New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/19/DCUoZSpYwYabtPZQd49T.jpg)
Digha-Jagannath Temple: দিঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে।
Digha-Jagannath Temple: দিঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে।
administrative authorities reviewed the security system of Jagannath temple in Digha: দিঘায় আর কিছুদিনের মধ্যেই খুলে যাচ্ছে বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দির। অক্ষয় তৃতীয়ার দিন থেকে সাধারণের জন্য খুলে যাবে জগন্নাথ মন্দিরের দ্বার। তার আগে মন্দির ও সংলগ্ন এলাকার নিরাপত্তা খতিয়ে দেখে গেলেন প্রশাসনের আধিকারিকরা। জেলা পুলিশ-প্রশাসন, নির্মাণকারী সংস্থা হিডকো-সহ অন্যান্য সরকারি আধিকারিকরা পরিদর্শন করে গিয়েছেন দিঘার জগন্নাথ মন্দির। এরই পাশাপাশি এলাকায় যানজট এড়াতে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে উন্নত পার্কিংলট তৈরি নিয়েও আলোচনা হয়েছে। জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দিঘায় তৈরি হচ্ছে দুটি নয়া স্নানের ঘাট।
সেই ঘাটের নির্মাণ কাজ কোন পর্যায়ে রয়েছে তার খোঁজ খবর নেন প্রশাসনিক আধিকারিকরা। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, মেদিনীপুর রেঞ্জের আইজি অনুপ জসোয়াল, ডিআইজি(সিকিউরিটি) অভ্রারু রবীন্দ্রনাথ, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, দিঘা-শংকরপুর উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী আধিকারিক অপূর্ব বিশ্বাস, কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য, রামনগর- ১ ব্লকের বিডিও পূজা দেবনাথ, রামনগর- ২ ব্লকের বিডিও অখিল মণ্ডল সহ হিডকো ও সেচ দফতরের আধিকারিকরা গিয়েছিলেন দিঘায়। জগন্নাথ মন্দিরের দ্বার খুলে গেলে এখানে বিপুল ভিড় হতে পারে বলে আশাবাদী প্রশাসন। তার আগে নিরাপত্তার দিকটি খতিয়ে দেখতে প্রশাসনিক আধিকারিকদের এই পরিদর্শন।
বর্তমানে ১৫ টি সিসিটিভি রয়েছে মন্দির চত্বরে। আগামী দিনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে আরও কোথায় কোথায় সিসিটিভি লাগানো হবে তা দেখা হয়। এছাড়াও যানজট এড়াতে কোন পয়েন্টে মন্দিরের পার্কিং জোন করলে সুবিধা হয় তা দেখেন আধিকারিকরা। এরই পাশাপাশি জগন্নাথ দেবের মাসির বাড়ি সংলগ্ন এলাকায় বন দফতরের বালিয়াড়ির ওপর সৌন্দর্য্যায়ন নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন- Digha: ভিড় নেই দিঘায়, ফাঁকা মন্দারমণি-তাজপুরও, মন খারাপ ব্যবসায়ীদের
দিঘা- শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক অপূর্ব বিশ্বাস বলেন, “শেষ মুহূর্তের গোটা প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। মন্দিরের উদ্বোধনের দিন থেকে ভিড়ের সম্ভাবনা রয়েছে। তাই যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে।” পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য বলেন, “মন্দিরের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হয়েছে।"