Kolkata weather Update:তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠানে প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা!

West Bengal monsoon forecast July 19, 2025: ভরা বর্ষায় বঙ্গোপসাগরের বুকে নতুন করে ফের এক নিম্নচাপ অঞ্চল তৈরির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তারই জেরে আবারও জোরালো দুর্যোগের আশঙ্কা বাড়ছে।

West Bengal monsoon forecast July 19, 2025: ভরা বর্ষায় বঙ্গোপসাগরের বুকে নতুন করে ফের এক নিম্নচাপ অঞ্চল তৈরির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তারই জেরে আবারও জোরালো দুর্যোগের আশঙ্কা বাড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Fengal Update,West Bengal Weather Update,ঘূর্ণিঝড় ফেনজল,আবহাওয়ার পূর্বাভাস

Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা।

Rainfall in Kolkata:বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে গোটা রাজ্যে ভরা বর্ষায় দফায় দফায় তুমুল বৃষ্টি হয়েছে। সেই নিম্নচাপের গেরো কাটতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে গত দু-একদিনে। গতকাল কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটেনি। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। তারই জেরে আবারো লাগাতার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তার আগে আজ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মোটের উপর আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া।

Advertisment

আগামী সপ্তাহের সোমবারই ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান। ওই দিন কলকাতা শহরে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি চলতে পারে। আগামী সপ্তাহের শুরুর দিন কয়েকের মধ্যেই দানা বাঁধতে পারে নিম্নচাপ। তারই জেরে আগামী সপ্তাহের শুরুর দিন কয়েকের মধ্যেই ফের একদফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মোট কথা আগামী ২৩ জুলাই থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আরও পড়ুন- Malda Murder:মাথা থেঁতলে ভয়ঙ্কর খুন! দেহ দেখে আঁতকে উঠল পরিবার

কলকাতার ওয়েদার আপডেট 

উইকেণ্ডে বৃষ্টিতে ভিজতে পারে মহানগরী। গতকালও কলকাতা শহরে ব্যাপক বৃষ্টি হয়েছে। শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। আজ দিনভর বিক্ষিপ্তভাবে কলকাতা শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহ শুরুর দিন কয়েকের মধ্যেই কলকাতা শহরেও ফের এক দফায় বারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।

আরও পড়ুন- Modi Bengal Visit:বাঙালি মন পেতে নয়া 'ট্যাকটিক্স' মোদীর! জয় শ্রীরাম বদলে গেল জয় মা কালী, জয় মা দুর্গাতে!

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

অন্যদিকে, বর্ষার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।। শনিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- modi rally in WB: 'বাংলার হাসপাতাল-কলেজ মেয়েদের জন্য সুরক্ষিত নয়', আরজি কর-কসবার ঘটনায় তৃণমূলকে আক্রমণ মোদীর

আগামীকাল অর্থাৎ রবিবার থেকে দুর্যোগের পরিমাণ আরও বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির পাশাপাশি উপরের দিকে আরও বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এই বৃষ্টির জেরে পাহাড়ি পথে ফের একবার ধ্বস নামার আশঙ্কাও বাড়ছে।

monsoon Bengal Weather Forecast Kolkata Weather