West Bengal news Highlights: '২১ শে জুলাই তো চলে যায়নি, দেখা যাক কী হয়'..! দিলীপের মন্তব্যে রাজ্য-রাজনীতি তোলপাড়, দলবদলের জল্পনা?

West Bengal News Highlights: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। দিনভর পান সব বড় খবরের টাটকা আপডেট।

West Bengal News Highlights: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। দিনভর পান সব বড় খবরের টাটকা আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Dilip Ghosh

২১ শে জুলাই তো চলে যায়নি, দেখা যাক কী হয়..! দিলীপের মন্তব্যে রাজ্য-রাজনীতি তোলপাড়,দল বদলের জল্পনা?

Kolkata News Highlights: শুক্রবার মোদীর বঙ্গ সফরের দিনই তড়িঘড়ি দিল্লি গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। গত কয়েক মাস ধরেই দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে দেখা যায়নি দিলীপ ঘোষকে। প্রধানমন্ত্রী মোদীর আলিপুরদুয়ার সফর বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরেও তিনি অনুপস্থিত ছিলেন। ফলে শুক্রবারের অনুপস্থিতি ঘিরে জল্পনা আরও বেড়েছে। বিশেষ করে ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগে এমন অনুপস্থিতিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisment

কী কথা হল নাড্ডা সঙ্গে সেই প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, "সংগঠনের বিষয়ে, নির্বাচন নিয়ে কথা হয়েছে"। কেন মোদীর সভায় হাজির হননি এই প্রশ্নে তিনি বলেন, মোদীর সভায় কোথায় আমাকে রাখা হবে তা ঠিক করতে পারেনি দল। এর মাঝে সর্বভারতীয় সভাপতি ডাকল তাই আমি আমি চলে গেলাম। রাজ্য রাজনীতিতে কানাঘুষো চলছে যে দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিতে পারেন। যদিও এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি, তবে তাঁর সাম্প্রতিক মন্তব্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেই জল্পনাকে উস্কে দিয়েছে। ২১ জুলাই প্রশ্নে বর্ষীয়াণ এই রাজনীতিবিদ জানিয়েছেন, ২১ শে জুলাই এখনও চলে যায়নি! দেখুন না কী হয়'। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ দিলীপ ঘোষ এই মন্তব্যের মাধ্যমে তাঁকে নিয়ে চলা জল্পনাকে জিইয়ে রাখলেন।

আগামী সোমবার ২১ জুলাই। ধর্মতলার তৃণমূলের শহিদ সভার সমাবেশ। ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষকে যাতে সমস্যায় পড়তে না হয় সেই ব্যাপারে সব ধরনের পদক্ষেপ করতে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তারই পরিপ্রেক্ষিতে এবার একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পুলিশও। পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, ওই দিন রাস্তায় কেউ যে কোনও সমস্যায় পড়লে সাহায্যের জন্য কলকাতা পুলিশকে ফোন করতে পারবেন। তিনটি নম্বর চালু হয়েছে। রয়েছে টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১০৭৩। এছাড়াও দুটি মোবাইল নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। দুটি নম্বর হল ৯৮৩০৮১১১১১ এবং ৯৮৩০০১০০০০।

Advertisment

কলকাতা শহরের নাকের ডগায় বড়সড় গ্রেফতারি। দিন কয়েক আগেই বিহারের রাজধানী পাটনার একটি হাসপাতালের ICU-তে ঢুকে বিচারাধীন এক বন্দিকে গুলি করে খুন করে জনাকয়েক দুষ্কৃতী। CCTV ফুটেছে ওই দুষ্কৃতীদের ছবি রীতিমতো ভাইরাল হয়। পাটনায় গুলি চালিয়ে সোজা বাংলায় এসে জড়ো হয় ওই দুষ্কৃতীরা। নিউটাউনের একটি আবাসন থেকে আজ তাদের গ্রেফতার করেছে বিহার পুলিশ। শনিবার ভোরে আচমকা নিউটাউনের ওই আবাসনে হানা দেয় রাজ্য পুলিশের STF এবং বিহার পুলিশের বিশেষ দল। সেখান থেকেই গ্রেফতার হয়েছে ৫ দুষ্কৃতী।

