-image
Gopal Thakur
New Update
Adhir Chowdhury,BJP criticism,Adhir Ranjan Chowdhury,  Harassment of migrant workers  ,Bengali language targeted  ,Fake voter allegations,  West Bengal electoral roll controversy , Political controversy  ,Opposing BJP,The Bengal Files,The Bengal Files Controversy, বিজেপি সমালোচনা,  অধীর রঞ্জন চৌধুরী  ,অভিবাসী শ্রমিকদের হয়রানি,  বাংলা ভাষার উপর আক্রমণ,  ‘ফেক ভোটার’ অভিযোগ  ,পশ্চিমবঙ্গ ভোটার তালিকা বিরোধ  ,রাজনৈতিক বিতর্ক , কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ

Adhir Chowdhury: প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Adhir Chowdhury:আবারও হিন্দি ছবি 'The Bengal Files' সিনেমা নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। ১৯৪৬ সালের অগাস্ট মাসে কলকাতার হিংসাত্মক পরিস্থিতি নিয়ে তৈরি হিন্দি ছবির নেপথ্যে রাজনীতি রয়েছে বলে মনে করেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। নির্বাচন আসছে বলেই এমন ভাগাভাগির রাজনীতি করে ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি, এমনই অভিযোগ বর্ষীয়ান কংগ্রেস নেতার।

Advertisment

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার হিন্দি ছবি 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী। অধীরের কথায়, "বেঙ্গল ফাইলস, কেরল ফাইলস...এগুলোর লক্ষ্য একটাই! মুসলমানরা দেশের শত্রু, এটা বোঝানো। যে সমস্ত ফাইল তৈরি হচ্ছে সেই ফাইলের পিছনে মগজ হচ্ছে রাজনীতি। পরিকল্পিতভাবে বিভাজনের রাজনীতি করা ও সেই সুবাদে মুসলমানরা যে বড় বড় রাক্ষস, দানব সেটা প্রমাণের চেষ্টা হচ্ছে। দাঙ্গা যখন হয়, সেই দাঙ্গায় যারাই নিহত-আহত হয় তারা কিন্তু দাঙ্গার শিকার। হিন্দু-মুসলমান যেই হোক, দাঙ্গায় মানুষের মৃত্যু হয়। কারও মৃত্যুই কাম্য নয়।"

আরও পড়ুন- Dilip Ghosh:বাংলায় রিলিজ হয়নি, শেষমেশ 'The Bengal Files' দেখতে দিলীপ ঘোষ কোথায় গেলেন জানেন?

Advertisment

তিনি আরও বলেন, "এগুলোর মেকাবিলা করতে হয়। কিন্তু তার নামে যদি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে ফেলা হয়... যে মুসলমান মানেই দাঙ্গা,খুন, হিন্দু অত্যাচারী! তাহলে ব্যাপারটার সরলীকরণ হয়ে যায়। এই দৃষ্টিতে যদি এটা দেখি তাহলে যে ব্রিটিশ ভাগাভাগির রাজনীতি করে ভারতে ক্ষমতায় ছিল, সেই একই রাজনীতি এখন হচ্ছে। নানা সিনেমার মাধ্যমে সেই ধারণা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। এক্ষেত্রে কিছু কিছু শিল্পীকে মদত দিচ্ছে BJP। ভোট যখন হবে, ভারতের সমাজকে বিভক্ত করতে হবে। যে ঘা'টা শুকিয়ে গেছে, আবার খুঁচিয়ে সেই ঘা ফিরিয়ে এনে ঘৃণার বাতাবরণ তৈরির চেষ্টা হচ্ছে।"

আরও পড়ুন- Durga Puja 2025:গাংচিল বেশে এসে পুজো নিতেন 'দেবী'! ২৬০ বছরের এই দুর্গাপুজোর পরতে পরতে ইতিহাস!

এরই পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের একটি স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে তৃণমূল নেতার বেপরোয়া মারধর নিয়েও মুখ খুলেছেন অধীর। এই প্রসঙ্গে কংগ্রেস নেতার বক্তব্য, "স্কুলের মধ্যে ঢুকে শিক্ষককে যারা গরু-ছাগলের মতো শিক্ষককে মারতে পারে তাদের চেয়ে বড় অপরাধী সমাজের চোখে কেউ হতে পারে না। ডাক্তার,শিক্ষককে 'আধা ভগবান' বলে থাকি। তারাই যদি কলেজে, হাসপাতালে অত্যাচারিত, নিগৃহীত হয় তাহলে আমাদের মুখ লুকনোর কোনও জায়গা থাকে না। সারা বাংলার মানুষ লজ্জিত।"

আরও পড়ুন- Kolkata Metro: পাতালপথে দুগ্গা-দর্শনে অভূতপূর্ব সুবিধা কলকাতা মেট্রোয়, বাম্পার খবর জানলে তাজ্জব হবেন!

tmc The Bengal Files bjp Adhir Chowdhury