/indian-express-bangla/media/media_files/2025/09/18/metro-2025-09-18-14-25-57.jpg)
Kolkata Metro: এবার পুজোয় যাত্রী স্বার্থে বাম্পার বন্দোবস্ত কলকাতা মেট্রোরেলের।
Metro Tourist Pass:গত বছর দুর্গাপুজোর দিনগুলিতে কলকাতা মেট্রোয় প্রতিদিন ৯ লক্ষেরও বেশি যাত্রী চড়েছিলেন। মেট্রোরেলের বিভিন্ন করিডোরে মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণের কারণে চলতি বছর পুজোর দিনগুলিতে যাত্রী সংখ্যা ১১ থেকে ১২ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
পুজোর দিনগুলিতে মেট্রোয় যাত্রা আরও সহজতর ও মসৃণ করতে বাম্পার পদক্ষেপ করেছে মেট্রোরেল। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আসন্ন দুর্গাপুজোর সময় বিপুল সংখ্যক পর্যটক/দর্শনার্থীদের ভ্রমণ আরও সহজতর ও মসৃণ করার লক্ষ্যে, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ কলকাতা ট্যুরিস্ট স্মার্ট কার্ডধারীদের জন্য যথাক্রমে ২৫০ এবং ৫৫০ টাকা খরচে ৩ এবং ৫ দিনের জন্য সীমাহীন ভ্রমণের সুবিধা বাড়িয়ে দিচ্ছে।
এই কার্ডগুলি এখন মেট্রো স্টেশনের সমস্ত বুকিং কাউন্টারে পাওয়া যাচ্ছে। বুকিং কাউন্টারে ভিড় এড়াতে, যাত্রীদের সময় এবং অর্থ সাশ্রয় করার জন্য ট্যুরিস্ট স্মার্ট কার্ড/স্মার্ট কার্ড ব্যবহার করার এবং আমার কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে টিকিট বুক করার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ মেট্রো রেলওয়ে স্মার্ট কার্ড এবং মোবাইল QR টিকিটের মূল্যের উপর ৫% ছাড়/ছাড় দিচ্ছে।
কলকাতা মেট্রো রেলওয়েতে যাত্রীরা ধীরে ধীরে স্মার্ট ভ্রমণের দিকে ঝুঁকছেন, স্মার্ট কার্ড কিনে এবং স্মার্ট মোবাইল কিউআর টিকিট বুকিং করছেন। গত ১১ দিনে মোট ২৪১৭০টি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে এবং এই মাসে ৪.৫৬ লক্ষেরও বেশি যাত্রী স্মার্ট মোবাইল কিউআর টিকিট বুক করেছেন।