আরও পড়ুন- Dwijendralal Roy:উপেক্ষিত জাতীয়তাবাদী কবি দ্বিজেন্দ্রলাল রায়, ‘ধনধান্য পুষ্প ভরা’ গানের নেই সরকারি স্বীকৃতি

জরাজীর্ণ বাড়িটিতে বসবাস করতে আগেই বারণ করেছিলেন স্থানীয় কাউন্সিলর। যদিও তাঁর সেই কথায় কর্ণপাত করেনি পরিবারটি। কাউন্সিলর এবং প্রতিবেশীদের বারবার অনুরোধকে উপেক্ষা করার চরম মাশুল দিতে হল ওই পরিবারকে। গতকাল মাঝরাতে উত্তর ২৪ পরগনার পানিহাটির তিন নম্বর ওয়ার্ডে জরাজীর্ণ ওই বাড়িটি আচমকাই ভেঙে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ওই বাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাড়ি ভেঙে পড়ার পর স্থানীয়রাই দেবকুমার শ্রীমানী নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা।

আরও পড়ুন- Abhijit Sarkar killing:'ভাইকে মেরে আমাদের কুকুরের বাচ্চাটাকেও আছড়ে মেরেছিল', অভিজিৎ খুনে পরেশদের গ্রেফতারির দাবি

আরও পড়ুন- Kolkata weather Update:তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠানে প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা!

  • Jul 19, 2025 20:17 IST

    West Bengal news live update: মমতাবালা ঠাকুরের নেতৃত্বে মিছিল প্রতিবাদ

    নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে এবং বিভিন্ন রাজ্যে বাঙালি হিন্দুদের হয়রানির প্রতিবাদে ঠাকুরনগরের মমতা ঠাকুরের নেতৃত্বে গণ কনভেনশন ও মহা মিছিল মতুয়াদের!

    কেন্দ্র সরকারের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে এবং বাংলা ভাষায় কথা বলায় বিভিন্ন রাজ্যে হিন্দু বাঙালিদের হয়রানির প্রতিবাদে একাধিক মতুয়া সংগঠনের সদস্যরা গণ কনভেনশন করল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। কনভেনশন শেষে ঠাকুর বাড়ি থেকে ঠাকুরনগর বাজার পর্যন্ত মহামিছিল করেন তারা। যার নেতৃত্বে ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন আমরা মানিনা। কোন শর্ত দিয়ে আমরা নাগরিকত্ব নেব না। আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। যাদের আধার কার্ড ভোটার কার্ড আছে তাদের নাগরিকত্ব দিতে হবে। একই সঙ্গে শান্তনু ঠাকুরকে তীব্র আক্রমণ করেন মমতা ঠাকুর। শান্তনু ঠাকুরকে বিভীষণের সঙ্গে তুলনা করে মমতা ঠাকুর বলেন, মতুয়াদের শেষ করছে শান্তনু ঠাকুর, অসীম সরকার এবং বিজেপির যারা এম এল এ আছে তারা। একই সঙ্গে তিনি বলেন, শান্তনু ঠাকুর মতুয়া কার্ড দেওয়ার নামে হাজার হাজার কোটি কোটি টাকা তুলছে। তার মতুয়া কার্ডে যদি নাগরিকত্ব পাওয়া যায় তাহলে বিজেপির ঝান্ডা ধরে যে সমস্ত মতুয়ারা ঘুরছে তারা কেন আবেদন করছে না। মতুয়া কার্ড দিয়ে একটা নাগরিকত্ব করে দেখান। তাহলে আমি নিজে হাজার হাজার কোটিকোটি লোক নিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করব। যদিও এবিষয়ে শান্তনু ঠাকুরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



  • Jul 19, 2025 17:27 IST

    Kolkata News Live Updates: বালুরঘাটে বিষাক্ত ইনকেজশন

    বালুরঘাটে বিষাক্ত ইনকেজশন ইনজেককশন দেওয়ার পর অসুস্থ গর্ভবতী ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাট হাসপাতালে তুমুল চাঞ্চল্য সংশ্লিষ্ট ওষুধ, ইঞ্জেকশন পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পরিবারের অভিযোগ, ইনজেকশন দেওয়ার পরই শ্বাসকষ্ট শুরু হয় একের পর এক প্রসূতির জানা গিয়েছে জনের মধ্যে জন আপাতত ICU-তে রয়েছেন কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে সকল প্রসূতিকে



  • Jul 19, 2025 17:09 IST

    Kolkata News Live Updates: টেকঅফের ১৬ মিনিটের মধ্যে তড়িঘড়ি বিমানবন্দে ফেরত!

