administration arranged Madhyamik Exam 2025 for a sick girlstudent in the hospital: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এক ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পূর্ব বর্ধমানের জামালপুরের একটি পরীক্ষাকেন্দ্রে এই ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশকর্মীদের দুরন্ত তৎপরতায় তড়িঘড়ি ওই ছাত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। তৎপক্ষণাৎ উপযুক্ত চিকিৎসায় খানিকটা সুস্থ হন ছাত্রীটি। হাসপাতালেই তাঁর পরীক্ষার বন্দোবস্ত করা হয়। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।
শনিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। এদিন পূর্ব বর্ধমানের জামালপুর হাইস্কুলে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থতা বোধ করেন অঙ্কিতা সাঁতরা নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। দ্রুত তাঁকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি তাঁর চিকিৎসা শুরু হয়। উপযুক্ত চিকিৎসায় দ্রুত খানিকটা সুস্থ হন ওই ছাত্রী। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই শারীরিক কিছু সমস্যার দরুণ ওই ছাত্রী অসুস্থ ছিলেন।
শনিবার তাঁর শরীর একটু ভালো হওয়ায় মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিতে বসেছিলেন ওই কিশোরী। এদিন বাবার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যান অঙ্কিতা সাঁতরা নামে ওই পরীক্ষার্থী।
আরও পড়ুন- West Bengal News Live: বিরাট ফাঁপড়ে বাংলাদেশ! বিদ্যুতে আর কোনও ছাড় দিতে রাজি নয় আদানি গোষ্ঠী
জামালপুরের পর্বতপুর এলাকার বাসিন্দা পর্বতপুর হাইস্কুলের ছাত্রী অঙ্কিতা। জামালপুর হাসপাতালে এদিন প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ হতেই অনন্য তৎপরতা নেয় প্রশাসন। হাসপাতালেই তাঁর পরীক্ষার বন্দোবস্ত করা হয়। এদিন হাসপাতালে বসেই মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিয়েছে অঙ্কিতা।
আরও পড়ুন- Madhyamik 2025: অ্যাডমিট নিয়েও শ'য়ে শ'য়ে পরীক্ষার্থী মাধ্যমিকে বসলেনই না, কারণ নিয়ে ধন্দ তুঙ্গে