Kolkata Metro: পাতালপথে দুগ্গা-দর্শনে অভূতপূর্ব সুবিধা কলকাতা মেট্রোয়, বাম্পার খবর জানলে তাজ্জব হবেন!

Metro Railway Kolkata: প্রতিবছরই দুর্গাপুজোর সময় যাত্রীদের বিপুল চাপ সামলাতে অতিরিক্ত পরিষেবা দিয়ে থাকে কলকাতা মেট্রো। যাত্রী স্বার্থে এবার আরও বেশি তৎপরতা সংস্থার।

Metro Railway Kolkata: প্রতিবছরই দুর্গাপুজোর সময় যাত্রীদের বিপুল চাপ সামলাতে অতিরিক্ত পরিষেবা দিয়ে থাকে কলকাতা মেট্রো। যাত্রী স্বার্থে এবার আরও বেশি তৎপরতা সংস্থার।

author-image
Joyprakash Das
New Update
Metro Railway Tourist Smart Card,  Metro Tourist Pass,  Smart Card Durga Puja,  Visitor Metro Card  ,Kolkata Metro Tourist Smart Card,  Temporary Metro Card,  Festive Metro Pass  ,Metro Card for Tourists,  Metro Card Sale Durga Puja  ,Metro Travel Smart Card,মেট্রো রেলওয়ে ট্যুরিস্ট স্মার্ট কার্ড,  ট্যুরিস্ট পাস মেট্রো  ,দুর্গাপূজার স্মার্ট কার্ড  ,ভিজিটর মেট্রো কার্ড,  কলকাতা মেট্রো ট্যুরিস্ট স্মার্ট কার্ড  ,অস্থায়ী মেট্রো কার্ড  ,উৎসবকালীন মেট্রো পাস  ,পর্যটকদের মেট্রো কার্ড  ,দুর্গাপূজা মেট্রো কার্ড বিক্রয়  ,মেট্রো ট্রাভেল স্মার্ট কার্ড

Kolkata Metro: এবার পুজোয় যাত্রী স্বার্থে বাম্পার বন্দোবস্ত কলকাতা মেট্রোরেলের।

Metro Tourist Pass:গত বছর দুর্গাপুজোর দিনগুলিতে কলকাতা মেট্রোয় প্রতিদিন ৯ লক্ষেরও বেশি যাত্রী চড়েছিলেন। মেট্রোরেলের বিভিন্ন করিডোরে মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণের কারণে চলতি বছর পুজোর দিনগুলিতে যাত্রী সংখ্যা ১১ থেকে ১২ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisment

পুজোর দিনগুলিতে মেট্রোয় যাত্রা আরও সহজতর ও মসৃণ করতে বাম্পার পদক্ষেপ করেছে মেট্রোরেল। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আসন্ন দুর্গাপুজোর সময় বিপুল সংখ্যক পর্যটক/দর্শনার্থীদের ভ্রমণ আরও সহজতর ও মসৃণ করার লক্ষ্যে, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ কলকাতা ট্যুরিস্ট স্মার্ট কার্ডধারীদের জন্য যথাক্রমে ২৫০ এবং ৫৫০ টাকা খরচে ৩ এবং ৫ দিনের জন্য সীমাহীন ভ্রমণের সুবিধা বাড়িয়ে দিচ্ছে। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবন কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করতে আদালতে দাপুটে তৃণমূল নেতা, বঙ্গ রাজনীতিতে তুঙ্গে জল্পনা

Advertisment

এই কার্ডগুলি এখন মেট্রো স্টেশনের সমস্ত বুকিং কাউন্টারে পাওয়া যাচ্ছে। বুকিং কাউন্টারে ভিড় এড়াতে, যাত্রীদের সময় এবং অর্থ সাশ্রয় করার জন্য ট্যুরিস্ট স্মার্ট কার্ড/স্মার্ট কার্ড ব্যবহার করার এবং আমার কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে টিকিট বুক করার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ মেট্রো রেলওয়ে স্মার্ট কার্ড এবং মোবাইল QR টিকিটের মূল্যের উপর ৫% ছাড়/ছাড় দিচ্ছে।

আরও পড়ুন-ছাত্রী খুনে উত্তাল রামপুরহাট, পুলিশের সামনেই প্রধান শিক্ষককে বেধড়ক মারধরে প্রশ্ন, সিবিআই তদন্তের দাবি পরিবারের

কলকাতা মেট্রো রেলওয়েতে যাত্রীরা ধীরে ধীরে স্মার্ট ভ্রমণের দিকে ঝুঁকছেন, স্মার্ট কার্ড কিনে এবং স্মার্ট মোবাইল কিউআর টিকিট বুকিং করছেন। গত ১১ দিনে মোট ২৪১৭০টি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে এবং এই মাসে ৪.৫৬ লক্ষেরও বেশি যাত্রী স্মার্ট মোবাইল কিউআর টিকিট বুক করেছেন।

Bengali News Today Durga Puja 2025 kolkata metro