    টেকঅফের ১৬ মিনিটের মধ্যে তড়িঘড়ি বিমানবন্দে ফেরত! এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের হায়দরাবাদ-ফুকেট গামী বিমানে টেকনিক্যাল ত্রুটি, জরুরি অবতরণে চূড়ান্ত চাঞ্চল্য।এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের হায়দরাবাদ-ফুকেট (থাইল্যান্ড) বিমান শনিবার সকালে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই টেকনিক্যাল সমস্যার কারণে ফিরে আসে হায়দরাবাদ বিমানবন্দরে

    IX110 ফ্লাইটটি বোয়িং ৭৩৭ ম্যাক্সমডেলের বিমান। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ে। বিমানের গন্তব্য ছিল থাইল্যান্ডের ফুকেট, যেখানে এটি সকাল ১১টা ৪৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। ছাড়ার মাত্র ১৬ মিনিট পরই প্রযুক্তিগত ত্রুটির ইঙ্গিত পেয়ে বিমানের পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে হায়দরাবাদে ফিরিয়ে আনেন। নিরাপদে অবতরণ করে বিমানটি, যাত্রীদের কারও কোনও ক্ষতি হয়নি।বিমানে ঠিক কী ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল, তা এখনও সরকারিভাবে জানানো হয়নি। তবে অ্যাভিয়েশন সূত্রে জানানো হয়েছে, পাইলট এবং ক্রুদের সতর্ক পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনার পর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সোশ্যাল মিডিয়া এক্স-এ দুঃখ প্রকাশ করে জানায়,"আপনার ফ্লাইটে বিঘ্ন ঘটায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দয়া করে আপনার বুকিং ডিটেলস (PNR) DM করুন, যাতে আমরা আপনাকে আরও সাহায্য করতে পারি। আপনার ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ।"এদিকে একই দিনে জয়পুর থেকে দুবাইগামী আরেকটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটও বাতিল হয়। সকাল ৬টা ৩৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও রানওয়েতে পৌঁছনোর পর পাইলট একটি টেকনিক্যাল ত্রুটি লক্ষ্য করেন এবং তৎক্ষণাৎ টেক-অফ বন্ধ করে দেন।

     



  • Jul 19, 2025 15:20 IST

    Kolkata News Live Updates: বিমান দুর্ঘটনার কারণ পাইলটদের ইচ্ছকৃত ভুল?

    এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার তদন্ত নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের তীব্র সমালোচনা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)-এর চেয়ারপার্সন জেনিফার হোমেন্ডি। Air India দুর্ঘটনা নিয়ে 'আন্তর্জাতিক মিডিয়ায়' জল্পনা 'অনুমানভিত্তিক', বললেন US NTSB প্রধান।

    বিস্তারিত পড়ুন- Air India Ahmedabad crash: Air India বিমান দুর্ঘটনার কারণ পাইলটদের ইচ্ছকৃত ভুল? কী বললেন US NTSB প্রধান?



  • Jul 19, 2025 14:57 IST

    Kolkata News Live Updates: প্রাণের বন্ধু চিনের ভোলবদলে 'থতমত' পাকিস্তান

    জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (TRF)-কে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করেছে আমেরিকা। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে শুক্রবার চিন জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করা জরুরি।

    বিস্তারিত পড়ুন- China On pahalgham Attack: পহেলগাঁও হামলার নিন্দা, সন্ত্রাস ইস্যুতে কড়া অবস্থান, প্রাণের বন্ধু চিনের ভোলবদলে 'থতমত' পাকিস্তান



