/indian-express-bangla/media/media_files/2025/07/05/adhir-2025-07-05-16-16-11.jpg)
Adhir Ranjan Chowdhury: প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
Adhir Ranjan Chowdhury critique TMC Martyrs Day rally:২১ জুলাইয়ের আগে আবারও রাজ্যের শাসকদলের প্রবল সমালোচনায় সরব প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। "২১ জুলাই শক্তি প্রদর্শনের উৎসব করে তৃণমূল", শাসকদলের মেগা কর্মসূচিকে যারপরনাই কটাক্ষ বহরমপুরের প্রাক্তন সাংসদের। সেই সঙ্গে ২১ তারিখেই মুর্শিদাবাদে ভিন্ন একটি কর্মসূচির কথা জানান অধীর।
আগামী ২১ জুলাই মুর্শিদাবাদে যুব কংগ্রেসের ডাকে অন্য একটি কর্মসূচি পালনের কথা জানিয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেছেন, "২১ জুলাই পলাশিতে তামান্না ও আমাদের ঘরের মেয়ে অভয়াকে 'শহিদ' বলে ঘোষণা করে তাদেরও বিচার চাওয়ার জন্য সেই পলাশির প্রান্তরে সভা করব। প্রশাসন সভার অনুমতি দেয়নি। শেষমেশ হাইকোর্টে গিয়ে সভার অনুতি আনতে হয়েছে। সেই সভা আমাদের ক্ষমতায় আমরা করব। আমরা অভয়া ও তামান্নার বিচার চাইব।"
তৃণমূলের প্রবল সমালোচনা করে অধীর চৌধুরী বলেছেন, "২১ জুলাই যাঁরা শহিদ হয়েছিল তাদের পরিবারের প্রতি এই সরকার যে কোনও দায়িত্ব পালন করেছে সেব্যাপারে কোনও তথ্য নেই। তৃণমূল বলেছিল ক্ষমতায় আসার পর ২১ জুলাইয়ের ঘটনায় দোষীদের শাস্তি দেওয়া হবে, আজ পর্যন্ত তেমন কিছু হয়নি। ২১ জুলাই পুলিশের গুলিচালনার জন্য মৃত্যু হয়েছিল, সেই সরকারি অফিসারদের বাংলার মুখ্যমন্ত্রী পুরস্কৃত করেছিলেন। ২১ জুলাই শুধুই তৃণমূলের শক্তি প্রদর্শনের উৎসব।"
আরও পড়ুন- West Bengal news Live Updates:হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, মর্মান্তিক মৃত্যুতে শোকে পাথর গোটা এলাকা
অধীরের কতায়, "শহিদ দিবসের নামে তৃণমূল শক্তি প্রদর্শন দিবস পালন করে। সেখানে পিকনিক হবে। কোটি কোটি টাকা খরচ হবে। সারা রাজ্য থেকে লোক যাবে। তৃণমূলের এই প্রমোদ-ভ্রমণের কারণে গোটা কলকাতা অচল হবে। কলকাতা যাওয়ার রাস্তা অচল হবে, মানুষের দুর্ভোগ বাড়বে। তৃণমূল মনে করলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এটা করতেই পারে। এর আগেও তিনি সেখানে করেছেন।
তৃণমূলের সমালোচনার পাশাপাশি কেন্দ্রের শাসকদল BJP-কেও একহাত নিয়েছেন লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা। তৃণমূল ও বিজেপিকে এক আসনে বসিয়ে অধীর চৌধুরী বলেছেন, "তৃণমূলের অপশাসনে পশ্চিমবঙ্গ ধ্বংস আর মোদীর অপশাসনে দেশ ধ্বংস। দু'জনেই ধ্বংসের নায়ক এবং নায়িকা।"