/indian-express-bangla/media/media_files/2024/11/18/NVzIxuuIT4LMBDvqyEil.jpg)
Digha: দিঘার অপরূপ সমুদ্র পাড়।
The number of tourists is decreasing in Digha Mandarmani Tajpur: রাজ্যের পর্যটন মানচিত্রে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুরের অন্যরকম গুরুত্ব রয়েছে। বছরভর এই সমুদ্র সৈকতগুলিতে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। এই পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটকদের মনোরঞ্জনে রাজ্য সরকার একের পর এক উন্নয়নমূলক কাজ করে চলেছে। তবে ইদানিং দিঘায় পর্যটকদের আনাগোনা বেশ কমেছে। সংলগ্ন মন্দারমণি, তাজপুর,শংকরপুরেও একই হাল। স্বভাবতই মন খারাপ এখানকার হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে অন্য ছোট-বড় ব্যবসায়ীদের।
শীত বিদায়ের এই পর্বে ঊর্ধ্বমুখী পারদ। এই আবহে দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের অন্য পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটকদের আনাগোনা কমেছে। বিশেষ করে দিঘায় সেভাবে দেখা নেই পর্যটকদের। অনেকেই বলছেন, একদিকে কুম্ভমেলা আর অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা। সেই কারণেও পর্যটকদের সংখ্যা অনেক কম।
দিঘার সমুদ্রপাড়ের এক ঝালমুড়ি বিক্রেতা বললেন, "আগে সারাদিনে দেড় থেকে দু'হাজার টাকার বিক্রি হতো। এখন চার-পাঁচশো টাকার বিক্রিও হচ্ছে না। ফলে খুব চিন্তা হচ্ছে।" অন্যদিকে, নিউ দিঘার একটি হোটেলের ম্যানেজার সুবীর রায় বলেন, "আগে এই সময় সমুদ্রস্নানের মজা নিতে পর্যটকের ভিড় জমে যেত। হোটেল বুক হতো। কিন্তু এখন সেভাবে বুকিং নেই। কবে ভিড় জমবে সেদিকেই তাকিয়ে রয়েছি।"
দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক সুশান্ত পাত্র বলেন, "একদিকে কুম্ভমেলা অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা থাকায় পর্যটকের দেখা নেই। চলতি মাসের শেষের দিক থেকে পর্যটকদের আনাগোনা বাড়বে বলে আশা করা হচ্ছে।" চলতি মাসের ২২ তারিখে শেষ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং কুম্ভমেলা শেষ হচ্ছে ২৬ তারিখে। ফলে এই মাসের শেষের দিক থেকে রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় ফের ভিড় বাড়তে পারে পর্যটকদের।