  • Jul 19, 2025 14:56 IST

    Kolkata News Live Updates: 'বিস্ফোরক' ট্রাম্প, নয়া বিতর্কে তোলপাড় বিশ্ব

    ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলাকালীন পাঁচটি ফাইটার জেট বিমান গুলি করে নামানো হয়েছিল— এমন 'বিস্ফোরক' দাবি করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ জুলাই) হোয়াইট হাউসে রিপাবলিকান সিনেটরদের জন্য আয়োজিত এক নৈশভোজে তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এমন এক চরম পর্যায়ে পৌঁছেছিল, যেখানে ৪ থেকে ৫টি বিমান আকাশেই গুলি করে নামানো হয়েছিল। আমার মনে হয়, মোট ৫টি জেট ভূপাতিত হয়েছিল।”তবে তিনি স্পষ্ট করেননি যে, এই বিমানগুলি ভারতের না পাকিস্তানের, নাকি দু’দেশ মিলিয়ে। ট্রাম্প দাবি করেছেন, এই সংঘর্ষে তার হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যুদ্ধ এড়ানো সম্ভব হয়।



  • Jul 19, 2025 14:54 IST

    Kolkata News Live Updates:ঘর পাচ্ছেন না ইউসুফ

    ২০২৪-এর লোকসভা নির্বাচনের পর এক বছর কেটে গিয়েছে। কিন্তু বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান এখনও দিল্লিতে তাঁর থাকার জায়গা পাননি। এই বিষয়টি নিয়েই গতকাল সংসদের হাউসিং কমিটির বৈঠকে তুমুল বাক-বিতণ্ডা হয়। বিরোধী সংসদদের অভিযোগ, সাংসদদের আবাসন বন্টনের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।গত কয়েকবছরে BJP-র সাংসদ থেকে শুরু করে ট্রেজারি বেঞ্চের সদস্য-সহ শাসক শিবিরের অনেকেই দিল্লিতে ভালো-ভালো ফ্ল্যাট-বাংলো পেয়েছেন। কিন্তু ইউসুফ পাঠানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার শুধুমাত্র বিরোধী দলের সাংসদ বলেই তাঁর এখনও রাজধানীতে মাথা গোঁজার ঠিকানা মেলেনি। 



  • Jul 19, 2025 12:49 IST

    Kolkata News Live Updates:ফের নিম্নচাপ

    এক নিম্নচাপের গেরো কাটতে না কাটতেই নতুন করে বঙ্গোপসাগরের বুকে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী সপ্তাহে ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ওই নিন্মটাপ অঞ্চল তৈরি হতে পারে। তারই জেরে ফের এক দফায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা।



  • Jul 19, 2025 12:49 IST

    Kolkata News Live Updates:আজ বৈঠকে ইন্ডিয়া জোট

    সোমবারই সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে। বাদল অধিবেশনের শুরু থেকেই একাধিক বিষয় তুলে ধরে সরকারকে প্যাঁচে ফেলতে এককাট্টা BJP বিরোধী ইন্ডিয়া জোট। সেই জোটেরই আজ ভার্চুয়াল বৈঠক। জানা গিয়েছে, আজকের এই বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ এই বৈঠকে ইন্ডিয়া জোটের বাকি নেতারাও ভার্চুয়ালি সামিল থাকবেন।



  • Jul 19, 2025 10:10 IST

    Kolkata News Live Updates:বাংলাদেশি, রোহিঙ্গাদের ধরতে স্পোশাল টাস্ক ফোর্স গঠন

    পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার কিরন কুমার একটি নির্দেশে জানিয়েছিলেন যে অবৈধ বাংলাদেশী ও রোহিঙ্গা অভিবাসীদের চিহ্নিত, শনাক্ত ও নির্বাসিত করার জন্যে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের অধীনে ১৫ সদস্যের একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন- illegal immigrants :এবার ফুল 'অ্যাকশন মোডে' পুলিশ? বাংলাদেশি, রোহিঙ্গাদের ধরতে স্পোশাল টাস্ক ফোর্স গঠন



  • Jul 19, 2025 10:08 IST

    Kolkata News Live Updates:২১ জুলাইয়ের অনুষ্ঠানে প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা?

    বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে গোটা রাজ্যে ভরা বর্ষায় দফায় দফায় তুমুল বৃষ্টি হয়েছে। সেই নিম্নচাপের গেরো কাটতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে গত দু-একদিনে। গতকাল কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটেনি। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। তারই জেরে আবারো লাগাতার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

    বিস্তারিত পড়ুন- Kolkata weather Update:তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠানে প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা!



tmc modi Bengali News Today 21 July Shahid Diwas